কলকাতা: বলিউডে একের পর এক করোনা হানা। অবশেষে মুক্তি পাচ্ছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। এক ঝলকে দেখে নেওয়া যাক, বিনোদন দুনিয়ার আজকের কোন কোন খবর নজর কাড়ল।


'83' ছবির ট্রেলার মুক্তি


প্রকাশ্যে এল '83' ছবির ট্রেলার। কপিল দেবের চরিত্রে দেখা যাবে বলিউড তারকা রণবীর সিংহকে। ১৯৮৩-তে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের কীর্তিকে সেলুলয়েডে তুলে ধরা। পরিচালনায় কবীর খান। ২০১৯ সালে এপ্রিল মাসে ধর্মশালা থেকেই শুরু হয়ে গিয়েছিল এইট্টি থ্রি’র কলাকুশলীদের প্রশিক্ষণ। দীর্ঘ প্রশিক্ষণ পর্বে কপিল দেব, মহিন্দর অমরনাথের মতো ক্রিকেটারের থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন রণবীর সিংহ, তাহির রাজ ভাসিন, শাকিব সালিম, এমি ভির্ক। ছবিতে পিআর. মান সিংহের চরিত্রে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি।


কঙ্গনার অভিযোগ


কয়েকদিন আগে কঙ্গনা রানাউতের বিরুদ্ধে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য একটি এফআইআর দায়ের করা হয়েছিল যেখানে তিনি কৃষকদের বিক্ষোভকে 'খলিস্তানি আন্দোলন' বলে অভিহিত করেছিলেন। যদিও এখন অভিনেত্রী নিজেই এফআইআর দায়ের করেছেন। কারণ তাঁর অভিযোগ তিনি মৃত্যুর হুমকি পাচ্ছেন। কঙ্গনা বলেন, "আমার এই পোস্টে আমি প্রতিনিয়ত বিঘ্নকারী শক্তির কাছ থেকে হুমকি পাচ্ছি। বাথিন্ডার এক ভাই প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিয়েছেন। এই ধরনের হুমকিতে আমি ভীত নই।"


আরও পড়ুন: KBC 13: মেয়ে-নাতনির 'প্রশ্নজাল', 'কৌন বনেগা ক্রোড়পতি'-র ১০০০তম পর্বে নাজেহাল বিগ বি


জন্মদিনে জিৎ


আজ টলিউডের জনপ্রিয় তারকা জিতের (Jeet) জন্মদিন। ৪৩ বছরে পা দিলেন অভিনেতা। সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন তাঁর একাধিত অনুরাগী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি গানের শ্যুটিংয়ের অংশ পোস্ট করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। শ্যুটিংয়ের মাঝে তাঁদের মজার মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'আমাদের অজস্র মজার কথাবার্তা এবং হাসিঠাট্টা, একজন অসাধারণ সহ-অভিনেতা থেকে একজন দুর্দান্ত মানুষ। ভালবাসা এবং শ্রদ্ধা সর্বদা। শুভ জন্মদিন জিৎ।' 


'রাবণ' রূপে জিৎ


জন্মদিনেই মুক্তি পেল টলিউড তারকা জিতের (Jeet) আগামী ছবি 'রাবণ'-এর (Raavan) টিজার। ছবির প্রথম লুকেই বেশ নজর কেড়েছিলেন অভিনেতা। এবার রোমহর্ষক টিজারে মাত করলেন দর্শকদের। এম এন রাজের পরিচালনায়, জিতের প্রযোজনায় ২০২২ সালের ইদে মুক্তি পাচ্ছে 'রাবণ'। ৪৪ সেকেন্ডের টিজারে ধরা পড়ল জিতের 'রাফ অ্যান্ড টাফ' অবতার। কাঁচা-পাকা চুলে, লাল চোখে দুর্ধর্ষ অভিনেতা।


'কাকাবাবুর প্রত্যাবর্তন'


আফ্রিকার ঘন জঙ্গলে পৌঁছে গিয়েছেন কাকাবাবু, সঙ্গে অবশ্যই রয়েছে সন্তু। করোনা কাঁটা পেরিয়ে অবশেষে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের হাত ধরে তৃতীয় অভিযানের জন্য তৈরি তাঁরা। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি দেশজুড়ে মুক্তি পাচ্ছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' (Kakababur Protyaborton)। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও আরিয়ান ভৌমিকের (Aryann Bhowmick) 'সন্তু-কাকাবাবু' জুটির তৃতীয় ছবির টিজার মুক্তি পেয়েছিল গত বছরই। ২০২০ সালেই মুক্তি পাওয়ার কথা থাকলেও একাধিকবার সেই তারিখ বদলে যায়। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবির ট্রেলার। 


বলিউডে কোভিড - হানা


করোনা আক্রান্ত বলিউড অভিনেতা অমিত সাধ। মঙ্গলবার অভিনেতা নিজেই কোভিড পজিটিভ হওয়ার কথা জানালেন। 'সবরকম সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও, করোনা সংক্রমিত হয়েছি আমি। উপসর্গ খুবই সামান্য। সমস্ত সতর্কতা মেনে নিজেকে আইসোলেট করেছি এবং আপাতত বাড়িতেই কোয়ারান্টিনে থাকব। আমি নিশ্চিত এর থেকে আমি আরও শক্তিশালী হয়ে বেরিয়ে আসব। আপনারা সাবধানে থাকুন এবং নিজের ও আশেপাশের সকলের খেয়াল রাখুন। সকলকে ভালবাসা,' নিজের পোস্টে লেখেন অভিনেতা।


ভারতের প্রথম 'বর্জ্য শূন্য' ছবি


আয়ুষ্মান খুরানা ও বাণী কপূর অভিনীত আগামী ছবি 'চণ্ডীগড় করে আশিকি'-র (Chandigarh Kare Aashiqui) প্রযোজক প্রজ্ঞা কপূর (Pragya Kapoor) তাঁর বাস্তু-সংরক্ষণের জন্য বিখ্যাত। তিনি এই ছবিটিকে ভারতের প্রথম 'জিরো-ওয়েস্ট' বা 'বর্জ্য শূন্য' ফিচার ছবি হিসেবে তৈরি করার চেষ্টায় সফল হয়েছেন। প্রজ্ঞা 'স্কার্প' (Skarp) নামক এক সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন। এই ফার্মটি বিভিন্ন সংস্থাকে বর্জ্য সমাধান গ্রহণে সহায়তা করে। এর ফলে অপচয় শূন্যে নামিয়ে আনার চেষ্টা করা হয়।