কলকাতা: প্রকাশ্যে এল 'রক্তবীজ' ছবির ট্রেলার (Raktabeej Trailer Out)। জিমের ভিডিও পোস্ট করে কটাক্ষের শিকার শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
ব্যারাকপুর নিয়ে ছবি করছেন রাজ?
রাজ চক্রবর্তীর সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক ( Partha Bhowmick )। এবার সেই রাজই গেলেন সিপিএমের একসময়ের দাপুটে সাংসদ তড়িৎ তোপদারের (Tarit Baran Topdar) বাড়িতে। শোনা যাচ্ছে, ব্যারাকপুর নিয়ে একটি ছবি করতে পারেন রাজ (Raj Chakrabarty)। পাশাপাশি আবার জল্পনা ভাসছে, যে এবার ওয়েব সিরিজে অভিনেতা হিসেবে নতুন ইনিংস শুরু করতে পারেন, ওই ব্যারাকপুরেরই সাংসদ, অর্জুন সিংহ (Arjun Singh )। রাজনৈতিক দলের মঞ্চ থেকে রুপোলি পর্দায়। আর ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম নেতা পার্থ ভৌমিকের ওয়েব সিরিজে অভিনয়ের পর থেকে ব্যারাকপুর নিয়ে একাধিক শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ, ক্রাইম থ্রিলার তৈরির কথা উঠে আসছে। তার তাতে নাম শোনা যাচ্ছে, ব্য়ারাকপুর শিল্পাঞ্চলের একাধিক দাপুটে রাজনীতিবিদের। সম্প্রতি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও সিপিএম নেতা তড়িৎ বরণ তোপদারের বাড়িতে যান ব্য়ারাকপুরে তৃণমূল বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী। দু'জনের মধ্যে কয়েক ঘণ্টা কথা হয়।
দ্বিতীয় সন্তান আসতে চলেছে 'বিরুষ্কা'র কোলে?
খুব শীঘ্রই বড় দিদি হতে চলেছে ভামিকা কোহলি (Vamika Kohli)? শোনা যাচ্ছে, বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও ক্রিকেট তারকা বিরাট কোহলি (Virat Kohli) দ্বিতীয় বার অভিভাবক হতে চলেছেন। একাধিক সূত্র মারফৎ খবর, অনুষ্কা ইতিমধ্যেই গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিক (Second Trimester) পর্যায়ে পৌঁছে গিয়েছেন। এক জাতীয় বিনোদন সংস্থা সূত্রে খবর, 'অনুষ্কা শর্মা দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। আগেরবারের মতোই অনুরাগীদের সঙ্গে এই সুখবর তিনি ভাগ করে নেবেন গর্ভাবস্থার শেষের দিকে।' ২০২১ সালের জানুয়ারি মাসে বিরাট ও অনুষ্কার কোলে আসে তাঁদের প্রথম সন্তান, তাঁদের কন্যা ভামিকা। আপাতত, কাজের থেকে খানিক বিরতি নিয়ে বাড়িতে, বিশেষ করে মেয়েকে সময় দিচ্ছেন অনুষ্কা। এমনকী মেয়ের শিশু বয়সে যাতে তার সঙ্গে বেশি সময় কাটাতে পারেন তিনি, তাই ভাইয়ের সঙ্গে তৈরি করা প্রযোজনা সংস্থা থেকেও সরে এসেছেন অভিনেত্রী।
প্রকাশ্যে 'রক্তবীজ' ট্রেলার
আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। তারপরেই মা দুর্গার অকালবোধন। আর সেই প্রেক্ষাপটেই তৈরি শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) আগামী ছবি 'রক্তবীজ' (Raktabeej Trailer Out)। ছবি মুক্তিও পাবে পুজোর সময়। শনিবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। একপর্দায় আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee), কাঞ্চন মল্লিক, অনসূয়া মজুমদার, সত্যম ভট্টাচার্য, দেবাশিস মণ্ডল। খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা নিয়ে তৈরি হয়েছে 'রক্তবীজ'। ২০১৪ সালের ২ অক্টোবর, দুর্গাষ্টমীর দিন খাগড়াগড়ের একটি ২ তলা বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনার ভিত্তিতেই তৈরি হচ্ছে এই ছবি। প্রযোজনায় 'ইউন্ডোজ'।
প্রকাশ্যে 'বাঘা বাঘা হে' গান
বিদ্যালয়ে ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপন। এই বিশেষ দিনের উদযাপনে সামিল একদল কচিকাঁচা। তাদের হাত ধরেই মঞ্চে উঠে এল ভারতা মায়ের বীর সন্তান যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের (Jatindranath Mukhopadhyay) বীরগাঁথা। তৈরি হল নতুন গান 'বাঘা বাঘা হে' (Bagha Bagha Hey)। প্রকাশ্যে এল 'বাঘা যতীন' (Bagha Jatin) ছবির নতুন গান। এবার পুজোয় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের ভূমিকায় বড়পর্দায় অবতীর্ণ হবেন বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার দেব (Dev)। পরাধীন ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে বাঘা যতীনের সংগ্রামের গল্প আসবে প্রকাশ্যে। এদিন মুক্তি পেল একদল কচিকাঁচাদের নিয়ে আধুনিক যুগের প্রেক্ষাপটে তৈরি গান 'বাঘা বাঘা হে'। গানের ছত্রে ছত্রে প্রকাশ পেল বাঘা যতীনের ত্যাগ, সাহসিকতা, অধিনায়কত্বের কথা।
কসরতের ভিডিও পোস্ট করতেই কটাক্ষ ধেয়ে এল শুভশ্রীর দিকে
আট মাসের অন্তঃসত্ত্বা তিনি। দিন কয়েক আগেই তিন বছর পূর্ণ করেছে তাঁর ছেলে ইউভান (Yuvaan)। এবার সে দাদা হওয়ার অপেক্ষায়। ঠিকই ধরেছেন কথা হচ্ছে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly)। শনিবার তিনি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে জিমে (gym) ঘাম ঝরাচ্ছেন তিনি। সেই ভিডিও দেখে কী প্রতিক্রিয়া অনুরাগীদের? অভিনেত্রীর এই ভিডিও দেখে তা খুব একটা পছন্দ করেননি নেটিজেনরা। অনেকেই কমেন্ট করেছেন যে এই অবস্থায় তাঁর 'ওয়ার্কআউট' করা উচিত হয়নি একেবারেই। একজন লেখেন, 'অন্তঃসত্ত্বা অবস্থায় জিম?' আবার একজন লিখলেন, 'কী দরকার? স্বাস্থ্যকর ডায়েট মেনটেন করলেও তো হতো, উফ আপনাদের এই অতিরিক্ত মডার্ন লাইফস্টাইল দেখলে ভয় লাগে।' আবার কেউ লিখলেন, 'দয়া করে করবেন না। ডেলিভারির পর, কয়েক মাস কাটিয়ে ফের রুটিন শুরু করুন।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial