কলকাতা: ২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অমিত দাশগুপ্ত (Amit Dasgupta) পরিচালিত ছবি 'ফিরে আয়' (Phire Aye)। ছবিতে বিশ্বজিৎ চক্রবর্তী, অনামিকা সাহা, সোমা চট্টোপাধ্যায়ের মতো শিল্পীদের দেখা যাবে। মুখ্য ভূমিকায় রয়েছেন ঋষ বিশ্বাস (Rish Biswas)। অপেক্ষাকৃত নবীন অভিনেতার এটি দ্বিতীয় ছবি। কেমন তাঁর অভিজ্ঞতা? কীভাবে তৈরি করলেন নিজেকে? সবটাই জানালেন এবিপি লাইভকে।
'ফিরে আয়' ছবি মূলত তৈরি হয়েছে কয়েকজন সাংবাদিকদের জীবনের গল্প নিয়ে। গল্পের মূল চরিত্র তিন সাংবাদিক। নিজের চরিত্র সম্পর্কে ঋষ বলেন, 'আমি যদি এক কথায় আমার চরিত্রটি বিশ্লেষণ করি, তাহলে বলতে হয় যে আমার চরিত্রটা ট্র্যাজিক লাভারের মতো। বাকিটা পর্দায় দেখলেই ভাল।'
বিশ্বজিৎ চক্রবর্তী, অনামিকা সাহা, সোমা চট্টোপাধ্যায়ের মতো তাবড় প্রবীণ শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ঋষের? অভিনেতা বলেন, 'ওঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। এই অনুভূতি কথায় বলে ঠিকভাবে প্রকাশ করতে পারব না। সেই মুহূর্তগুলো, ওই অভিজ্ঞতাটা গোটা জীবন আমার কাছে স্মৃতি বদ্ধ হয়ে থাকবে। তাঁরা আমাকে অনেকটা শিখিয়েছেন যা অভিনেতা হিসেবে আমাকে ম্যাচিওর হতে সাহায্য করেছে।'
সাংবাদিকের চরিত্রে নিজেকে তৈরির প্রসঙ্গে ঋষ বলেন, 'অভিনেতা হিসেবে এই সিনেমাটা আমার কাছে খুব স্পেশাল। জীবনের কিছু কিছু মুহূর্ত এবং চারিদিকের পরিবেশ দেখে আমি প্রতিদিন অনেক কিছু শিখেছি আর আজও শিখে চলেছি। কিন্তু এক্ষেত্রে এক জনের নাম না বললেই নয়, তিনি হলেন এই সিনেমার এডিটর পি. রাজু। একাধিক ওয়ার্কশপ করিয়েছেন তিনি, হাতে করে শিখিয়েছেন।'
ইন্ডাস্ট্রিতে সেই অর্থে নতুন ঋষ। এরপর কোন ধরনের কাজ বেশি করতে পছন্দ করবেন তিনি? এবিপি লাইভের প্রশ্নে অভিনেতা বলেন, 'নতুন বললে ভুল হবে কারণ এটি আমার দ্বিতীয় সিনেমা। ইতিমধ্যেই আমার সঙ্গে একজন পরিচালকের কথা চলছে। যদি সব ঠিক থাকে তাহলে খুব শীঘ্রই আমি আরও একটা সিনেমার কাজ করতে চলেছি। মূলত আমি একটু ভাল স্ক্রিপ্ট এবং ভাল কনসেপ্টে কাজ করতে চাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কমার্শিয়াল সিনেমার কথা ভাবছি না। এখনকার প্রজন্ম যে ধরনের গল্প চায়, তেমনই কিছু স্ক্রিপ্ট আমি বাছাই করতে চাই।'
কোন পরিচালকের সঙ্গে কাজ করতে বিশেষভাবে ইচ্ছুক? ঋষ বলছেন, 'অনেক পরিচালকই আমার খুব পছন্দের কিন্তু বেশ কয়েক বছর ধরে আমি ফলো করছি ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে। তিনি যেভাবে নিজের সিনেমাগুলোকে এগিয়ে নিয়ে চলেছেন, মনে হচ্ছে আমাদের বাংলা সিনেমা নতুনভাবে আবার 'প্যান ইন্ডিয়া' কনটেন্টকে টক্কর দিতে পারবে। সেই তালিকায় অবশ্যই সৃজিত মুখোপাধ্যায়ও আছেন। তাঁদের ঘরানার সিনেমায় আমি কাজ করতে খুব আগ্রহী।'
প্রেক্ষাগৃহে আগামী ২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'ফিরে আয়'। দর্শকের কতটা মন জয় করতে পারে এই ছবি সেটাই দেখার।