কলকাতা: দীর্ঘ একুশ বছর পর কোনও ভারতীয় নারীর হাত ধরে 'মিস ইউনিভার্স' খেতাব এল। একুশ বছরের হরনাজ কৌর সান্ধু ২১ বছর পর জিতলেন মিস ইউনিভার্সের খেতাব। অন্যদিকে করোনায় আক্রান্ত হলেন করিনা কপূর খান এবং তাঁর অমৃতা অরোরা। এক ঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক দিনের সেরা বিনোদনের খবরগুলিতে।


২১ বছর পর ভারতীয় নারীর বিশ্বসুন্দরী হওয়া-


২১ বছর পর মিস ইউনিভার্সের মঞ্চে এক ভারতীয় বিজয়ী। পঞ্জাবের হরনাজ সান্ধু জিতলেন 'মিস উইনিভার্স'-এর খেতাব। লারা দত্তের বিজয়ী হওয়ার ২১ বছর পর ফের এক ভারতীয় কন্যার মাথায় উঠল সেরার শিরোপা।


দেবের র‍্যাফ্টিংয়ের ভিডিও প্রকাশ-


'পরাণ দাকে স্যালুট'! সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় রিভার র‍্যাফ্টিংয়ের একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা দেব । আসছে পরাণ বন্দ্যোপাধ্যায় , দেব অভিনীত ছবি 'টনিক' । ট্রেলারেই স্পষ্ট, একাধিক দুঃসাহসিক কাজ করেছেন ছবির কলাকুশলীরা। রিভার র‍্যাফ্টিং তার মধ্যে অন্যতম।


বোনেদের সঙ্গে বিয়ের মণ্ডপে ক্যাটরিনা কাইফ-


ইনস্টাগ্রামে বিয়ের দিনের কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী। এরকম বেশ কিছু ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'বড় হওয়ার সময়, আমরা বোনেরা সবসময় একে অপরকে রক্ষা করে চলেছি। ওঁরা আমার শক্তি এবং আমরা একে অন্যকে ভূমির কাছে রাখি। আশা করি যেন এটা সবসময় এমনই থাকে!' বিয়ের সময়ও ক্যাটরিনাকে আগলে রইলেন তাঁর বোনেরা। 


কঙ্গনা রানাউতের গ্রেফতারিতে না-


২০২২ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত গ্রেফতার করা হবে না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে । সোমবার বম্বে হাইকোর্টকে এমনটাই জানাল মুম্বই সিটি পুলিশ। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়ায় আন্দোলনরত কৃষকদের উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করেন বলে।  


করোনায় আক্রান্ত করিনা কপূর খান ও অমৃতা অরোরা-


করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান এবং তাঁর বান্ধবী অভিনেত্রী অমৃতা অরোরা। (টিনসেল টাউনের দুই তারকাকে বিভিন্ন সময়ে বিভিন্ন পার্টিতে দেখা গিয়েছে এরইমধ্যে। করিনা কপূর খানের করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, যাঁরা দুই অভিনেত্রীর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন দ্রুত করোনা পরীক্ষা করান।


আসছে তাপসী পান্নুর 'লুপ লপেটা' -


আসছে আগামী ছবি 'লুপ লপেটা' নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'লুপ লপেটা' ছবির মোশন পোস্টার শেয়ার করে তাপসী পান্নু লিখেছেন, 'আপনারা যতক্ষণ না ছবিটা দেখছেন, অপেক্ষা করতে পারছি না।' 'লুপ লপেটা' ছবিটি জার্মান ছবি 'রান লোলা রান'-এর অফিশিয়াল হিন্দি রিমেক। ছবিটি পরিচালনা করেছেন আকাশ ভাটিয়া। 


ছবি নির্বাচন প্রসঙ্গে আয়ুষ্মান খুরানা-


ছবি নির্বাচনের সময় কোন বিষয়টায় বেশি প্রাধান্য দেন জানালেন এক সাক্ষাৎকারে। আয়ুষ্মান বলেন, 'বলিউডে আমার আত্মপ্রকাশ হয় 'ভিকি ডোনর' ছবি দিয়ে। প্রথম ছবি থেকেই আমি কখনও বক্স অফিস কালেকশনের কথা মাথায় রেখে ছবি নির্বাচন করিনি। সামাজিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসা কিছু সংস্কার বা ছুৎমার্গ ভাঙার উদ্দেশ্য যে ছবিতে রয়েছে, তেমন ছবিই বেছে নেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়, আমাদের দেশে এমন ছবি আরও বেশি করে তৈরি হওয়া প্রয়োজন। 'চণ্ডীগড় করে আশিকি' ছবিটিও তেমনই। আর এই ছবির জন্য আমি নিজেও গর্ববোধ করি।'


হরনাজ সান্ধুকে প্রশংসা সুস্মিতা সেনের-


প্রথম ভারতীয় নারী হিসেবে বিশ্বসুন্দরী হয়েছিলেন সুস্মিতা সেন। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে হরনাজ সান্ধুর দুটি ছবি পোস্ট করে সুস্মিতা সেন লেখেন, 'প্রত্যেক ভারতবাসীর গর্ব হরনাজ কৌর সান্ধু। তোমার জন্য অনেক অনেক গর্বিত। অনেক শুভেচ্ছা তোমায় হরনাজ সান্ধু। এত সুন্দরভাবে বিশ্বের দরবারে দেশের প্রতিনিধিত্ব করার জন্য। একুশ বছর পর তোমার হাত ধরেই মিস ইউনিভার্সের মুকুট দেশে এলো। একুশ বছর পরে একুশ বছর বয়সীর হাত ধরে এই খেতাব এলো। এটা তো হওয়ারই ছিল।'


অঙ্কিতা লোখান্ডের গায়ে হলুদ-


রাত পোহালেই বিয়ে। তার আগে নাচে-গানে ফের মাতিয়ে দিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে । সোমবার ছিল তাঁর গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানেই পরিবার এবং ইন্ডাস্ট্রির কাছের বন্ধুদের নিয়ে আনন্দে ভাসলেন তিনি। সেই ভিডিয়ো সামনে আসতেই অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর শুভাকাঙ্খীরা।