কলকাতা: একইসঙ্গে টেনশন ও মজার মিশেল। মুক্তির অপেক্ষায় 'ক্লিক' (Klikk) ওটিটি প্ল্যাটফর্মের মিনি সিরিজ 'বেনুদার টেনশন' (Benudar Tension)। আজ প্রকাশ্যে এল ছবির ফাইনাল পোস্টার (Final Poster)। 


'বেনুদার টেনশন'


চোখে গোল ফ্রেমের চশমা, পরনে গোলাপী শার্ট, মাথায় হাত। মুখ্য চরিত্র যে বেজায় টেনশনে তা পোস্টারে স্পষ্ট। প্রকাশ্যে এল 'বেনুদার টেনশন'-এর মূল পোস্টার। 


এই গল্প এক মধ্যবিত্ত ঘরের, কিন্তু ছকে বাঁধা জীবনের থেকে অনেকটা আলাদা আর মজার মোড়কে বলতে চাওয়া এক অন্য স্বাদের গল্প। পরিচালক অম্লান মজুমদারের কলমে, সুরজিৎ মুখোপাধ্যায় ওরফে সাহেব পরিচালিত নতুন মিনি ওয়েব সিরিজ 'বেনুদার টেনশন' এপ্রিল মাসের মাঝামাঝি ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই মিনি সিরিজ। অভিনয়ে, দ্রোণ মুখোপাধ্যায়, মিশর বোস ওরফে সোহিনী, অমিতাভ চট্টোপাধ্যায়, রাজদীপ সরকার ও অন্যান্যরা। 


নৈহাটীর বাসিন্দা বেনুচন্দ সরকারি কর্মচারী। স্ত্রী মোনালিসাকে নিয়ে স্বচ্ছল পরিবার তাঁর। বেণুচন্দের বাবা-মা নেই, সমস্ত সম্পত্তি ও পৈত্রিক বাড়ির মালিক তিনিই। কিন্তু বেণুর জীবনে সমস্যা একটাই, টেনশন! নাহ.. টেনশন হওয়া নয়, কেন চিন্তা হচ্ছে না, সেটা নিয়েই চিন্তান্বিত বেনু। টেনশন ছাড়া জীবন চলে? বেনু দৌড়ায় ডাক্তারের কাছে। সব কিছু টেস্ট করে চিকিৎসকও অবাক! "শরীর আছে অথচ টেনশন নেই! এ তো ভয়ানক ব্যাপার"। 


এরপর বেনু খুঁজতে শুরু করে চিন্তা করার রসদ। আর তারপরেই ঘটতে থাকে বিভিন্ন মজাদার ঘটনা। টেনশন খুঁজতে ভুতুড়ে বাড়িতে রাত কাটায় বেনু। খবরে রাতের শহরে স্টোনম্যান উপদ্রবের খবর পেয়ে তার সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে সে। ঘটনাচক্রে বেনু সন্ধান পায় অপরাধী শেখ বিনোদের। টেনশন খুঁজতে খুঁজতে হঠাৎ একটি খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে এহেন বেনু। তার চোখের সামনেই একটা খুন হয়ে যায়। এরপর? বেনুর জীবনে সত্যি সত্যিই চিন্তার কালো মেঘ। কিন্তু এখানেই শেষ হয় না ঘটনা। পাথরের আঘাতে বেনুর এলাকায় মারা যেতে থাকে একের পর এক মানুষ। এর পিছনে ঠিক কী রহস্য? চিন্তা সামলে স্বাভাবিক জীবনে ফিরবে বেনু আর মোনালিসা? উত্তর লুকিয়ে মিনি ওয়েব সিরিজে।


আরও পড়ুন: 'Mother Teresa & Me': মুক্তির অপেক্ষায় 'মাদার টেরেসা অ্যান্ড মি', প্রকাশ্যে প্রথম পোস্টার


এই সিরিজটি নিয়ে অম্লান বলছেন, 'সবসময় চেষ্টা করেছি একটু অন্য রকম কিছু করার। সে অভিনেতা হিসেবে হোক বা লেখক হিসেবে । ‘বেণুদার টেনশন’ সেরকমই একটা প্রচেষ্টা।তবে এখানে একেবারেই লেখক হিসেবে। ক্লিক মিনি সিরিজে এটি দ্বিতীয় সিরিজ আমার। প্রথম সিরিজ ছিল আমারই লেখা ও অভিনীত ‘কালো সাদা আবছা’।'