কলকাতা: গুরুতর অসুস্থ পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar)। ভর্তি করা হল হাসপাতালে। ঘোষণা করা হল 'দৃশ্যম ২' (Drishyam 2) ছবি মুক্তির তারিখ। এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)।


'যোগ দিবস'-এ বলি তারকারা


মঙ্গলবার আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day 2022) অংশ নিয়েছেন ফিল্ম দুনিয়ার তারকারাও। পেশি ফোলানোর দিন শেষ। পেট আর প্যাশনের মাঝে পারফেক্ট যোগাযোগ এখন যোগেই। তবে শুধু করিনা নয়, বলিউডে (Bollywood) জিরো ফিগাররা এখন প্রায় সবাই যোগ দিবসে মাতোয়ারা। সিনিয়র মালাইকা থেকে সারা আলি খান প্রত্যেকেই তাঁদের নিত্যদিনের রুটিনে যোগ ব্যায়াম রাখেন। 


নাগার জীবনে নতুন কেউ?


কয়েকদিন ধরেই দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যর (Naga Chatanya) সঙ্গে সবিতা ধুলিপালার (Sobhita Dhulipala) সম্পর্কের গুঞ্জন রটেছে। একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে, দুই তারকা একে অপরকে ডেট করছেন। যদিও কারও পক্ষ থেকেই সম্পর্ক প্রসঙ্গে কিছু অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। এদিকে নাগা চৈতন্য জানিয়েছেন যে, তাঁর সঙ্গে সবিতা ধুলিপালার সম্পর্ক নেই। পাশাপাশি গুজব রটানোর জন্য সামান্থার দিকে আঙুল তুলেছেন তিনি। বিভিন্ন সূত্রে খবর এমনটাই। 


কিয়ারা প্রসঙ্গে নীতু কপূর


'যুগ যুগ জিও' ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন নীতু কপূর এবং কিয়ারা আডবাণী। আর ছবির নায়িকাকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি। এই ছবিতে নীতু কপূরের ছেলের বৌয়ের চরিত্রে দেখা যাবে কিয়ারাকে। নীতু কপূর বলেন, 'কিয়ারা অসাধারণ একজন মানুষ। আর আমি মনে করি, কিয়ারা সেরা স্ত্রী হবে। ও খুবই মিষ্টি আর ভালো মেয়ে। ওকে না ভালোবেসে থাকা যায়।' 


মুক্তির অপেক্ষায় 'দৃশ্যম ২'


অভিষেক পাঠক (Abhishek Pathak) পরিচালিত, অজয় দেবগণ (Ajay Devgn), অক্ষয় খান্না (Akshaye Khanna) ও তাব্বু (Tabu) অভিনীত 'দৃশ্যম ২' (Drishyam 2) ছবির মুক্তির তারিখ ঘোষিত হল। চলতি বছরের ১৮ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। ২০১৫ সালে মুক্তি পায় 'দৃশ্যম'। ক্রাইম থ্রিলার (Crime Thriller) ঘরানার সেই ছবি ছিল আদতে মোহনলাল অভিনীত মালয়লম এক ছবির হিন্দি সংস্করণ। তারই দ্বিতীয় ভাগ 'দৃশ্যম ২'। 


অসুস্থ তরুণ মজুমদার


অসুস্থ প্রবীণ পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumder)। কলকাতার হাসপাতালে ভর্তি (Hospitalised) করা হয়েছে তাঁকে। শরীরে অস্বস্তির কথা জানালে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পিটিআই (PTI) সূত্রে। সূত্রের খবর, কিডনি জনিত সমস্যার কারণে পরিচালককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁকে ভর্তি করে দেওয়া হয়েছে না আজই চিকিৎসা সেরে ফিরে আসবেন তা জানা যায়নি। কেবল রুটিন চেকআপ কি না তাও জানা যায়নি এখনও। 


আরও পড়ুন: Netflix: সাবধান! এই তিন ভুলে বাতিল হতে পারে আপনার নেটফ্লিক্স অ্যাকাউন্ট


'জাদুগর' জিতেন্দ্র কুমার


ফের শিরোনামে সকলের প্রিয় জিতু ভাইয়া, ওরফে জিতেন্দ্র কুমার (Jitendra Kumar)। মুক্তির অপেক্ষায় নেটফ্লিক্সে তাঁর ছবি 'জাদুগর' (Jaadugar)। ছবিতে মুখ্য চরিত্রে জিতেন্দ্র কুমার, তাঁকে একজন জাদুকরের রূপে দেখা যাবে। 'জাদুগর' মূলত হাস্যরসে পরিপূর্ণ স্পোর্টস ড্রামা (Sports Drama)। ছবিতে পেশাগতভাবে জিতেন্দ্র একজন জাদুকর, যিনি প্রেমে হাবুডুবু খেয়ে সিদ্ধান্ত নেবেন যে তাঁর ফুটবল দলকে আঞ্চলিক টুর্নামেন্টে জেতাবেন। আজ সেই ছবির ট্রেলার মুক্তি পেল।