কলকাতা: প্রকাশ্যে এল 'সিঙ্ঘম এগেন' (Singham Again) মুক্তির তারিখ। দ্বিতীয় দিনে কত টাকার ব্যবসা করল 'কিসি কা ভাই কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan) ছবি? দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।


তুনিশা শর্মাকে ইদের শুভেচ্ছা শিজান খানের


শনিবার ছিল খুশির ইদ (Eid 2023)। গোটা দেশ মেতেছিল উৎসবে। পরিবার পরিজনের প্রিয়জনের সঙ্গেই সকলে উৎসব উদযাপন করেছেন। আর এই বিশেষ দিনে প্রয়াত প্রাক্তন প্রেমিকা ও সহ অভিনেত্রী তুনিশা শর্মাকে (Tunisha Sharma) স্মরণ করলেন টেলিভিশন অভিনেতা শিজান খান (Sheezan Khan)। ইদে বিশেষ শুভেচ্ছা পাঠালেন তাঁর জন্য। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, 'যে নজর থেকে দূরে আছে সেই চাঁদকেও চাঁদ মুবারক।' যদিও তিনি পোস্টে কোথাও তুনিশার নাম উল্লেখ করেননি, কিন্তু সেগুলো যে অভিনেত্রীর উদ্দেশ্যেই লেখা তা বোঝা যাচ্ছিল। 


আসছে 'সিঙ্ঘম এগেন', কবে মুক্তি?


'সিঙ্ঘম' (Singham) অনুরাগীদের জন্য সুখবর। ফের এক হতে চলেছেন রোহিত শেট্টি (Rohit Shetty) ও অজয় দেবগণ (Ajay Devgn)। এবার আসছে 'সিঙ্ঘম এগেন' (Singham Again)। ঘোষণা হয়ে গেল মুক্তির তারিখও। তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, ২০২৪ সালের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে 'সিঙ্ঘম এগেন'। রোহিত শেট্টির 'সিঙ্ঘম' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি হবে এটি। তরণ আদর্শ এদিন রোহিত শেট্টির সঙ্গে অজয় দেবগণের একটি ছবি পোস্ট করে লেখেন, 'এক্সক্লুসিভ... অজয় দেবগণ - রোহিত শেট্টি: সিঙ্ঘম এগেন আসছে ২০২৪ সালের স্বাধীনতা দিবসে... রোহিত শেট্টির দুর্দান্ত সফল সিঙ্ঘম ফ্র্যাঞ্চাইজির তৃতীয়াংশ সিঙ্ঘম এগেন, ২০২৪ সালের ১৫ অগাস্ট মুক্তি পাবে। অজয় দেবগণ ফিরবেন বাজিরাও সিঙ্ঘম হিসেবে... শুরু হচ্ছে ২০২৩ সালের অগাস্টে।'


'কিসি কা ভাই কিসি কি জান' ছবির দ্বিতীয় দিনের ব্যবসার পরিমাণ কত? 


চার বছর পর ফের বড়পর্দায় নায়ক হয়ে ফিরলেন সলমন খান (Salman Khan)। ছবির নাম 'কিসি কা ভাই কিসি কি জান' (Kisi Ka Bhai Kisi Ki Jaan)। জমিয়ে প্রচার, পরিচিত মুখের ভিড়, ইদের আবহে মুক্তি, এতকিছু সত্ত্বেও বক্স অফিসে তেমন আশার আলো দেখতে পাচ্ছে না ভাইজানের নতুন ছবি। দ্বিতীয় দিনে (box office collection day 2) বাড়ল লাভের অঙ্ক? রুপোলি পর্দায় চলল সলমন ম্যাজিক? প্রথম দিনে বিশেষ লাভ করতে পারেনি ছবি। এমনকী রিভিউও তেমন ভাল পায়নি এই ছবি। তা সত্ত্বেও দ্বিতীয় দিনে বেশ খানিকটা উন্নতি দেখা গেল ব্যবসার নিরিখে।  প্রথম দিনের তুলনায় ব্যবসা বেড়েছে দ্বিতীয় দিনে, অর্থাৎ ২২ এপ্রিল, ইদের দিন। শনিবার এই ছবি ২৫.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে। যার অর্থ ছবির প্রথম দুদিনের মোট আয় ৪১.৫৬ কোটি টাকা। 


আরও পড়ুন: 'Adipurush': 'ওই অতিরিক্ত পাঁচ-ছয় মাসে নিজেদের কাজকে উন্নত করি', বললেন 'আদিপুরুষ' পরিচালক


বিবারের জলখাবার পরিবেশনের দায়িত্বে খুদে জেহ


রবিবার। ছুটির দিন। স্পেশাল জলখাবারে (breakfast) ডুবলেন অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। কেন বিশেষ? এদিনের খাবার পরিবেশনের দায়িত্বে ছিল দুই কচি হাত। তাঁর ছোট ছেলে জেহ (Jeh) পরিবেশন করেছে খাবার। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন তারকা মা। যা এখন ভাইরাল। রবিবার সকালে নিজের ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি পোস্ট করেন করিনা কপূর খান।