কলকাতা: টলিউড থেকে বলিউড, বিনোদনের জগতে কোথায় কী হল? এক নজরে দেখে নেওয়া যাক বিনোদনের জগতে আজ সারাদিন কোথায় কী হল (Top Entertainment News Today)-
ফের পর্দায় সোনাদা-
ফের পর্দায় সোনাদা। বছর ২ অপেক্ষার পর ফের রহস্য উদঘাটন করতে দেখা যাবে সোনাদা, আবীর ও ঝিনুককে (Sona da, Abir and Jhinuk)। প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (SVF) ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের (Dhrubo Banerjee) হাত ধরে আসছে 'গুপ্তধন' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। প্রকাশ্যে এল ছবির নাম ও পোস্টার। ২০২২ সালে মুক্তি পাবে 'কর্ণসুবর্ণের গুপ্তধন' (Karna Subarne’r Guptodhon)। 'গুপ্তধনের সন্ধানে' (Guptodhoner Sondhane) এবং 'দুর্গেশগড়ের গুপ্তধন'-এর (Durgeshgorer Guptodhon) ব্যাপক সাফল্যের পর, এসভিএফ এবং পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় নিয়ে আসতে চলেছেন 'কর্ণসুবর্ণের গুপ্তধন'। যা আরও একটি অত্যন্ত রোমাঞ্চকর ছবি হতে চলেছে বলে দাবি নির্মাতাদের। সোনাদার গুপ্তধন সন্ধানের যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত সকলে। সোনাদার জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে, কারণ 'কর্ণসুবর্ণের গুপ্তধন' ২০২২ সালে বড় পর্দায় মুক্তি পাচ্ছে।
করোনায় আক্রান্ত চিত্রাঙ্গদা-শতরূপা-
বছর শেষে ফের চিন্তা বাড়াচ্ছে করোনা। সেই সঙ্গে রয়েছে
ওমিক্রন আতঙ্কও। একে একে সিনে জগতের একাধিক তারকা করোনা আক্রান্ত হচ্ছে। বছরের শেষ দিনে খারাপ খবর শোনালেন চিত্র পরিচালক শতরূপা সান্যালও (Satarupa Sanyal)। করোনা আক্রান্ত তাঁর বড় মেয়ে চিত্রাঙ্গদা (Chitrangada Satarupa)। সামনের বছরের শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল তাঁর। শুক্রবার দুপুরে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বড় পোস্ট করে পরিচালক লেখেন, 'নতুন বছরের শুরুতেই আমার ঘরে উৎসব হবার কথা। আমার মেয়ে চিত্রাঙ্গদার বিয়ে সম্বিতের সাথে। সব আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতিও সারা। কিন্তু কোভিডের ক্রমবর্ধমান সংক্রমন আমার ঘরেও ঢুকলো। চিত্রাঙ্গদার কোভিড রিপোর্ট পজিটিভ। সবার মন খারাপ।
অনুষ্কার ছবি শেয়ার-
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয়। এশিয়ার একমাত্র দল হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে তাঁদেরই দেশে গিয়ে সেঞ্চুরিয়নে জয় হাসিল করে নিয়েছে টিম ইন্ডিয়া। আর ম্যাচে জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় বিরুষ্কার ছবি ভাইরাল। নিজের ইনস্টাগ্রামে বিরাটের হাসিমুখের একটি ছবি শেয়ার করেছেন স্ট্যাটাসে অনুষ্কা। ছবির ক্যাপশনে লেখা, ''এনজয়িং দ্য ভিউ ইন এস এ''। ছবিতে দেখা যাচ্ছে যে বাদামি রংয়ের একটি টুপি মাথায়, সাদা টি শার্ট পরে হাসিমুখে পোজ দিচ্ছেন বিরাট।
অর্জুনের সুস্থতা কামনায় বরুণ-
দ্বিতীয়বার করোনা আক্রান্ত (Corona Positive) বলিউড অভিনেতা অর্জুন কপূর (Arjun Kapoor)। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগী থেকে একাধিক টিনসেল তারকা। আরোগ্য কামনা করে উইশ করলেন অভিনেতার বন্ধু অপর বলি তারকা বরুণ ধবন (Varun Dhawan)। বৃহস্পতিবার, অর্জুন কপূর তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি ২০২১ সালের বিভিন্ন মুহূর্ত ফিরে দেখেন তিনি। বিশেষ এই ভিডিওর ক্যাপশনে লেখেন, 'ধন্যবাদ ২০২১। ২০২২-এ প্রবেশের পথে।'
নতুন ছবি রিষ-
বর্ষশেষে খুশির খবর। আরও বাংলা ছবির নাম প্রকাশিত হল। পরিচালক প্রীতম মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে 'রিষ' (Rish)। ছবিতে অভিনয় করতে দেখা যাবে বাংলা সিনে জগতের জনপ্রিয় মুখ সৌরভ দাস (Saurav Das), দর্শনা বণিক (Darsana Banik), চান্দ্রেয়ী ঘোষকে (Chandreyee Ghosh)। থাকবেন কিয়ানা মুখোপাধ্যায়, রুমকি চট্টোপাধ্যায়, পিয়ালী মুখোপাধ্যায়, অমিতাভ চট্টোপাধ্যায়, স্বাতী মুখোপাধ্যায় প্রমুখ (Kiaana Mukherjee, Rumki Chatterjee, Piyali Mukherjee, Amitavo Chatterjee, Swati Mukherjee and others)। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেবারতী ভৌমিক (Debarati Bhowmick)। প্রযোজনার দায়িত্বে রয়েছেন রূপক চট্টোপাধ্যায় (Rupak Chatterjee)।
অনুষ্কার কামব্যাক-
অনেকদিন ধরেই ক্যামেরার সামনে নেই অনুষ্কা শর্মা। 'জিরো' ছবিতে অভিনয়ের পর এবং তারপরই মা হওয়ার পর বেশ কিছুটা বিরতি নিয়েছিলেন। মাতৃত্বকালীন সময় উপভোগ করছিলেন। মা হওয়ার কিছুদিন পর থেকেই প্রযোজনার মতো নানা কাজে নিজেকে ব্যস্ত রাখেন অভিনেত্রী। তাঁর প্রযোজিত কিছু ছবির কাজও হয় এর মাঝে। মাঝের সময়টায় অনুষ্কা শর্মার প্রযোজিত বেশ কিছু ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। কিন্তু পর্দায় দেখা যায়নি তাঁকে। অনুষ্কা শর্মার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, 'রব নে বানা দি জোড়ি' অভিনেত্রীর হাতে এই মুহূর্তে রয়েছে তিনটি বড় প্রোজেক্ট। এর মধ্যে দুটি মুক্তি পাবে সিনেমাহলে। আর একটি ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম। আশা করা যাচ্ছে নতুন বছরে নতুন প্রোজেক্টের ঘোষণা করবেন অভিনেত্রী।
ইউএনডিপি-র শুভেচ্ছা দূত জয়া আহসান-
রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি (United Nations Development Programme)UNDP-র শুভেচ্ছা দূত নিযুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ১লা জানুয়ারি ২০২২ থেকে আগামী এক বছরের জন্য এই গুরু দায়িত্ব বর্তেছে তাঁর ওপর। আগামী দিনে রাষ্ট্রসংঘের উন্নয়ন কর্মসূচি(ইউএনডিপি)বিভিন্ন কাজে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন তিনি। এমনিতেই সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্বেচ্ছাসেবক হিসেবে তাঁর অংশগ্রহণ চোখে পড়ে। সেই কারণে বাংলাতেও জয়া আহসানের গুণমুগ্ধের সংখ্যা বাড়ছে। UNDP-র শুভেচ্ছা দূত হিসেবে তিনি মূলত, 'এসডিজি' অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন।
রণবীর-আলিয়ার বেড়াতে যাওয়ার ছবি-
সম্প্রতি বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে ছুটি কাটানোর বেশ কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেছেন। কোনও ছবিতে তাঁকে একগাল হাসি মুখে দেখা যাচ্ছে। আবার কোনও ছবিতে রণবীর কপূরকে দেখা যাচ্ছে গ্লাসে চুমুক দিতে। আলিয়া ভট্টের বেশিরভাগ ছবিতেই ফুটে উঠেছে বন্যপ্রাণ। কোথাও সিংহ, কোথাও জিরাফ, কোথাও বাঘ, আবার কোন ছবিতে শুধুই সূর্যাস্ত কিংবা সূর্যদয়ের ছবি।