কলকাতা: ফের হুমকির মুখে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নির্মাতারা, এবার হুমকি চিঠি। ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ (The Diary of West Bengal) ছবির পরিচালককে এবার তলব। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির পরিচালককে তলব
বাংলাকে বদনাম করার প্রচেষ্টা হচ্ছে বলে আগেই মুখ খুলেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ বার ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ (The Diary of West Bengal) ছবির পরিচালক সনোজ মিশ্রকে (Sanoj Mishra) তলব করল কলকাতা পুলিশ। ছবির বিষয়বস্তু নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। তার জন্য আগামী ৩০ মে-র আগে হাজিরা দিতে বলা হয়েছে (Kolkata Police)।
ভিডিও তরজায় সলমনের পাশে ভিকি
বলিউড আপাতত ব্যস্ত 'আইফা অ্যাওয়ার্ডস' (IIFA Awards) নিয়ে। এরই মাঝে আবু ধাবি (Abu Dhabi) থেকে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে জল্পনা তুঙ্গে। ভিকি কৌশল (Vicky Kaushal) ও সলমন খানের (Salman Khan) একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনদের স্পষ্ট মত, ভিকিকে ঠেলে সরিয়ে দেয় সলমনের দেহরক্ষীরা। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন 'উরি' অভিনেতা। পাশে দাঁড়ালেন ভাইজানের। তাঁর কথায়, 'কখনও কখনও প্রয়োজনের বেশি কথাবার্তা বেড়ে যায়। অনেক বিষয় নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা হচ্ছে। সবসময় ভিডিওয় যা দেখা যাচ্ছে আসল ঘটনা তা হয় না। ফলে এই ব্যাপারে কথা বলার কোনও মানে হয় না।'
'IIFA'র সুরেলা উদ্বোধন
'আইফা রক'-এ (IIFA Rock) জয়জয়কার গঙ্গুবাঈয়ের। সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali) পরিচালিত আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawari) ঝুলিতে পুরল ৩টি প্রযুক্তিগত পুরস্কার (techinical awards)। প্রসঙ্গত, শুক্রবার 'আইফা রক নাইট' দিয়েই তিন দিন ব্যাপী ২৩তম 'ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যান্ড অ্যাওয়ার্ডস' (International Indian Film Academy and Awards) অনুষ্ঠান শুরু হল ইয়াস আইল্যান্ডে (Yas Island)। আইফার শুরুতেই খুশির খবর 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' টিমের জন্য। প্রথম রাতেই তিনটি পুরস্কার উঠল তাঁদের হাতে। তিনটি টেকনিক্যাল বিভাগে সেরার শিরোপা পেলেন তাঁরা। সেরা সিনেম্যাটোগ্রাফির জন্য সুদীপ চট্টোপাধ্যায়, সেরা চিত্রনাট্যের জন্য সঞ্জয় লীলা বনশালি ও উৎকর্ষিণী বশিষ্ঠ এবং সেরা সংলাপের জন্য উৎসকর্ষিণী বশিষ্ঠ ও প্রকাশ কপাডিয়া পেলেন পুরস্কার।
গানে গানে রবীন্দ্র-নজরুল স্মরণ
ফের একসঙ্গে কাজ করতে চলেছেন বাঙালির অত্যন্ত পছন্দের গায়িকা (singer) ও সঙ্গীত পরিচালক (music director) জুটি লগ্নজিতা চক্রবর্তী (Lagnajita Chakraborty) ও রণজয় ভট্টাচার্য (Ranajoy Bhattacharjee)। গানে গানে এবার রবীন্দ্রনাথ (Rabindranath Thakur) ও নজরুল (Kazi Nazrul Islam) স্মরণে লগ্নজিতা ও রণজয়। শুরু হয়েছিল 'প্রেমে পড়া বারণ' গান দিয়ে। সেই থেকে এই কণ্ঠ শিল্পী ও সঙ্গীত পরিচালকের জুটি বাঙালির অন্যতম প্রিয়। তাঁরা হলেন লগ্নজিতা চক্রবর্তী ও রণজয় ভট্টাচার্য। আর এবার এই জুটিকে সঙ্গে নিয়েই দুই কবির জন্মদিনের মাসে 'জে এস ই মিউজিক' নিয়ে আসছে নতুন মিউজিক ভিডিও। যার নাম 'কবি স্কোয়ার'।
'ফনা'র ১৭ বছর পূর্তি
১৭ বছর পূর্ণ করল আমির খান (Aamir Khan) ও কাজলের (Kajol) কালজয়ী ছবি 'ফনা' (Fanaa)। এমন এক ছবি যা দুই তাবড় তারকাকে এক ফ্রেমে এনেছিল, যা মানুষকে প্রেমে পড়তে বাধ্য করেছিল। ভালবাসা, মন ভাঙা, আবেগ, বিশ্বাস, সবকিছু নিয়ে জীবন গড়তে শিখিয়েছিল। শুক্রবার ছবির ১৭ বছর পূর্তিতে ছবির শ্যুটিংয়ের এক বিশেষ অভিজ্ঞতা ভাগ করে নিলেন নায়িকা। সিনেমার একটি গানের জন্য মাইনাস ২৭ ডিগ্রিতে শিফন সালোয়ার কামিজ পরে শ্যুটিংয়ের গল্প জানালেন তিনি।
আরও পড়ুন: Healthy Cooking Oils: সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে রান্নায় ব্যবহার করুন এই ৫টি 'হেলদি কুকিং অয়েল'
মরিশাসের থিয়েটারে বিস্ফোরণ ঘটানোর হুমকি
বিতর্কের মাঝেই সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত এবং বিপুল শাহ (Vipul Shah) প্রযোজিত 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) বিশ্বের নানা প্রান্ত থেকে প্রশংসা ও ভালবাসা পাচ্ছে। বক্স অফিসেও একের পর এক রেকর্ড ভেঙেছে এই ছবি। কিন্তু এত ভালবাসা পেলেও অনেকেই এখনও এই ছবির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। এই ছবির গল্প বা বিষয়বস্তুর বিরোধিতা হয়েছে অনেক জায়গায়। সম্প্রতি এক ঘটনায় বিপুল শাহ হুমকির কারণে নিরাপত্তা বাড়িয়েছেন। মরিশাস (Mauritius) থেকে একটি থিয়েটার ফ্র্যাঞ্চাইজি (theatre franchise) তাঁকে একটি বার্তা পাঠিয়েছে যাতে MCine থিয়েটারে 'দ্য কেরালা স্টোরি' সিনেমাটি চলার কারণে বোমা লাগানোর হুমকি দেওয়া হয়েছে।