কলকাতা: মার্চ মাসে মুক্তি পাচ্ছে ‘তিলোত্তমা’ ('Tilottoma' Trailer Out)। প্রকাশ্যে এল সৌম্যজিৎ আদক (Soumajeet Adak) ও টিম পরিচালিত এই ছবির ট্রেলার। মুখ্য ভূমিকায় একঝাঁক চেনা মুখ। রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়েও (Paran Banerjee)।


প্রকাশ্যে ‘তিলোত্তমা’ ছবির ট্রেলার


‘তিলোত্তমা‘ মানেই কি শুধু এই শহরের গল্প? তা হয়তো একেবারেই নয়। সাধারণ মানুষের জীবনের গল্প, একে অপরের প্রতি ভরসার গল্প, অচেনা থেকে পরিচিত হয়ে ওঠার গল্প। এবার এই শহরকে কেন্দ্র করেই এক নিঃস্বার্থ ভালবাসার গল্প বলতে আসছে সৌম্যজিৎ আদক পরিচালিত ‘তিলোত্তমা‘। প্রেমের সপ্তাহে, ভালবাসার দিনেই ধুমধাম করে মুক্তি পেল ট্রেলার, হল ট্রেলার লঞ্চ অনুষ্ঠান।


 






এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে, যিনি ‘তিলোত্তমা‘ নামে একটি অনাথ আশ্রম চালান। বেশ কিছু অনাথ শিশুদের মাথার ছাদ ও শিক্ষা দেন তিনি। এর পাশাপাশি সিঙ্গল মাদারের বা একলা মায়ের চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহাকে। একজন সঙ্গীতশিল্পীর চরিত্রে দেখা যাবে নীল ভট্টাচার্যকে। বড়পর্দায় একসঙ্গে রয়েছেন এই তারকা দম্পতি, তবে পর্দায় জুটি বাঁধছেন না নীল-তৃণা। 


 



আরও পড়ুন: National Film Awards: বাদ গেল ইন্দিরা গাঁধী, নার্গিসের নাম, পরিবর্তনের হাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও


নীল ও তৃণা ছাড়াও এই ছবিতে আরও দুই বিশেষ চরিত্রে রয়েছেন ঋতব্রত ও রাই। নীল-তৃণার প্রেম না থাকলেও প্রেমের ছোঁয়া রয়েছে ঋতব্রত ও রাইয়ের চরিত্রে। ঋতব্রত এক জন অ্যাকাউন্ট্যান্ট, যাঁর লিভ ইন পার্টনার রাই। পেশায় সে একজন কস্টিউম স্টাইলিস্ট। এছাড়াও ছবিতে রয়েছেন রজত গঙ্গোপাধ্যায়, পূষণ দাসগুপ্ত, পূজা সরকার, রুপদীপ্তা মুখোপাধ্যায়, শিশুশিল্পী আকর্ষিণী শেঠ-সহ আরও অনেকে। এই সব কটা চরিত্র কীভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে, কীভাবে জীবনের চড়াই উতরাই পেরিয়ে আসে, এই আশ্রমের শ্যামাপদবাবু কীভাবে সবাইকে জীবনের নতুন দিশা খুঁজে পেতে সাহায্য করেন, সেই নিয়েই ‘তিলোত্তমা‘র গল্প। ‘অঞ্জনা প্রেজেন্টস‘-এর প্রযোজনায় বড়পর্দায় আগামী ১৫ মার্চ, বড়পর্দায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।