কলকাতা: ওটিটিতে মুক্তি পেল 'ডাঙ্কি' (Dunki), কোথায় দেখা যাবে কিং খানের ছবি? নন্দন (Nandan) থেকে সরানো হল তথাগতর ছবি 'পারিয়া' (Pariah)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।


চার হাত এক হচ্ছে রকুল-জ্যাকির


মায়ানগরীতে এখন তাঁদের বিয়ে 'টক অফ দ্য টাউন' (Talk of The Town)। আগামী ২১ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন রকুলপ্রীত সিংহ (Rakul Preet Singh) ও জ্যাকি ভগনানি (Jacky Bhagnani)। আর বলিউডের বিয়ে মানেই তো নজরকাড়া আভিজাত্য, অভিনব সব আয়োজন, এলাহি খাওয়া-দাওয়া আর সবার নজর থাকে বিবাহবেশের দিকে। রকুল ও জ্যাকি বিয়েতে কী কী পোশাক পরবেন, সেই নিয়ে তো জল্পনা চলছেই। তবে সূত্রের খবর, কোনও একজন ডিজাইনার নন, ২০ ও ২১ তারিখের অনুষ্ঠানের জন্য, মোট ৫জন ডিজাইনারকে বেছেছেন রকুল ও জ্যাকি। তাঁরাই সাজিয়ে তুলবেন নবদম্পতিকে। 


মানসী সিংহের পরিচালনায় নতুন ছবি


এই ছবির ঘোষণা হয়েছিল আগেই.. আর ভালবাসার দিনে মুক্তি পেল মানসী সিংহের (Manoshi Sinha) পরিচালিত নতুন ছবির পোস্টার। আর সেখানে রয়েছে দুটি হাত.. একটি পুরুষ হাতের থেকে ফুল নিচ্ছে এক মহিলার হাত। তার ওপরে লেখা.. এটা আমাদের গল্প। প্রথমবার পরিচালকের আসনে বসে কী কী চমক নিয়ে আসছেন মানসী? দেখে নেওয়া যাক এক ঝলকে। 'এটা আমাদের গল্প' (Ata Amader Golpo) মূলত একটি প্রেমের ছবি। প্রথম ছবিতেই একগুচ্ছ তারকাদের পর্দায় আনছেন মানসী। মুখ্যচরিত্রে দেখা যাবে শ্বাশত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), সোহাগ সেন (Sohag Sen), দেবদূত ঘোষ (Debdut Ghosh), অমিতকান্তি ঘোষকে (Amitkanti Ghosh)। সম্পূর্ণ ভিন্ন ঘরানার একটি প্রেমের ছবি একটি।


ওটিটিতে এসে গেল 'ডাঙ্কি'


১৫ ফেব্রুয়ারি নেটফ্লিক্স ইন্ডিয়া তাঁদের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করেন যেখানে বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান ঘোষণা করছিলেন যে খুব শীঘ্রই ওটিটিতে মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি 'ডাঙ্কি'। সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, 'হৃদয়ে প্রবেশ করার জন্য কোনও ভিসা লাগে না। আসছে আপনাদের ঘরে, 'ডাঙ্কি মারকে'। ডাঙ্কি এবার দেখা যাবে নেটফ্লিক্সে।' ১৫ ফেব্রুয়ারি থেকেই নেটফ্লিক্সে দেখা যাচ্ছে শাহরুখ খান অভিনীত এই ছবি 'ডাঙ্কি' (Dunki OTT Release)।  


মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ইস্তফা মিমি চক্রবর্তীর


মুখ্যমন্ত্রীর (Chief Minister) কাছে গিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty Resigns)। এখনও পর্যন্ত ইস্তফাপত্র গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী। ব্যস্ততার কারণে আর প্রার্থী হতে চান না, থাকতে চান না রাজনীতিতেও, জানান অভিনেত্রী। সংসদের দুটি কমিটি থেকে ইস্তফার পরই মিমি-কে নিয়ে জল্পনা শুরু হয়। লোকসভা নির্বাচনের আগে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তী। জানা যাচ্ছে, যাদবপুরের তৃণমূল সাংসদ স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন। দুদিন আগেই ইস্তফাপত্র পাঠিয়েছিলেন তিনি। আজ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে এসে মিমি চক্রবর্তী দেখা করেন। এরপরই জানা যাচ্ছে, যে মুখ্যমন্ত্রীকে ইস্তফার কথা জানান তিনি। তবে এখনও সেই পত্র গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী, খবর এমনই। দু-একদিনের মধ্যেই লোকসভার স্পিকারকেও সেই ইস্তফাপত্র পাঠানো হবে বলে জানা যাচ্ছে। 


নাম বদল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দুই উল্লেখযোগ্য বিভাগের


নতুন নামকরণ হল ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’-এর (National Film Awards) অন্তর্গত ‘ইন্দিরা গাঁধী অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ ফিল্ম অফ এ ডিরেক্টর’ (Indira Gandhi Award for Best Debut Film of a Director) ও ‘নার্গিস দত্ত অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচার ফিল্ম অন ন্যাশনাল ইন্টিগ্রেশন’ (Nargis Dutt Award for Best Feature Film on National Integration) পুরস্কার দুটির। সৌজন্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিবেচনা কমিটি (Committee for Rationalization of Film Awards)। প্রত্যেক বিভাগে যে নগদ পুরস্কারের পরিমাণ ছিল তাও বেশ তাৎপর্যপূর্ণভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এর (Dadasaheb Phalke Award) আর্থিক পুরস্কারের পরিমাণ ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Information & Broadcasting Ministry) দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত সচিবের (আইএন্ডবি) সভাপতিত্বে গঠিত কমিটি বেশ কিছু সুপারিশ করেছে। সেই অনুযায়ী, পরিবর্তনগুলি ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০২২) নিয়মাবলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই কমিটি সুপারিশ করেছে, ‘ইন্দিরা গাঁধী অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ ফিল্ম অফ এ ডিরেক্টর’ বিভাগের নাম বদলে ‘বেস্ট ডেবিউ ফিল্ম অফ এ ডিরেক্টর’ করা হোক, এবং পুরস্কারের অর্থের পরিমাণ বাড়িয়ে ৩ লক্ষ করা হোক।


প্রকাশ্যে 'তিলোত্তমা' ছবির ট্রেলার


মার্চ মাসে মুক্তি পাচ্ছে ‘তিলোত্তমা’ ('Tilottoma' Trailer Out)। প্রকাশ্যে এল সৌম্যজিৎ আদক (Soumajeet Adak) ও টিম পরিচালিত এই ছবির ট্রেলার। মুখ্য ভূমিকায় একঝাঁক চেনা মুখ। রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়েও (Paran Banerjee)। ‘তিলোত্তমা‘ মানেই কি শুধু এই শহরের গল্প? তা হয়তো একেবারেই নয়। সাধারণ মানুষের জীবনের গল্প, একে অপরের প্রতি ভরসার গল্প, অচেনা থেকে পরিচিত হয়ে ওঠার গল্প। এবার এই শহরকে কেন্দ্র করেই এক নিঃস্বার্থ ভালবাসার গল্প বলতে আসছে সৌম্যজিৎ আদক পরিচালিত ‘তিলোত্তমা‘। প্রেমের সপ্তাহে, ভালবাসার দিনেই ধুমধাম করে মুক্তি পেল ট্রেলার, হল ট্রেলার লঞ্চ অনুষ্ঠান।


আরও পড়ুন: 'Pariah': প্রথম সপ্তাহ টানা হাউজফুল, তাও 'নন্দন ২' থেকে সরছে 'পারিয়া', 'আমরা আশাহত', প্রতিক্রিয়া পরিচালকের


'নন্দন ২' থেকে সরছে 'পারিয়া'


৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘পারিয়া’ (Pariah)। পরিচালনায় তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) ও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। ছবির নির্মাতাদের তরফে জানানো হয়েছিল চলতি সপ্তাহের মঙ্গলবার থেকেই দর্শকের ভালবাসায় বেড়েছে হল সংখ্যা। কিন্তু সেই আবহেই মিলল দুঃসংবাদ। আগামী সপ্তাহে ‘নন্দন ২’ (Nandan 2) থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এই ছবি। আশাহত নির্মাতারা। এই ব্যাপারে এবিপি লাইভের তরফে পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গোটা ঘটনায় আমরা আশাহত, মর্মাহত। আমাদের গোটা টিম খুবই ভেঙে পড়েছে। কারণ আমাদের সিনেমা সবে ‘পিক আপ’ নিতে শুরু করেছে। গতকাল ৩৪টার কাছাকাছি শো হাউজফুল হয়েছিল। ‘নন্দন ২’ সেখানে একমাত্র সিনেমাহল যেখানে এই টানা ৭দিনই ছবিটা হাউজফুল ছিল, এবং সেটা অগ্রিম বুকিংয়েই।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।