কলকাতা: নতুন দায়িত্ব পেলেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। কলকাতায় অনুষ্ঠান করতে এসে 'গেরুয়া' বিতর্কে মুখ খুললেন অরিজিৎ সিংহ (Arijit Singh)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।


UNICEF ইন্ডিয়ার নতুন ন্যাশনাল অ্যাম্বাসেডর


UNICEF ইন্ডিয়ার নতুন ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হল অভিনেতা আয়ুষ্মান খুরানার নাম। দায়িত্ব হিসেবে আয়ুষ্মান ইউনিসেফের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন প্রতিটি শিশুর বেঁচে থাকার, উন্নতি লাভের, সুরক্ষিত হওয়ার পাশাপাশি যে সমস্ত সিদ্ধান্ত তাঁদের চিন্তায় ফেলে সেগুলির জন্য নিজেদের কণ্ঠ এবং এজেন্সিকে প্রচারের ক্ষেত্রে। নতুন এই দায়িত্ব পেয়ে আয়ুষ্মান বলেন, 'ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসাবে ইউনিসেফ ইন্ডিয়ার সঙ্গে শিশু অধিকারের জন্য আমার উদ্যোগকে এগিয়ে নেওয়া সত্যিই সম্মানের। ভারতে শিশু এবং কিশোর-কিশোরীদের যে সমস্যাগুলির মুখোমুখি হতে হয় সে সম্পর্কে আমি খুবই আবেগপূর্ণ। ইউনিসেফের সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে আমি শিশুদের সঙ্গে কথা বলেছি, ইন্টারনেট নিরাপত্তা, সাইবার বুলিং, মানসিক স্বাস্থ্য, লিঙ্গ সমতা নিয়ে আলোচনা করেছি। ইউনিসেফের সঙ্গে এই নতুন ভূমিকায়, আমি শিশুদের অধিকারের জন্য শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠব, বিশেষ করে তাদের জন্য সবচেয়ে বেশি লড়ব যারা এমন সমস্যার সম্মুখীন সবচেয়ে বেশি হয়।'


'গেরুয়া' বিতর্কে মুখ খুললেন অরিজিৎ সিংহ


এমনিতে তর্কবিতর্কে বিশেষ থাকেন না অরিজিৎ। তবে গতকাল মুখ খুললেন 'গেরুয়া' বিতর্ক নিয়ে। মজার ছলে, হাসতে হাসতে হলেও, 'গেরুয়া' রং ও গান প্রসঙ্গে মুখ খুললেন শিল্পী। মঞ্চে গাইলেন, শাহরুখ-কাজল জুটির ছবি 'দিলওয়ালে'র জনপ্রিয় গান 'রং দে  তু মোহে গেরুয়া...'। তারপর বলে উঠলেন, 'এই গানটা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা হল। গেরুয়া রংটা তো সন্ন্যাসীদের রং রে বাবা, স্বামীজির রং। স্বামীজি যদি কোনওদিন সাদা পরতেন, তাহলে সাদা নিয়েও এরকম হত নাকি?'


অরিজিতের কনসার্টে রূপমের সঙ্গে ডুয়েট


১৮ ফেব্রুয়ারি ২০২৩-এর সন্ধ্যা কলকাতাবাসী মনে রাখবে বহুদিন। শহরের বুকে হাজির হয়েছিলেন ভারতীয় সঙ্গীত দুনিয়ার অন্যতম উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিংহ (Arijit Singh Live Concert)। সুরের জাদু, কণ্ঠের মাদকতায় ভিজেছে হাজারো দর্শক-শ্রোতা। আর সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল অনুষ্ঠানের অজস্র ভিডিও। তারই মধ্যে ভাইরাল অরিজিৎ (Arijit) ও রূপমের (Rupam Islam) ডুয়েট। হ্যাঁ, এমনই এক সুরেলা মুহূর্তের সাক্ষী থাকল এদিন শহরবাসী। মঞ্চে তখন একের পর এক গান গেয়ে চলেছেন অরিজিৎ। গলা থেকে ঝোলানো গিটার, মাথায় গেরুয়া পাগড়ি, তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছে কয়েক হাজার শ্রোতা। হঠাৎ তিনি গাইতে শুরু করলেন, 'আরও একবার চলো ফিরে যাই...'। শিল্পী রূপম ইসলামের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় গান। 'ফসিলস'-এর গান। মঞ্চের পিছনের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠেছে অরিজিতের 'প্রিয় রকস্টার' রূপমের ছবি। উচ্ছ্বাসে ফেটে পড়েছে সকলে। গান শুনে মুগ্ধ সেই গানের স্রষ্টা স্বয়ং। অরিজিৎ সিংহের লাইভ অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন রূপমও। দর্শকাসন থেকে অরিজিতের কণ্ঠে নিজের গান শুনে আপ্লুত তিনি, বাকিদের সঙ্গেই গলা মিলিয়েছেন। 


'শেহজাদা'র বক্স অফিস কালেকশন


'শেহজাদা'। সুপারহিট তেলুগু ছবি 'আলা বৈকুন্ঠপুরামুলু'র অফিশিয়াল হিন্দি রিমেক এটি। তেলুগু ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন আল্লু অর্জুন। 'শেহজাদা' ছবির ট্রেলার, টিজান ও বেশ কয়েকটি গান মুক্তি পেতেই নেট দুনিয়ায় এই ছবিকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস নজর কাড়ে। কিন্তু দর্শকদের যতটা উচ্ছ্বাস নেট দুনিয়ায় দেখা গিয়েছিল, তার বিশেষ প্রভাব বক্স অফিস কালেকশনে পড়ল না। ফলে প্রথম দিন মাত্র ৬ কোটি আয় নিয়েই থামতে হল এই ছবিকে। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, কার্তিক আরিয়ানের ছবি 'শেহজাদা' প্রথম দিন ৬ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনও খুব বিশেষ ভালো ব্যবসা করতে পারল না এই ছবি। সূত্রের খবর, দ্বিতীয় দিনও ৬ থেকে সাড়ে ৬ কোটি টাকার মতো ব্যবসা করে 'শেহজাদা'। দুদিনে মোট ১২ থেকে সাড়ে ১২ কোটি টাকার ব্যবসা করেছে কার্তিক আরিয়ানের ছবি। এর প্রধান কারণ হিসেবে জানা যাচ্ছে, প্রেক্ষাগৃহে এখনও চলছে 'পাঠান'। তার পাশাপাশি মুক্তি পেয়েছে আরও বেশ কিছু ছবি। ফলে আশা জাগিয়েও আশানুরূপ ফল করতে ব্যর্থ 'শেহজাদা'।


২৫ দিনে কত টাকার ব্যবসা করল 'পাঠান'?


ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, কোনও ছবির মুক্তিই বিশেষ প্রভাব ফেলতে পারেনি 'পাঠান'-এর বক্স অফিস কালেকশনে। শুধু দেশেই নয়, বিশ্বজুড়ে এই ছবি উল্লেখযোগ্য ব্যবসা করছে। সূত্রের খবর, বিশ্বজুড়ে শাহরুখ খানের ছবি এখনও পর্যন্ত ৯৮৮ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। 'দঙ্গল', 'কেজিএফ চ্যাপ্টার ২', 'দ্য কাশ্মীর ফাইলস' এবং আরও অনেক ছবির সর্বমোট ব্যবসাকে হেলায় পিছনে ফেলে বক্স অফিসে ঝড় অব্যাহত রেখেছে 'পাঠান'। ট্রেড অ্যানালিস্টদের ধারণা, চলতি সপ্তাহ শেষ হতেই এই ছবি দেশে ৬০০ কোটি টাকার ব্যবসা করে ফেলবে।


প্রয়াত তেলুগু অভিনেতা নন্দমুরি তারকা রত্ন


মাত্র ৩৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 'অমরাবতী' অভিনেতা নন্দমুরি তারকা রত্ন। গত ২৭ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা, ভর্তি করা হয় বেঙ্গালুরুর এক হাসপাতালে। ১৮ ফেব্রুয়ারি, গতকাল রাতে, বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টানা ২৩ দিন ধরে লড়াই করে অবশেষে হার মানলেন অভিনেতা। অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় পথসভা চলাকালীন আচমকাই অজ্ঞান হয়ে পড়েন অভিনেতা। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন। শনিবার ইহলোক ত্যাগ করলেন তিনি। রেখে গেলেন স্ত্রী আলেখ্যা রেড্ডি ও এক মেয়েকে। 


আরও পড়ুন: Kartik Aaryan: মন্দির দর্শনে গিয়ে এ কী করলেন কার্তিক আরিয়ান!


আসছে নতুন ছবি 'একলব্য'


এই প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি (Full Length Movie) নিয়ে আসতে চলেছেন পরিচালক অরিত্র বন্দ্যোপাধ্যায় (Aritra Banerjee)। আসতে চলেছে তাঁর নতুন ছবি 'একলব্য' (Ekalavya)। প্রকাশ্যে এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার (Announcement Teaser)। আসছে অরিত্র বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি 'একলব্য'। বর্তমান প্রজন্মের অন্যতম প্রখ্যাত ইউটিউব সেনসেশন, ফিল্ম সমালোচক অরিত্র বন্দ্যোপাধ্যায়ের এই ওয়েব ছবি এক কাহিনির মধ্যে দিয়ে প্রেম ও অপরাধ জগতের এক গল্প তুলে ধরতে চলেছে মানুষের কাছে। নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা দেবতনু (Devtanu), 'গ্রামের রানি বীণাপাণি' ও 'ফাগুনের মোহনা' নামক টেলিভিশন ধারাবাহিক খ্যাত অভিনেত্রী অ্যানমেরি টম, জ্যামি বন্দ্যোপাধ্যায়, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য সহ আরও অনেককে দেখা যাবে এই ছবিতে।