লন্ডন: গত ২ দশকে এই প্রথমবার। এটিপি ক্রমতালিকায় প্রথম একশোর বাইরে বেরিয়ে গেলেন রাফায়েল নাদাল। এই মুহূর্তে ১৩৬ নম্বর ক্রমতালিকায় রয়েছেন স্প্যানিশ টেনিস মায়েস্ত্রো। ২২ গ্র্যান্ডস্লামের মালিককে চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন থেকে আর দেখা যায়নি। মোট ২০০০ এটিপি পয়েন্ট হারিয়েছেন নাদাল। ২০০৩ সালে শেষবার এত বাজে ক্রমতালিকায় ছিলেন নাদাল। উল্লেখ্য, ১৪ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন নাদাল চলতি বছরের ফরাসি ওপেনে চোটের জন্য খেলতে পারেননি। অন্যদিকে এবারের ফরাসি ওপেন জিতে টেনিসের ক্রমতালিকায় ফের শীর্ষে উঠে এসেছেন জকোভিচ।


পুরুষদের টেনিসে সর্বাধিক ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়েছেন জোকার। ফরাসি ওপেনে ক্যাসপার রুডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সার্বিয়ান তারকা। এরপরই ফের এটিপি ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন সার্বিয়ান টেনিস তারকা।


স্পেনের ২০ বছরের তরুণ কার্লোস আলকারাজকে হারিয়ে দিয়েছিলেন সেমিফাইনালে জোকার। আলকারাজ বিশ্বের ১ নম্বর টেনিস তারকা ছিলেন। এবার আলকারাজকে হারিয়ে ফের ১ নম্বরে পৌঁছে গেলেন সার্বিয়ান টেনিস তারকা। আলকারাজ দ্বিতীয় স্থানে রয়েছেন এই মুহূর্তে। ড্যানিল মেদভেদেভ তৃতীয় স্থানে নেমে গিয়েছেন। রাশিয়ার কারেন খাচানোভ প্রথম দশে উঠে এসেছেন।


উল্লেখ্য, গত রবিবার ক্যাসপার রুডকে হারিয়ে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হন জকোভিচ। নাদালকে টপকে সর্বাধিক ২৩ গ্র্যান্ডস্লাম ঝুলিতে। তিন সেটের লড়াইয়ে ৭-৬, ৬-৩, ৭-৫ গেমে জয়। সবচেয়ে বেশি বয়সে রোলঁ গ্যারোজ়ে খেতাব জয়। বিশ্বের ১ নম্বর কার্লোস আলরারাজকে সেমিফাইনালে হারানোর পরই সবাই ধরেই নিয়েছিল যে ২৩তম গ্র্যান্ডস্লাম আসাটা সময়ের অপেক্ষা। এদিন ঠিক সেটাই হল। তবে কিছুটা লড়াই করতে হল। নরওয়ের ক্যাসপার রুডের বিরুদ্ধে প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিটের লড়াই শেষে কেরিয়ারের তৃতীয় ফরাসি ওপেন জিতে নিলেন জোকার। পুরুষদের টেনিসে জোকারই একমাত্র প্লেয়ার যিনি প্রতিটি গ্র্যান্ডস্লাম অন্তত তিনবার করে জিতেছেন।


এদিন ম্যাচের প্রথম তিনটি গেমে কিছুটা সমস্যায় পড়ছিলেন জোকার। প্রথম সেটে বেশ লড়াইও হয়। কিন্তু বাকিটা ইতিহাস। টানা ২ বার ফরাসি ওপেনের ফাইনালে উঠলেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল ক্যাসপার রুডকে। গতবার নাদাল ও এবার জকোভিচের কাছে হারতে হল তাঁকে। এদিন জকোভিচ আরও একটি কৃতিত্ব গড়লেন। ৩৬ বছর ২০ দিন বয়সে সবচেয়ে বেশি বয়সি টেনিস প্লেয়ার হিসেবে লাল সুড়কির কোর্টে খেতাব জিতলেন। এদিকে যে নাদালকে টেক্কা দিয়ে গ্র্যান্ডস্লাম জয়ের নিরিখে সবার ওপরে চলে গেলেন, সেই নাদাল ট্যুইটে শুভেচ্ছা জানালেন জোকারকে। সোশ্যাল মিডিয়ায় সার্বিয়ান তারকার উদ্দেশে রাফা লেখেন, ''অসাধারণ এই কৃতিত্বের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা জকোভিচ। ২৩ এমন একটি সংখ্যা, যা কয়েক বছর আগে ভাবতেও অসম্ভব মনে হত। তুমি আজ করে দেখালে। পরিবার এবং দলের সঙ্গে এই জয় উপভোগ করো।'' উল্লেখ্য, নিজের ২২ টি গ্র্যান্ডস্লামের ১৪টিই নাদাল জিতেছেন লাল সুড়কির কোর্টে। কিন্তু তিনি এবার আগেই টুর্নামেন্ট থেকে চোটের জন্য সরে দাঁড়ানোয় জকোভিচই ছিলেন হট ফেভারিট।