কলকাতা: পরিচালনার সঙ্গে এবার বড়পর্দায় অভিনয় করতে দেখা যাবে 'রসগোল্লা' পরিচালক পাভেলকে। নতুন বছরে নয়া অবতারে আসছেন গরিবের 'মসিহা' সোনু সুদ। এক ঝলকে দেখে নেওয়া যাক বিনোদনের আজকের সেরা খবরগুলি।


নয়া অবতারে সোনু সুদ


বছর শেষে বড় ঘোষণা সোনু সুদের (Sonu Sood)। নিজের আগামী ছবির নাম ঘোষণা করলেন অভিনেতা। নতুন বছরে মুক্তি পেতে চলেছে অ্যাকশন থ্রিলার ছবি 'ফতেহ' (Fateh)। বৃহস্পতিবারই ছবির কথা ঘোষণা করেন অভিনেতা ও ছবি নির্মাতারা। অভিনন্দন গুপ্তর পরিচালনায় ও জি স্টুডিওসের প্রযোজনায় মুক্তি পাবে 'ফতেহ'। অভিনন্দন গুপ্ত এর আগে 'বাজিরাও মস্তানি' ও 'শমশেরা' ছবিতে সহ পরিচালকের কাজ করেছেন।


করিনার আজব প্রয়োজন


কিছুদিন আগেই করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। এখনও রয়েছেন আইসোলেশনে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে জানালেন আইসোলেশনে তাঁর কী কী প্রয়োজন হচ্ছে। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নিজস্ব ভঙ্গিমায় পাউট করার ছবি দিয়ে অভিনেত্রী লেখেন, 'পায়জামা, লিপস্টিক এবং পাউট। অদ্ভূত মেলবন্ধন। চেষ্টা করে দেখতে পারেন।'


দীপিকায় মজে রণবীর


প্রকাশ্যে ভালবাসার কথা জানাতে কখনও পিছপা হন না বলিউড তারকা দম্পতি রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন (Ranveer Singh and Deepika Padukone)। গতকাল মুম্বইয়ে '৮৩' (83) ছবির বিশেষ প্রিমিয়ারে বলিউডের এই লাভবার্ডসকে একসঙ্গে দেখা যায়। ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি একসঙ্গে পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি কেবল লেখেন, 'দিস ইস ৮৩'। কিন্তু স্ত্রীয়ের গ্ল্যামারাস সাজ দেখে নিজেকে আটকাতে পারেননি রণবীর। কমেন্ট করেই ফেললেন। অভিভূত স্বামী লিখলেন, 'উফ'। আদরের দীপিকার ছবি দেখে বিগলিত রণবীর।


বলিউডে হরনাজ সান্ধু?


বলিউডে আত্মপ্রকাশ প্রসঙ্গে হরনাজ সান্ধু এক সাক্ষাৎকারে বলেন, 'আমি একজন পেশাদার অভিনেত্রী। গত পাঁচ বছর ধরে থিয়েটারে অভিনয় করছি। যদি সুযোগ পাই, তাহলে সঞ্জয়লীলা বনশালীর সঙ্গে কাজ করতে চাই। ওঁ যেভাবে কাজ করেন, আমার খুবই ভালোলাগে। আমি যেকোনও কাজের গুণগত মানের উপর জোর দিই। ওঁর ছবিতে যেভাবে গুণগত মান বজায় রেখে দর্শকের কাছে তুলে ধরা হয়, তা আমি খুবই পছন্দ করি।'


আরও পড়ুন: Sara Ali Khan Update: কোথায় 'চকা চক' গানের প্র্যাকটিস করতেন? সারার উত্তরে অবাক কর্ণ


সুস্মিতা সেনের সম্পর্কে ভাঙন?


চলতি বছরের শুরু থেকেই রহমান শলের (Rohman Shawl) সঙ্গে অভিনেত্রী সুস্মিতা সেনের সম্পর্কে ভাঙনকে কেন্দ্র করে গুঞ্জন শোনা যেতে থাকে। শোনা যাচ্ছিল, বর্তমানে আর রহমান শলের সঙ্গে সম্পর্কে নেই বিশ্বসুন্দরী। অবশেষে সম্পর্ক প্রসঙ্গে মুখ খুললেন সুস্মিতা সেন। 'আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম। আমরা বন্ধুই আছি। সম্পর্ক অনকদিন আগেই শেষ হয়ে গিয়েছে। ভালোবাসাটা পড়ে রয়েছে।'


'ভিড়' র‍্যাপ আপ


শ্যুটিং শেষ হল রাজকুমার রাওয়ের (Rajkumar Rao) পরবর্তী ছবি 'ভিড়'-এর (Bheed)। অনুভব সিংহের (Anubhab Sinha) পরিচালনায় নতুন অবতারে দেখা যাবে তাঁকে এই ছবিতে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'ভিড়' ছবির র‍্যাপ আপের খবর দেন 'স্ত্রী' অভিনেতা। অনুভব সিংহের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে অভিনেতা তাঁকে 'জিনিয়াস' পরিচালক বলে পোস্ট করেন।


অভিনয়ে পাভেল


নিজেকে শুধু ক্যামেরার পিছনেই আটকে রাখতে নারাজ পরিচালক পাভেল (Pavel)। এবার তিনি ক্যামেরার সামনেও। অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন 'রসগোল্লা' ছবির পরিচালক। তাঁর আগামী দুই ছবি 'মনখারাপ' (Monkharap) ও 'কলকাতা চলন্তিকা' (Kolkata Chalantika)-এ তাঁকে অভিনয় করতে দেখা যাবে। প্রকাশ্যে তাঁর প্রথম লুকও।


নেশামুক্তির পাঁচ বছর


অভিনেত্রী পরিচালক পূজা ভট্ট (Pooja Bhatt) বৃহস্পতিবার এক বিশেষ পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। অ্যালকোহল (Alcohol) ছাড়া পাঁচ বছর পূরণ করলেন পূজা ভট্ট। সেই বিশেষ দিনটিকে স্মরণ করেই পোস্ট করলেন অভিনেত্রী। নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী যিনি 'ড্যাডি', 'দিল হ্য়ায় কি মানতা নেহি', 'সড়ক', 'তমন্না', 'জখম'-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক মাইলস্টোনে পৌঁছনোর কথা জানিয়ে।