কলকাতা: গুরুতর অসুস্থ টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। মুম্বইয়ে এসে 'বড়া পাও' চেখে দেখলেন অ্যাপল সিইও। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।


'এনটিআর ৩০'-এ সেফ আলি খান?


জাহ্নবী কপূরের (Janhvi Kapoor) পরে এবার সেফ আলি খান (Saif Ali Khan)। তেলুগু ছবি 'এনটিআর ৩০' (NTR 30)-এ নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সেফ আলি খান (Saif Ali Khan)-কে। তবে এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থার তরফ থেকে এই জল্পনায় সিলমোহর দেওয়া হয়নি এখনও। ২০২৪ সালে এই ছবি মুক্তি পাওয়ার কথা। ইতিমধ্যেই ছবির শ্যুটিংও শুরু করে দিয়েছেন এনটিআর (NTR Jr) ও জাহ্নবী। কোরাতালা শিবার (Koratala Siva) পরিচালনায় এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর (Janhvi Kapoor) ও দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। এই ছবির হাত ধরেই তেলুগু ইন্ডাস্ট্রিতে (Telugu Industry) ডেবিউ করতে চলেছেন শ্রীদেবী কন্যা। 


নীরজ পাণ্ডর অফিস থেকে খুনের হুমকি উরফিকে?


ফের একবার শিরোনামে উরফি জাভেদ (Uorfi Javed)। তবে এবার পোশাকের জন্য নয়। তাঁকে নাকি লাগাতার হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। দেওয়া হচ্ছে মারধোরের হুমকিও। সোশ্য়াল মিডিয়ায় এই অভিযোগ নিজেই করেছেন উরফি। নীরজ পাণ্ডর অফিস থেকে কেউ তাঁকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ।  ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি মাস্ক পরা ভিডিও দিয়ে উরফি লিখেছেন, 'আরও একটা নতুন দিন, নতুন হেনস্থার ঘটনা। সাধারণত আমি যাবতীয় অচেনা ফোন কল বা বার্তা দেখি না, তবে এবার দেখলাম, ওরা আমার গাড়ির নম্বর পর্যন্ত জানে। আমায় প্রথমে ওরা একটা মিটিংয়ের জন্য ডাকে। কিন্তু তারপর আমি যখন বুঝতে পারি গোটা বিষয়টা ভুয়ো, ওরা আমায় ভয় দেখাতে শুরু করে। আমি অসুস্থ বোধ করছি।' 


১৭ বছর পরে নাট্যমঞ্চে নতুন চরিত্রে রুদ্রনীল ঘোষ


১৭ বছর পরে ফের নাটকের মঞ্চে রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। তিতাস নাট্য সংস্থার দশম প্রযোজনা 'অগ্নিজল' নাটকে ফের অভিনয় করতে দেখা যাবে রুদ্রনীলকে। সোশ্যাল মিডিয়ায় নতুন বছরে এই খবর নিজেই শেয়ার করে নিলেন অভিনেতা-রাজনীতিবিদ। সোশ্যাল মিডিয়ায় পুজোর ও নাটকের মহড়ার ছবি ভাগ করে নিয়েছেন রুদ্রনীল। লিখেছেন, '২০০৬ সেই বিখ্যাত নাটক ফ্যাতাড়ু-তে অভিনয়ের ১৭ বছর পর আবার ফিরছি থিয়েটারের মঞ্চে! এবার তিতাসের দশম প্রযোজনা 'অগ্নিজল' নাটকে! ধন্যবাদ 'তিতাস' , ধন্যবাদ শর্বরী ও আবির ! নাটক: গিরীশ কারনাড। অনুবাদ: বিভাস চক্রবর্তী।  পরিচালনা : আবির। পয়লা বৈশাখে এই আনন্দের খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম ! সবাই ভাল থাকুন..শুভ নববর্ষ !'


গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মধুমিতা


সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ায় নাতিদীর্ঘ পোস্ট, সকালে একটা ছবি। হাসপাতালের বিছানায় শুয়ে অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। হাতে স্যালাইনের চ্যালেন। অসুস্থ বাংলার জনপ্রিয় অভিনেতী। কী হয়েছে তাঁর? খোঁজ নিয়ে জানা গেল, অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। বেশ স্বাভাবিক জীবনযাপন করছিলেন অভিনেত্রী। সদ্য শ্যুটিংও শেষ করেছিলেন তাঁর নতুন ছবির। সামনেই আসছে তাঁর নতুন ওয়েব সিরিজও। সদ্য ইডেনে নাইট রাইডার্সের ম্যাচ দেখতে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ কয়েকদিন আগে পেটে অসহ্য যন্ত্রণা হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। ধরা পড়ে অ্যাপেন্ডিসাইটিস। গতকালই অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। 


শাহরুখের বিপরীতে এবার কিয়ারা? 


নতুন ব্লকবাস্টার জুটি পেতে চলেছে বলিউড? এবার সঞ্জয় লীলা ভন্সালী (Sanjay Leela Bhansali)-র নতুন ছবি ‘ইনশাল্লাহ’ ছবিতে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। দুজনের সঙ্গেই নাকি ছবি নিয়ে প্রাথমিক স্তরের কথা হয়েছে। তবে শোনা যাচ্ছে, এই ছবি নাকি প্রথমে শাহরুখকে নিয়ে ভাবাই হয়নি। সঞ্জয় লীলা ভন্সালীর নতুন এই ছবিতে কিয়ারার সঙ্গে অভিনয় করার কথা ছিল সলমন খানের (Salman Khan)। কিন্তু 'কিসি কা ভাই, কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan) -এর অভিনেতার সঙ্গে পরিচালকের কিছু মতবিরোধ হয়। আর সেই কারণেই এই ছবিতে আজ কাজ করছেন না সলমন। বদলে কিয়ারার বিপরীতে দেখা যেতে পারে বলিউডের কিং খান (King Khan)-কে। 


'মায়া'র মিউজিক লঞ্চে চাঁদের হাট


উইলিয়াম শেক্সপিয়র (William Shakespeare) রচিত 'ম্যাকবেথ' (Macbeth) থেকে অনুপ্রাণিত ছবি 'মায়া'। লোভ, উচ্চাকাঙ্ক্ষা, পাপ ও দুর্নীতির খেলায় মাতবেন একগুচ্ছ কলাকুশলী। মূল প্লট, সেই সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক সাবপ্লট। একাধিক চরিত্রের লোভ, উচ্চাশা, হৃদয়হীনতা ও নিরঙ্কুশ ক্ষমতার অন্বেষণ, দেখা যাবে ছবিতে। প্রসঙ্গত, এই প্রথম কোনও বাংলা ছবিতে ম্যাকবেথের রূপান্তর করা হল। সম্প্রতি শহরের এক শপিং মলে হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ (Music Launch)। হাজির ছিলেন সমস্ত কলাকুশলীরা। 


আরও পড়ুন: Sonu Sood: 'খুব মিস করি...', বাবার জন্মবার্ষিকীতে আবেগঘন সোনু সুদ


মুম্বইয়ে নিখুঁত অভ্যর্থনা পেলেন টিম কুক


সোমবার, ১৭ এপ্রিল, মুম্বই এসে পৌঁছলেন 'অ্যাপল'-এর চিফ এগজিকিউটিভ অফিসার টিম কুক। 'জিও ওয়ার্ল্ড ড্রাইভ মল' উদ্বোধনের জন্য ভারতে এসেছেন তিনি। আসতেই তাঁকে একেবারে মুম্বইয়ের ঢঙে স্বাগত জানালেন বলিউড তারকা অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তিনি যে একেবারে পাক্কা মুম্বইয়ের বাসিন্দা তা একেবারে প্রমাণ করে ছাড়লেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ব্যবসায়ী টিম কুককে মুম্বইয়ে অভ্যর্থনা জানালেন সুস্বাদু বড়া পাও খাইয়ে। মুম্বই আসছেন কোনও অতিথি, অথচ তাদের বিখ্যাত বড়া পাও খাবেন না, তা তো সম্ভব নয়। সেই তালিকায় নাম লেখালেন এবার 'অ্যাপল'-এর সিইও-ও।