অভিজিত চৌধুরী, করুণাময় সিংহ, মালদা: ব্যারাকপুরকাণ্ডের ছায়াই কি এবার মালদাতেও ? ভরসন্ধ্যায় ছিনতাইয়ের কবলে এক স্কুল ছাত্রী (Student)। ছিনতাইয়ে বাধা দেওয়ায় স্কুলছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, আহত ওই স্কুলছাত্রী চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মালদা (Malda) শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি রেলওয়ের সাবওয়ে ব্রিজের তলায়।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ওই স্কুল ছাত্রীর বয়স ১৮ বছর। বাড়ি মালদা জেলার ইংরেজ বাজার পৌরসভা এলাকায়। পরিবারে রয়েছেন বাবা এবং মা।  পরিবার ও পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা নাগাদ মালদা শহরের রথবাড়ি থেকে বাজার ছেড়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই স্কুল ছাত্রী। সেই সময় রথবাড়ির সাবওয়ের নিচে পৌঁছোনো মাত্রই পেছন দিক থেকে মোটরবাইকে করে দুই দুষ্কৃতী এসে ওই স্কুল ছাত্রীর মুখে স্প্রে করে অচৈতন্য করে দেয় বলে অভিযোগ পরিবারের।


স্কুলছাত্রী অচৈতন্য হতেই তার কাছ থেকে গলায় সোনার অলংকার নিয়ে পালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। এরপর স্কুলছাত্রী বাধা দিতে গেলেই তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। স্থানীয়রা ছুটে এসে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর পরিবারের লোকেরা খবর পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছায় ওই স্কুল ছাত্রীর কাছে। স্কুল ছাত্রীর কাছে সমস্ত ঘটনা শুনে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করে পরিবারের সদস্যরা। ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।



আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


প্রসঙ্গত, কয়েকদিন আগেই ব্যারাকপুরে ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা। যেখানে ডাকাতিতে বাধা দেওয়ার শ্য়ুটআউটকাণ্ডে প্রাণ হারিয়েছেন এক যুবক।  সাম্প্রতিককালে একাধিক দুষ্কতী তাণ্ডবের সাক্ষী থেকেছে ব্য়ারাকপুর শিল্পাঞ্চল। কখনও বিরিয়ানির দোকানে গুলি, কখনও কলেজ পড়ুয়া খুন, কখনও পাড়ার মধ্য়ে তৃণমূল কাউন্সিলরকে গুলি, কখনও আবার বিটি রোডের ওপর বিজেপি নেতা খুন। কমিশনারেট তৈরির পরেও বন্ধ হচ্ছে না দুষ্কৃতী-রাজ। ঘরে ঘরে যখন শঙ্খধ্বনি, উলুধ্বনিতে জামাইয়ের দীর্ঘায়ু কামনা করছেন শ্বশুর-শাশুড়িরা, তখন ব্যারাকপুরের মুক্তোপুকুরের মান্নাবাড়িতে ফুঁপিয়ে কান্নার শব্দ। মাত্র ১ মিনিট ৩৭ সেকেন্ডের অপারেশন। অকালে শেষ হয়ে গেল ২৭ বছরের এক তরতাজা তরুণের প্রাণ।