কলকাতা: ফের একসঙ্গে দেখা যাবে সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharyya) ও দেবরাজ ভট্টাচার্যকে (Debraj Bhattacharya)। রাজা চার্লসের সিংহাসনে আরোহণের (King Charles' Coronation) অনুষ্ঠানে একমাত্র ভারতীয় হিসেবে উপস্থিত থাকবেন সোনম কপূর (Sonam Kapoor)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।


সামান্থার জন্য মন্দির বানালেন এক ভক্ত


তারকাদের জন্য অনেকেই অনেক কিছু করেন। ছবি এঁকে পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তাঁদের ছবির গান গেয়ে শোনান। তাঁদের পোশাক থেকে শুরু করে যাবতীয় কিছু অনেকেই ভালবেসে অনুসরণ করেন। তবে এবার এসব কিছুকেই হার মানালেন দক্ষিণী অভিনেত্রী সামান্থার (Samantha Ruth Prabhu) এক ভক্ত (Fan)। দক্ষিণী অভিনেত্রী সামান্থার রুথ প্রভুর জন্য মন্দির বানালেন এক ভক্ত (Fan)। অন্ধ্রপ্রদেশের (Andhara Pradesh) বাপাতলা জেলার বাসিন্দা সন্দীপ, তার প্রাণের মানুষের জন্য বানিয়েছেন মন্দির। জানা গিয়েছে, অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীর সেবামূলক কাজের জন্য তিনি বরাবরাই সামান্থার অন্ধভক্ত।


রাজা চার্লসের সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে আমন্ত্রিত সোনম কপূর


বলিউড (Bollywood) অভিনেত্রী সোনম কপূরের (Sonam Kapoor) মুকুটে নতুন পালক। একমাত্র ভারতীয় হিসেবে সোনম উপস্থিত থাকবেন রাজা চার্লসের সিংহাসনে আরোহণের (King Charles' Coronation) অনুষ্ঠানে। আগামী ৭ মে এই অনুষ্ঠানে, লিওনেল রিচি (Lionel Richie), কেটি পেরি, টম ক্রুজের মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গে একই মঞ্চে দেখা যাবে অনিল-কন্যাকে। ব্রিটেনের উইন্ডসর ক্যাসেলে (Windsor Castle, United Kingdom) ৭ মে রাজা তৃতীয় চার্লসের (King Charles III) সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে বক্তব্য রাখার আমন্ত্রণ পেলেন সোনম কপূর, এবং তিনিই একমাত্র ভারতীয় তারকা যে এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 'কমনওয়েলথ ভার্চুয়াল কয়্যার'-এ উপস্থিত থাকবেন তিনি।


জানকী রূপে কৃতী শ্যাননের লুক প্রকাশ্যে


প্রকাশ্যে এল সীতা (Sita) রূপে বলিউড অভিনেত্রী কৃতী শ্যাননের (Kriti Sanon) প্রথম লুক। আজ সীতা নবমীর (Sita Navami) পবিত্র দিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে 'আদিপুরুষ'-এর (Adipurush) নতুন মোশন পোস্টার মুক্তি পেল। যে মোশন পোস্টার প্রকাশ পেয়েছে তার নেপথ্যে শোনা যাচ্ছে গায়ে কাঁটা ধরানো 'রাম সিয়া রাম'-এর মন্ত্রোচ্চারণ। বহু প্রতীক্ষিত এই ছবিতে জানকী অর্থাৎ সীতার চরিত্রে দেখা যাবে কৃতীকে। প্রথম লুকে নিঃসন্দেহে নজর কাড়লেন তিনি। 


ফের একসঙ্গে কাজ করছেন সত্যম-দেবরাজ


২০২২ সালে মুক্তি পায় 'বল্লভপুরের রূপকথা' (Ballabhpurer Roopkatha)। ছবির প্রশংসায় পঞ্চমুখ হন আম জনতা। বিপুল সাফল্য পায় এই ছবি। পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharyya) হাত ধরে পর্দায় নজর কেড়েছিলেন রাজামশাই সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharyya) ও তাঁর এস্টেট ম্যানেজার দেবরাজ ভট্টাচার্য (Debraj Bhattacharyya)। এবার দর্শক ফের এই জুটিকে পাবেন একসঙ্গে। আজ্ঞে হ্যাঁ! ফের একসঙ্গে কাজ করছেন সত্যম ও দেবরাজ। 'এখনও সিরিজের কাজ পোস্ট প্রোডাকশনে আছে। খুব বিস্তারে কিছু বলতে হয়তো পারব না,' এবিপি লাইভকে (ABP Live) ফোনে জানালেন 'রাজামশাই' সত্যম ভট্টাচার্য।


প্রকাশ্যে 'ফাটাফাটি' নতুন গান


ছবি মুক্তি পেতে বিশেষ দেরি নেই। জোর কদমে চলছে প্রচার পর্ব। তারই মাঝে এবার প্রকাশ্যে এল 'ফাটাফাটি' (Fatafati) ছবির নতুন গান 'যতদূর তুমি' (Jotodur Tumi)। প্রকাশ্যে এসেছে গানের লিরিক্যাল ভিডিও (lyrical video)। জাভেদ আলির (Javed Ali) কণ্ঠে এই গান মন ছুঁয়েছে দর্শকের। 'উইন্ডোজ' প্রযোজিত নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত 'ফাটাফাটি' অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় তৃতীয় ছবি। এর আগে তাঁর 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও...' ছবি দুটি বিপুল প্রশংসিত হয়েছে। এবার দর্শক অপেক্ষায় 'ফাটাফাটি'র। এই ছবির গল্প ফুল্লরা ভাদুড়ি নামক এক দর্জির। গ্রামের দর্জি ফুল্লরা, যাঁর মধ্যে 'ফ্যাশন ডিজাইন'-এর দারুণ বোধ আছে। কিন্তু সেই কাজে তাঁকে প্রতিনিয়ত কটাক্ষের শিকার হতে হয়, কারণ তিনি স্থূলকায়। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তিনি কি ফ্যাশন ইনফ্লুয়েন্সার হয়ে উঠতে পারবেন? 


আরও পড়ুন: Vastu Tips: একটুকরো পাতিলেবুতে ফিরবে ভাগ্য, মিটবে অর্থনৈতিক সমস্যা


'সত্যপ্রেম কি কথা'র শ্যুটিং র‍্যাপ আপ


মুক্তির অপেক্ষায় সাজিদ নাদিয়াদওয়ালা (Sajid Nadiadwala) ও 'নমহ পিকচার্স'র (Namah Pictures) আগামী ছবি 'সত্যপ্রেম কি কথা' (Satyaprem Ki Katha)। মুখ্য ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও কিয়ারা আডবাণীকে (Kiara Advani)। মুম্বইয়ে ছবির শিডিউল র‍্যাপ আপ (schedule wrap up) হল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই খবর জানান নির্মাতারা। অনুরাগীদের উত্তেজনা আরও বাড়াতে ছবির নারী চরিত্র কথার একটি স্টিল ছবি শেয়ার করা হয়।