নয়াদিল্লি: 'নেটফ্লিক্স' (Netflix) বিশ্বের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম (Streaming Platform)। অন্যান্য দেশের মতো ভারতেও (India) এর জনপ্রিয়তা বেশ ভালই। তবে জানেন কি যে আপনার সামান্য ভুলে চিরকালের জন্য আপনার নেটফ্লিক্স অ্যাকাউন্ট (Netflix Account) বাতিল হয়ে যেতে পারে? মূলত তিনটি ভুল করলে আপনার 'নেটফ্লিক্স' অ্যাকাউন্ট চিরদিনের জন্য হারিয়ে ফেলতে পারেন। তাই ভুলেও এইসব কাজ করবেন না। 


এবার দেখে নেওয়া যাক ইউজারদের জন্য নেটফ্লিক্সের তরফে কী কী সতর্কবার্তা রয়েছে-


১. পাসওয়ার্ড শেয়ারিং- নেটফ্লিক্স কর্তৃপক্ষ একেবারেই পছন্দ করেন না যে তাঁদের ইউজাররা একে অন্যের সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করুক। তবে দীর্ঘদিন ধরেই এই পদ্ধতি চলে আসছে। যদিও এখন পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। বিশ্বের অনেক দেশে ইতিমধ্যেই পাসওয়ার্ড শেয়ারিং ফিচার বন্ধ করেছে নেটফ্লিক্স।


২. নেটফ্লিক্সের অরিজিনাল বা নিজস্ব কনটেন্ট রিপ্রোডিউস করা- যেকোনও স্ট্রিমিং প্ল্যাটফর্মই তাদের অরিজিনাল কনটেন্ট অন্য কেউ নকল করলে কড়া পদক্ষেপ নেয়। এক্ষেত্রে নেটফ্লিক্সের ব্যবস্থা একটু বেশিই কঠিন। তাই এ ব্যাপারে শুরু থেকেই সাবধানে থাকুন। নাহলে বাতিল হয়ে যেতে পারে আপনার সাধের নেটফ্লিক্স অ্যাকাউন্ট। 


আরও পড়ুন: WB NHM Recruitment 2022: রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ শুরু, এই তারিখের মধ্যে করতে হবে আবেদন


৩. ভিপিএন ব্যবহার করে অন্য দেশের কনটেন্ট দেখা- বিশ্বের বিভিন্ন দেশে নেটফ্লিক্সের কনটেন্ট দেখা যায়। এবার আপনি যদি ভিপিএন ব্যবহার করে অন্য দেশের কনটেন্ট দেখতে যান এবং ধরা পড়েন তাহলে প্রথমে নেটফ্লিক্সের তরফে বার্তা পাঠানো হবে যে অবিলম্বে ভিপিএন ব্যবহার বন্ধ করুন। এই শর্তাবলী না মানলে আপনার অ্যাকাউন্ট বাতিল হতে পারে। মূলত ভিপিএনের মাধ্যমে ইউজারের অবস্থান লুকিয়ে রাখা যায়। অর্থাৎ আপনি ভারতে বসে অন্য দেশের কনটেন্ট দেখতে পাবেন। এই বিষয়টিই একেবারে পছন্দ করে না নেটফ্লিক্স সংস্থা। তাই ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে খুব সাবধানে থাকুন।