কলকাতা: পরিবারে নতুন সদস্যের আগমন বার্তা দিলেন টলিউড দম্পতি (Tollywood Couple)। প্রকাশ্যে ব্যোমকেশ (Byomkesh) রূপে দেবের (Dev) প্রথম লুক। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।


জীবনের নতুন অধ্যায়ের সূচনা ঋদ্ধিমা-গৌরব


নতুন বছরের প্রথম দিনে সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন টলি দম্পতি গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty) ও ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh)। পরিবারে আসতে চলেছে নতুন সদস্য (new member)। নতুন 'অ্যাডভেঞ্চার'-এর (new adventure) সূচনা করতে চলেছেন দম্পতি। নববর্ষের সকালেই সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার কথা ঘোষণা করলেন টলিউড অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। অন্তঃসত্ত্বা তিনি। স্বামী ও অভিনেতা গৌরব চক্রবর্তীর সঙ্গে 'প্রেগনেন্সি শ্যুট'-এর দুটি ছবি পোস্ট করে তিনি লেখেন, 'এক বিশাল অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে...। পয়লা বৈশাখের শুভ দিনে, আপনাদের সকলকে এটা জানাতে পেরে আনন্দিত হচ্ছি যে আমরা সন্তানসম্ভবা!'


'ব্যোমকেশ' দেবের প্রথম লুক প্রকাশ্যে


ছবির কথা ঘোষণা করা হয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এল প্রথম মোশন লুক পোস্টার (Motion Look Poster)। 'ব্যোমকেশ' (Byomkesh) রূপে দেবের ছবি এল প্রকাশ্যে। বিরসা দাশগুপ্তের (Birsa Dasgupta) পরিচালনায় তৈরি হচ্ছে ব্যোমকেশ। মুখ্য চরিত্রে বাংলা চলচ্চিত্রের তারকা অভিনেতা দেব (Dev)। পোস্টারে দেখা গেল, চোখে চৌকো চশমা, শার্ট-কোট পরে দেব। এক হাতে টর্চ, অন্যহাতে প্যাঁচানো সাপ। সামনে ছবির নাম 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। 


আসছে নতুন ছবি 'গুডবাই ভেনিস'


বড়পর্দায় এবার ভেনিসের গল্প। মুক্তি পেল নতুন বাংলা ছবি 'গুডবাই ভেনিস'-এর টিজার পোস্টার। পরিচালনার দায়িত্বে থাকছেন পরিচালক নিলাঞ্জন মুখোপাধ্যায় (Nilanjan Mukherjee)। এক সম্পর্কের গল্প বলবে 'গুডবাই ভেনিস' ছবিটি। কলেজের পর সময়ের স্বাভাবিক নিয়মে ছাড়াছাড়ি হয়ে যায় পাঁচ বন্ধুর। এর বহুদিন পর আবার মিলিত হন তাঁরা। একটি রোড ট্রিপের জন্য একত্রিত হন তাঁরা এবং সেই রোড ট্রিপের শেষে কী হয় তাই নিয়েই এই গল্প।


প্রকাশ্যে 'পি এস টু'র নতুন গান


'পোনিয়ন সেলভান ২'-এর (Ponniyin Selvan 2) নতুন গান এল প্রকাশ্যে। গানের নাম 'পি এস অ্যান্থেম' (PS Anthem)। এ আর রহমানের (AR Rahman) সঙ্গীত পরিচালনায় এই গানের কথা লিখেছেন গুলজার (Gulzar)। এদিন সোশ্যাল মিডিয়ায় ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) গানের কথা ঘোষণা করেন।


ভারতলক্ষ্মী স্টুডিওয় অগ্নিকাণ্ড


শনিবারের শহরে ফের অগ্নিকাণ্ড। ভারতলক্ষ্মী স্টুডিওর এক স্টোররুমে লাগল আগুন। ভস্মীভূত হয়ে যায় গোটা স্টোররুম। শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ আনোয়ার শাহর রোডের ভারতলক্ষ্মী স্টুডিওয় আগুন লাগে। গোটা স্টোররুমই একেবারে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। প্রথমে স্টুডিওর ভিতরে উপস্থিত মানুষেরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর ঘটনাস্থলে হাজির হয় গল্ফগ্রিন থানার পুলিশ ও যাদবপুর থানার পুলিশ। 


আরও পড়ুন: 'Tooth Pari' Trailer: দন্তচিকিৎসক ও ভ্যাম্পায়ারের 'অসম' প্রেমকাহিনি, প্রকাশ্যে 'টুথ পরী'র ট্রেলার


বিতর্কে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস


কাজ করছে না বাতানুকুল যন্ত্র (Air Conditionar)। নাটক চলাকালীন গরমে অসুস্থ হয়ে পড়ছেন দর্শক (audiance)। এমনকী 'অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' (Academy of Fine Arts) কর্তৃপক্ষকে বার বার জানিয়েও কোনও ফল হয়নি বলে উঠল অভিযোগ। 'অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত অ্যাকাডেমি', সরব নাট্যব্যক্তিত্বরা। 'এসি ঠিক আছে', অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি কর্তৃপক্ষের।