কলকাতা: কলকাতায় ইকো পার্কে অরিজিৎ সিংহের অনুষ্ঠান ঘিরে তুঙ্গে বিতর্ক। এবার সিনেমায় অভিনয় করবেন মদন মিত্র। টেলি অভিনেত্রী তুনিশা শর্মা মৃত্যু কাণ্ডে নয়া মোড়। এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)।


অরিজিৎ সিংহের কলকাতা কনসার্টে 'না'


ইকো পার্কে অনুমতি পেল না অরিজিৎ সিংহের কনসার্ট। ফেব্রুয়ারিতে ইকো পার্কে অরিজিৎ সিংহের কনসার্টের আয়োজন করা হয়েছে। 'এমনিতেই ইকো পার্কে ভিড়, সঙ্গে জি-২০ সম্মেলন'। অনুমতি না দেওয়ার জন্য আইনশৃঙ্খলার কারণ দেখাল সরকার। জানানো হয়েছে হিডকোর কাছে কোনও আবেদন করেননি উদ্যোক্তারা। কনসার্টের জন্য আবেদন জমা পড়েনি, তাই কোনও অনুমতিও দেওয়া হয়নি। ইকো পার্কে অরিজিতের অনুষ্ঠানে অনুমতি-বিতর্কে এমনটাই দাবি করেন ফিরহাদ হাকিম। 'ইকো পার্কের বদলে বিকল্প জায়গায় কনসার্ট করা যেতে পারে' । অনুমতি না নিয়েই কীভাবে টিকিট বিক্রি হল? প্রশ্ন হিডকো চেয়ারম্যানের।


অভিনয় জগতে পা রাখলেন মদন মিত্র


রাজনীতিতে বটেই, নিজের দলেই আগের মতো গুরুত্ব রয়েছে কিনা, সেই নিয়ে জল্পনা উস্কে দিয়েছিলেন নিজেই। জানিয়েছিলেন, দল তাঁকে গুরুত্ব না দিলেও পরোয়া নেই। টলিপাড়া থেকে সিনেমায় নামার প্রস্তাব রয়েছে তাঁর কাছে (Tollywood)। পরিস্থিতি বেগতিক দেখলে রাজনীতি ছেড়ে অভিনয়ে চলে যাবেন। তৃণমূলের (TMC) সঙ্গে তাঁর বর্তমান সমীকরণ ঠিক কী, তা নিয়ে প্রশ্ন রয়েছে বিস্তর। সেই আবহেই পুরোদস্তুর অভিনেতা হতে নেমে পড়লেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। ছবির শ্যুটিংও শুরু করে দিলেন। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে শুরু হল মদনের ছবির শ্যুটিং। আগামী সাত দিন ধরে শ্যুটিং চলবে তাঁর ছবির।


অস্বাভাবিক মৃত্যু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের


একের পর এক দুঃসংবাদ বিনোদন দুনিয়ায়। এবার অস্বাভাবিক মৃত্যু হল এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের (Social Media Influencer)। ২২ বছর বয়সী এই সোশ্যাল মিডিয়া তারকার নাম লীনা নাগবংশী (Leena Nagwanshi)। নিজের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যুতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। লীনা নাগবংশীর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।


বয়ান বদল তুনিশা শর্মার প্রাক্তন প্রেমিকের


তুনিশা শর্মার মৃত্যুর পরই তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন শিজান খান। যিনি তুনিশার সহ-অভিনেতা এবং প্রাক্তন প্রেমিক। গ্রেফতার হওয়ার পর থেকে একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছেন যে, কিছুদিন আগেই প্রয়াত অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ভাঙেন তিনি। কিন্তু কী কারণে তিনি সম্পর্ক ভাঙেন, সে সম্পর্কে পরিস্কার করে কিছু বলতে পারেননি। কখনও বলছেন, শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ড দেখে তাঁর মনে এতটাই প্রভাব পড়ে যে, তার জন্যই তিনি সম্পর্ক ভাঙেন। কখনও আবার বলছেন, তাঁদের সম্পর্ক ছিল ভিন্ন ধর্মের। সেই কারণেই তিনি সম্পর্ক ভাঙেন। এক-একবার এক-একরকমের বয়ান দিচ্ছেন তিনি। আর এবার এক মহিলা পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের সময়ে কান্নায় ভেঙে পড়লেন শিজান। তাঁর বিরুদ্ধে আগেই একাধিক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ স্বীকার করেননি শিজান।


শিজানের জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি


টেলি অভিনেত্রী তুনিশা শর্মা মৃত্যুর ঘটনায় (Tunisha Sharma Murder Case) শোকের ছায়া বিনোদন দুনিয়ায়। পরিবারের পাশাপাশি, অভিনেত্রীর সহকর্মীরাও স্তব্ধ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তুনিশার সহ-অভিনেতা ও প্রাক্তন প্রেমিক শিজান খান (Sheezan Khan)। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বাসাই আদালতের তরফে অভিনেতা শিজান খানের পুলিশের হেফাজতের (Police Custody) মেয়াদ বাড়ানো হয়েছে আরও দুই দিন। এএনআই-এর ট্যুইটে লেখা হয়েছে, 'অভিযুক্ত শিজান খানকে ২ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বাসাই আদালত।' প্রসঙ্গত, এর আগে শিজান খানকে ৪ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। অর্থাৎ তাঁকে শুক্রবার পর্যন্ত হেফাজতে থাকতে হবে। 


কবে আসছে 'পিএস: ২'?


আজই মুক্তি পেয়েছে 'পোনিয়িন সেলভান ২'-এর প্রথম টিজার পোস্টার। আগামী বছর এপ্রিল মাসে মুক্তি পাবে এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি। 'পোনিয়িন সেলভান ১' চলতি বছরের অন্যতম বড় বক্স অফিস সফল ছবি। যবে থেকে জানা গেছে যে ছবির দুই পর্বের শ্যুটিংই পরিচালক একসঙ্গে সেরেছেন, তবে থেকে দর্শক ও অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায়। নির্মাতারা যেমন কথা দিয়েছিলেন, সেই অনুযায়ীই ২৮ ডিসেম্বর বিকেল ৪টে নাগাদ পরের ছবির ঘোষণা করা হয়। সেই সঙ্গে জানানো হয় মুক্তির তারিখও। ২৮ এপ্রিল ২০২৩-এ মুক্তি পাবে 'পোনিয়িন সেলভান ২'।


আরও পড়ুন: Arijit Singh: 'বাংলায় এখন অসহিষ্ণু-অসৌজন্যের সরকার', অরিজিৎ সিংহের কনসার্ট বিতর্কে প্রতিক্রিয়া শমীক ভট্টাচার্যের


আসছে 'অলক্ষ্মীজ ইন গোয়া'


'ক্লিক'-এ মুক্তি পেতে চলেছে নতুন ওয়েব সিরিজ 'অলক্ষ্মীজ ইন গোয়া'। প্রধান চরিত্রে দেখা যাবে প্রিয়ঙ্কা মন্ডল, প্রিয়ঙ্কা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায়, আভেরি সিংহ রায়, দেবরাজ ভট্টাচার্য, শ্রীদীপ মুখোপাধ্যায়, সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার, দুর্বার শর্মা, দিলীপ ভারতী, সোমনাথ মন্ডল ও সুস্নাত ভট্টাচার্যকে। সিরিজের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে জয়দীপ বন্দ্যোপাধ্যায় (Joydeep Banerjee)। প্রযোজনায় 'ফিল্মস অ্যান্ড ফ্রেমস'। 


কত টাকার ব্যবসা করল 'সার্কাস'?


চলতি বছরটা একেবারেই ভাল যাচ্ছে না রণবীর সিংহের (Ranveer Singh)। একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ছে তাঁর। এর আগে 'জয়েশভাই জোরদার' ও বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। আর এবার 'সার্কাস'ও প্রায় একই পথে। ট্রেড অ্যানালিস্টরা সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'সার্কাস' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। জানা গিয়েছে, ৫ দিনে মাক্র ২৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে এই ছবি। রোহিত শেট্টি পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ, জ্যাকলিন ফার্নান্ডেজ, পূজা হেগড়ে।