কলকাতা: পানামা পেপার কাণ্ডে ইডি দফতরে টানা ৬ ঘণ্টা জেরার মুখে ঐশ্বর্য রাই বচ্চন। করিনা কপূর খানের বড় ছেলে তৈমুরের জন্মদিন। এক ঝলকে চোখ বুলিয়ে নেওয়া যাক আজকের সেরা বিনোদনের খবরগুলিতে।


বাবার উদ্দেশে সুস্মিতা সেন-


বিশেষ দিনে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট  করেন সুস্মিতা সেন। এরপরে কিছু ছবিতে নিজের সন্তান ও পরিবারের সঙ্গে বাবার একাধিক ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখলেন, 'শুভ জন্মদিন বাবা! একজন ভীষণরকমের মিষ্টি ও দয়ালু মানুষ, যাঁকে আমি আমার বাবা বলে ডাকতে পেরে ধন্য... এবং আমার সন্তানদের দাদু হিসেবে বলতে পেরে গর্বিত। তোমার সুস্বাস্থ্য ও সুখ কামনা করি... তুমি যাঁদের জীবনকে ছুঁয়েছ এবং যাঁদের ওপর নিজের আশা রেখেছ... তোমার নিস্তব্ধ ক্ষমতা ও অপরিমেয় শক্তি, যা আমি নিজের মধ্যে পেতে চাই ও সারাজীবন লালন পালন করতে চাই। তুমি দুর্দান্ত বাবা! তোমাকে খুব ভালবাসি! ঈশ্বরকে ধন্যবাদ! আমি ধন্য।' 


শাশ্বত চট্টোপাধ্যায়ের  সঙ্গে অনিল কপূর-


ছবির সেটে পাশাপাশি দাঁড়িয়ে ক্যামেরাবন্দি দুই তারকা। ছবি পোস্ট করে ক্যাপশনে শাশ্বত লেখেন, 'আমার ফ্যান বয় মুহূর্ত! আমার আগামী ছবির জন্য রিহার্সাল করছি এক ও অদ্বিতীয় অনিল কপূর জির সঙ্গে।' অনিল কপূরের পাশে শাশ্বতর মুখভঙ্গি দেখে সত্যিই মনে হচ্ছে যেন 'অনুরাগী' দাঁড়িয়ে রয়েছেন তাঁর পছন্দের তারকার সঙ্গে। আপ্লুত, অভিভূত। একইসঙ্গে এও জানা গেল যে এবার একসঙ্গে কাজ করতে চলেছেন এই দুই মহাতারকা। যদিও পরবর্তী কাজ সম্পর্কে আর কিছু বলেননি অভিনেতা।


ইডি দফতরে ঐশ্বর্য রাই বচ্চন-


আজ ইডি (ED) দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিলেন অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পানামা পেপার কাণ্ডে তলব হওয়ার পর অভিনেত্রী এদিন ইডি-র দিল্লি অফিসে হাজির হন। জানা গিয়েছে, টানা ৬ ঘণ্টা জেরা করা হয় অভিনেত্রীকে।


বাবা, বেবি, ও গানের টিজার-


'এই মায়াবী চাঁদের রাতে' (Ei Mayabi Chaader Raate) দর্শক-শ্রোতাদের 'মনের এক গোপন কথা' বলতে হাজির 'বাবা, বেবি, ও' (Baba, Baby, O...) ছবির প্রথম গান। মুক্তি পেল সেই গানের টিজার। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় গানের এক ঝলক পোস্ট করে প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ'। চমক হাসানের সঙ্গীত পরিচালনায় আগামী ২২ ডিসেম্বর সম্পূর্ণ গানটি মুক্তি পাবে। 


আসছে বজরঙ্গী ভাইজান টু-


২০১৫-তে বলিউডে মুক্তি পেয়েছিল জনপ্রিয় কমেডি ড্রামা। ৬ বছরের এক পাকিস্তানি মূক কন্যা কোনওভাবে বাবা-মায়ের থেকে আলাদা হয়ে ভারতে চলে আসে। দুদেশের বর্ডার পেরিয়ে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার নানা কর্মকাণ্ড দর্শক দেখেছিল পর্দায়। ছোট্ট পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছিল হর্শালি মলহোত্র। আর যিনি সেই শিশুকন্যাকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নেন, তাঁর চরিত্রে অভিনয় করেছিলেন সলমন খান। ঠিকই ধরেছেন। 'বজরঙ্গী ভাইজান' (Bajrangi Bhaijaan)। সম্প্রতি 'ট্রিপল আর' ছবির স্পেশাল ইভেন্টে এই ছবিরই সিক্যুয়েলের ঘোষণা করে দিলেন সলমন খান। আসছে 'বজরঙ্গী ভাইজান টু' (Bajrangi Bhaijaan 2)।


আরও পড়ুন - Srabanti Chatterjee: শ্রাবন্তীর গলার হারে কার নাম লেখা? চোখ আটকাল নেটিজেনের


 


ফের খারিজ আরমান কোহলির জামিনের আবেদন-


নিষিদ্ধ মাদক মজুত করার অপরাধে আরমান কোহলিকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গত অগাস্ট মাস থেকে তিনি জেলবন্দি। নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় অভিনেতার আইনজীবীরা বম্বে হাইকোর্টে জামিনের আবেদন করেন। আজ তার শুনানি ছিল। আজকের শুনানিতে বম্বে হাইকোর্ট মাদক কাণ্ডে গ্রেফতার বলিউড অভিনেতা আরমান কোহলির জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। এদিন অভিনেতার আইনজীবী বিনোদ ছটে আদালতে জানান যে, তাঁর মক্কেল নির্দোষ এবং মিথ্যে অভিযোগে তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁর বিরুদ্ধে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো কোনওরকম সাক্ষ্যপ্রমাণ যথাযথভাবে পেশ করতে পারেনি। মিথ্যে অভিযোগের ভিত্তিতে তাঁকে সমস্যায় ফেলা হয়েছে। তাঁর সঙ্গে মাদক পাচারকারীদের কোনওরকম আর্থিক লেনদেনও হয়নি। এনসিবি অবশ্য বিরোধীতা করে অভিনেতার জামিনের। 


ভিকি-ক্যাটরিনার বাড়ির ছবি-


গত ৯ ডিসেম্বর রাজস্থানের (Rajasthan) সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। সাতশো বছরের পুরনো ঐতিহ্যশালী সিক্স সেন্সেস ফোর্টে রাজকীয় কায়দায় বিয়ে হয় তাঁদের। বিয়ের পর দুই তারকাই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন। পোস্ট করেছেন গায়ে হলুদ, মেহেন্দি থেকে বিয়ের শুভ মুহূর্তের নানা ছবি। বিয়ের পর মলদ্বীপে মধুচন্দ্রিমা সেরে এসে প্রথমবার ভিকির জন্য নিজে হাতে রান্না করেন ক্যাটরিনা। তারই ছবি দেন ইনস্টাগ্রামে। আর এবার নতুন বাড়ির ছবি শেয়ার করলেন অভিনেত্রী।