কলকাতা: ফের শিরোনামে 'দ্য কাশ্মীর ফাইলস'। কত ব্যবসা করল 'ভেড়িয়া' ও 'দৃশ্যম ২'? বদলে যাচ্ছে 'বিগ বস ১৬'-এর সময়? এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদন দুনিয়ার কোন কোন খবর নজর কাড়ল সারাদিনে (Top Entertainment News)।


ফের শিরোনামে 'দ্য কাশ্মীর ফাইলস'


'কাশ্মীর ফাইলস' (Kashmir Files) নিয়ে বিতর্কের সাইক্লোন আছড়ে পড়ল ভারত-ইজরায়েল সম্পর্কে। সৌজন্যে ইজরায়েলি (Israeli) চলচ্চিত্র পরিচালক (film director) নাদাভ লাপিদ ( Nadav Lapid)। এবার গোয়া 'আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'-র (IFFI) জুরি হেড হয়ে এসেছিলেন নাদাভ। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'কাশ্মীর ফাইলস' নিয়ে সেখানেই বলেন, 'কদর্য', 'প্রোপাগান্ডা' (propaganda)। নাদাভের এই বক্তব্য় ঘিরেই তুমুল বিতর্ক শুরু হয়। প্রতিবাদ জানান অনুপম খের (anupam kher)। কড়া বার্তা আসতে থাকে নানা প্রান্ত থেকে। এবার নিজের দেশের পরিচালককে ট্যুইটারে কার্যত ধুইয়ে দিলেন ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত (Israeli Ambassador To India)  নাওর গিলন। বললেন, 'ইজরায়েল নিয়ে আপনার যা খারাপ লাগা রয়েছে, সে সব কিছু নিয়ে মন প্রাণ খুলে বলুন। কিন্তু অন্য কোনও দেশকে নিয়ে এভাবে নিজের নেতিবাচক মনোভাব প্রকাশ করবেন না।'


'ভেড়িয়া' ও 'দৃশ্যম ২'-এর বক্স অফিস কালেকশন


'ভেড়িয়া' প্রথম সপ্তাহান্তের গণ্ডী পেরনোর পর দ্বিতীয় সপ্তাহান্তেও একইরকম ধারা বজায় রাখা জরুরি। শুক্রবার এই ছবি ব্যবসা করে ৭.৪৮ কোটি টাকার। শনিবার এই ছবি ব্যবসা করে ৯.৫৭কোটি টাকার। রবিবার ব্যবসা অনেকটা বাড়ে। রবিবার 'ভেড়িয়া' ব্যবসা করেছে ১১.৫০ কোটি টাকার। আর সোমবার এই ছবি ব্যবসাকরল ৩.৮৫ কোটি টাকার। চারদিনে বরুণ ধবনের ছবি মোট ব্যবসা করেছে ৩২.৪০ কোটি টাকার। অন্যদিকে দ্বিতীয় সপ্তাহের শুক্রবার 'দৃশ্যম ২' ব্যবসা করে ৭.৮৭ কোটি টাকার। শনিবার ১৪.০৫ কোটি টাকার। রবিবার ১৭.৩২ কোটি টাকার। আর সোমবার ৫.৪৪ কোটি টাকার। এই ছবি এখনও পর্যন্ত মোট ব্যবসা করে ১৪৯.৩৪ কোটি টাকার।


দেবের মুখে সৌজন্য-বার্তা


দেবের (Dev) মুখে সৌজন্য-বার্তা। স্পষ্ট জানিয়ে দিলেন, রাজনীতির (Politics) সঙ্গে অভিনয়ের কোনও যোগ নেই। কুকথা নয়, কাউকে ছোট করে নয়, বরং রাজনীতি হওয়া উচিত সৌজন্যের। ব্যক্তিগত আক্রমণ না করে রাজনীতির বার্তা দিলেন তৃণমূল সাংসদ (TMC MP) তথা অভিনেতা দেব। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এদিন দেব বলেন, “আমার আগের ছবিতেও যিনি আমার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, তিনিও বিজেপির সক্রিয় কর্মী। প্রথম দিন থেকেই আমার কাছে খুব পরিষ্কার, সিনেমা এবং রাজনীতি আলাদা। আমার ছবির জন্য ভাল অভিনেতা প্রয়োজন। তিনি রাজনীতিতে যুক্ত কি না, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। যেমন প্রজাপতি-তে মিঠুনদা অভিনয় করেছেন।’’ 


সময় বদলাচ্ছে 'বিগ বস ১৬'-এর?


রিয়েলিটি শো 'বিগ বস ১৬'-এর সম্প্রচারের সময়। বদলে যাচ্ছে দিনও। তেমনটাই ঘোষণা করলেন সলমন খান। 'বিগ বস'-এর চলতি সিজন শুরু হওয়ার পর থেকে সোমবার থেকে শুক্রবার রাত ১০টায় সম্প্রচারিত হত। আর উইকেন্ড কা ওয়ার (Weekend Ka Vaar) সম্প্রচারিত হত রাত সাড়ে ৯টায়। এবার উইকেন্ড কা ওয়ার দিন ও সময় বদলে গেল। সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে সঞ্চালক সলমন খান উইকেন্ড কা ওয়ারের বদলে যাওয়া দিন ও সময় ঘোষণা করছেন। বলিউড ভাইজানকে বলতে শোনা যাচ্ছে, 'উইকেন্ডের অপেক্ষা করে থাকেন দর্শকেরা। এবার থেকে আর রাত সাড়ে ৯টায় নয়। আধঘণ্টা আগেই শুরু হয়ে যাবে উইকেন্ড কা ওয়ার। শুক্রবার ও শনিবারের পরিবর্তে উইকেন্ড কা ওয়ার সম্প্রচারিত হবে শনিবার ও রবিবার। বাকি এপিসোডের সময় একই থাকছে।' অর্থাৎ, এবার থেকে সোমবার থেকে শুক্রবার 'বিগ বস ১৬' দেখা যাবে রাত ১০টায়। এবং শনিবার ও রবিবার দেখা যাবে রাত ৯টায়।


বিয়ে করতে চলেছেন প্রভাস ও কৃতী?


দীর্ঘ বেশ কিছুদিন ধরেই সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে দক্ষিণী ছবির সুপারস্টার প্রভাস (Prabhas) এবং বলিউড অভিনেত্রী কৃতী শ্যাননের (Kriti Sanon)। দুই তারকা বর্তমানে এক ছবিতে স্ক্রিন শেয়ার করছেন। খুব শীঘ্রই তাঁদের ছবি 'আদিপুরুষ' (Adipurush) মুক্তি পাবে। আর তার আগেই শোনা গেল, ইতিমধ্যেই নাকি কৃতীকে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলেছেন প্রভাস। শীঘ্রই নাকি তাঁদের বাগদানও হবে। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, কৃতী শ্যানন এবং প্রভাসের যে সম্পর্কের আভাস দিয়েছেন বরুণ ধবন তা নাকি পুরোটাই সত্যি। 'আদিপুরুষ'-এর শ্যুটিংয়ের সেটেই নাকি কৃতীকে বিয়ের প্রস্তাব দেন 'বাহুবলী' খ্যাত অভিনেতা। হাঁটু মুড়ে বসে 'মিমি' অভিনেত্রীকে জীবনসঙ্গী করে নেওয়ার প্রস্তাব দেন তিনি। আর সেই প্রস্তাবে রাজীও হয়েছেন কৃতী। খুব শীঘ্রই তাঁদের বাগদান হবে। তারপর বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। যদিও দুই তারকার পক্ষ থেকে অফিশিয়ালি এখনও পর্যন্ত এই খবরে স্বীকৃতি দেওয়া হয়নি।


আরও পড়ুন: Amitabh Bacchan: বাবার স্মৃতি, কাজকে বাঁচিতে রাখতে অভিনব উদ্যোগ অমিতাভ বচ্চনের


সিনেমা তৈরি ছেড়ে দেওয়ার কথা কেন বললেন বিবেক অগ্নিহোত্রী?


সম্প্রতি 'ইফি'র আন্তর্জাতিক জুরির চেয়ারপার্সন নাদাভ লাপিদ বলেন, 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি আদতে 'অশ্লীল ও প্রোপাগান্ডা'। তার ঠিক একদিনের মাথায় পাল্টা উত্তর দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, প্রয়োজনে তিনি 'লড়াই জারি রাখবেন'। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বলেছেন, 'আমি গোটা পৃথিবীর বিদ্বজনেদের ও 'আর্বান নকশাল'দের এবং সেই সঙ্গে ইজরায়েল থেকে আসা বিশিষ্ট চিত্র পরিচালককে চ্যালেঞ্জ করছি যদি তাঁরা প্রমাণ করতে পারেন যে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর কোনও দৃশ্য, সংলাপ বা ঘটনা মিথ্যা, তাহলে আমি সিনেমা বানানো ছেড়ে দেব। আমি পিছিয়ে যাওয়ার মানুষ নই। যা খুশি বলতে থাকুন, আমিও লড়াই চালিয়ে যাব।'


আসছে 'ঘনি সয়ানি'


শেহনাজ গিল (Shehnaaz Gill) ও এম সি স্কোয়্যার (MC Square) অবশেষে জানালেন তাঁদের একসঙ্গে কাজ করার কথা। আসছে তাঁদের প্রথম কাজ একসঙ্গে, গানের নাম 'ঘনি সয়ানি' (Ghani Syaani)। বেশ কিছুদিন ধরেই এই গান নিয়ে জল্পনা চলছিল বিস্তর। গায়ক ও অভিনেত্রী, দুই জনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই গানের প্রথম পোস্টার (first poster) শেয়ার করেছেন। নেপথ্যে মরুভূমি, সেখানেই দুই শিল্পী। ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে গান।জানিয়েছেন পোস্টেই।