কলকাতা: প্রেক্ষাগৃহে সাফল্যের সঙ্গে ২৫ দিন পূর্তি 'প্রজাপতি'র। সাকসেস পার্টিতে হাজির কলাকুশলীরা। অন্যদিকে হঠাৎ রেগে গেলেন জয়া বচ্চন। কী কারণ? দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন।


মৃত্যু হল সুশান্তের প্রিয় পোষ্য ফাজের


আগামী ২১ জানুয়ারি জন্মবার্ষিকী প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। তার আগেই মৃত্যু হল অভিনেতার প্রিয় পোষ্য সারমেয় ফাজের (Fudge)। সুশান্তের অকাল মৃত্যুর পর থেকেই মন মরা ছিল সে। শোকে দুঃখে চুপচাপ থাকছিল। অবশেষে সে তার প্রিয় সুশান্তের কাছেই চলে গেল। অভিনেতার দিদি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে শোকবার্তাটি শেয়ার করেছেন। প্রিয়ঙ্কা সিংহ, সুশান্ত সিংহ রাজপুতের দিদি, এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেতার সঙ্গে ফাজের ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, 'ফাজ, তুমি তোমার বন্ধুর সঙ্গে স্বর্গে যোগ দিলে। তোমাদের অনুসরণ করব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত হৃদয় ভাঙা থাকবে।'


'আমার কাউকে জবাব দেওয়ার নেই'


প্রজাপতির সাফল্যের গ্রাফ যেমন চড়ছে, তেমনই উত্তুঙ্গ বিতর্কের পারদ। রাজনৈতিক আকচাআকচি শুরু হয়েছে ছবি ঘিরে। এ বিষয়ে ফের একবার মুখ খুললেন, মিঠুন - দেব। এই ছবির সাফল্যের পিছনে অন্যতম কারণই হল স্ক্রিন প্লে , স্ক্রিপ্ট আর প্রযোজকের দৃঢ় বিশ্বাস যে, মিঠুন চক্রবর্তী ছাড়া এ ছবি হয় না। আর দেবের জবাব, ' মানুষ যখন কথা বলছে, তখন আমাদের উচিত মুখ বন্ধ রাখা। যেখানে মানুষ হইহই করে ছবিটি দেখে যাচ্ছে, এর থেকে বড় জবাব আর কীই বা হতে পারে '।


'নন্দনের কমিটিতে কারা আছে, নাম জানতে চাই'


এবার 'প্রজাপতি' বিতর্কে ফের মুখ খুললেন মিঠুন। 'আজকে আনন্দের দিন, গঙ্গারামদের নিয়ে কিছু বলব না। সময় নষ্ট করব না,' তাঁকে নিয়ে কুণাল ঘোষের তোলা প্রশ্নের উত্তরে জবাব মিঠুনের। 'গঙ্গারাম ভেবেছিলেন একটা পাথরে তিনটে শিকার করবেন। ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন। দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে,' মন্তব্য মিঠুনের। একই সঙ্গে তিনি আরও বলেন, 'এটা কিন্তু অশনি সঙ্কেত, মানুষ জাগছে, উত্তর দিচ্ছে।' 


ফের মা হতে চলেছেন অভিনেত্রী ইভলিন শর্মা


২০২১ সালে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। আর এবার আসতে চলেছে দ্বিতীয় সন্তান। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী ইভলিন শর্মা (Evelyn Sharma) দুটি ছবি পোস্ট করেছেন। দুটি ছবিই তাঁর বেবি বাম্পের। ছবি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন যে, 'তোমাকে দু হাতে ধরার জন্য অপেক্ষা করতে পারছি না। দ্বিতীয় সন্তান আসার পথে।' 


ফের পুরনো সেটেই শ্যুটিং শুরু


২৪ ডিসেম্বরের ধারাবাহিকের সেটে অভিনেত্রী তুনিশা শর্মার ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকে সেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এর প্রায় ২৪ দিন পর খোলা হল শ্যুটিংয়ের পুরনো সেট। কিছু আসবাবের পরিবর্তন করা হয়েছে, পুজো করা হয়েছে। এরপর সেখানেই শুরু হয়েছে ধারাবাহিকের শ্যুটিং। ছবিতে খলনায়িকা 'সিমসিম'-এর চরিত্রে অভিনয় করেন সায়ন্তনী ঘোষ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'সত্যি বলতে আমি তৈরি ছিলাম না। এই সেটে শ্যুটিং শুরুর কথা আগের দিন রাতেই জানতে পারি। যা ঘটেছে তার সঙ্গে মানিয়ে নেওয়া খুব কঠিন। আমরা প্রত্যেকে তুনিশাকে খুব মিস করি। বুঝতে পারছি যে, পুরনো সেটে ফেরাটা প্রয়োজন ছিল কারণ শোতে সমস্যা হচ্ছিল। যদিও প্রযোজকরা ওখানে অবস্থান যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এখনের দৃশ্যগুলি আমাদের এখানে ফিরে আসতে বাধ্য করেছে। লোকেশনে আমাদের অনেকটাই কম্প্রোমাইজ করে চলতে হচ্ছিল।'


আরও পড়ুন: 'Projapati' Success: সাফল্যের ২৫ দিন, কেক কেটে সেলিব্রেশন টিম 'প্রজাপতি'র


'দুয়ারে ভূত' কটাক্ষ রুদ্রনীলের


জেলায় জেলায় চলছে 'দিদির দূত' কর্মসূচি (Didir Doot Campaign)। আর এই কর্মসূচিতে বেরিয়ে একাধিক স্থানেই ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল (TMC) নেতা, বিধায়কদের। এবার ফেসবুকে এই গোটা ঘটনারকে কটাক্ষ করে কবিতা পোস্ট করলেন বিজেপি (BJP) নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন রুদ্রনীল ঘোষ। ক্যাপশনে লেখেন, 'দুয়ারে ভূত'। গোটা কবিতা জুড়ে কটাক্ষ করেছেন তৃণমূলের 'দিদির দূত' কর্মসূচিকে। 'বাংলা জুড়ে ঘুরছে ভূতেরা', কবিতায় কটাক্ষ বিজেপি নেতা-অভিনেতার। পঞ্চায়েতের জল মাপতে দুয়ারে দুয়ারে ভূতেরা ঘুরছে বলেও বিদ্রুপ করেন তিনি। 


রেগে গেলেন জয়া, দিলেন ধমক


মঙ্গলবার এক পাপারাৎজি তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে জয়া বচ্চন বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছেন। সূত্রের খবর, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন ইনদওর বিমানবন্দরে পৌঁছতেই এই ঘটনা ঘটে। জয়া যখন কথা বলছিলেন তখনই এক ব্যক্তি ফোনে তাঁর ভিডিও করছিলেন। আরও অনেকেই ক্যামেরা তাক করে ছিলেন। তাঁদের উদ্দেশেই জয়া বলতে থাকেন, 'দয়া করে আমার ছবি তুলবেন না। ছবি তুলবেন না। ইংরেজি কথা বোঝেন না?' অভিনেত্রী নিরাপত্তারক্ষীরাও এরপর ছবি বা ভিডিও তুলতে বারণ করেন এবং সেখান থেকে জটলা সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ক্যামেরা নামিয়ে নিতে অনুরোধ করেন তাঁরা।