কলকাতা: রাত ফুরলেই নতুন বছর (New Year 2022)। নতুন বছরে নতুন পরিকল্পনা। নতুন উৎসবে মেতে ওঠা। ঘরোয়া পার্টি হোক কিংবা যেকোনও পার্টি, উৎসবের দিনগুলোয় নিজেকে সুন্দভাবে সাজিয়ে তুলতে কে না চায়। যদিও ভুলে গেলে চলবে না যে করোনা পরিস্থিতি এখনও কেটে তো যায়ইনি, বরং আরও বেশি করে দেখা দিচ্ছে। সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই যেকোনও উৎসবে মেতে ওঠার সময় কোভিড বিধি মেনে চলার কথা ভুললে চলবে না। নতুন বছরে আপনিও নিজেকে সাজিয়ে নিন নতুনভাবে। যেকোনও উৎসবে বা অনুষ্ঠানে যাওয়ার আগে ত্বকে চটজলদি জেল্লা পেতে চান? এক ঝলকে চোখ বুলিয়ে নিন ঘরোয়া পদ্ধতিগুলিতে।


১. আমাদের রান্নাঘরেই এমন অনেক উপকরণ থাকে, যা দিয়ে আমরা ত্বক সুন্দর করে তুলতে পারি। ত্বকে চটজলদি জেল্লা আনতে ব্যবহার করুন দই আর টমেটোর প্যাক। এক চামচ টমেটোর পেস্টের সঙ্গে দু চামচ দই মিশিয়ে তা মুখ এবং গলায় ব্যবহার করুন। মিনিট ২০ পর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন।


আরও পড়ুন - Fish Kathi Roll: জমজমাট হবে বর্ষবরণ, বাড়িতেই বানিয়ে ফেলুন ফিশ কাঠি রোল


২. ত্বকের জেল্লা ফেরাতে দারুণ উপকারী কফির প্যাক। এক চামচ কফির সঙ্গে দু চামচ মধু মিশিয়ে তা ত্বকের ব্যবহার করুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন জল দিয়ে। কয়েক মিনিটের মধ্যেই তফাৎ চোখে পড়বে।


৩. মধু, লেবু আর দারুচিনির গুঁড়োর মিশ্রণ ত্বকের জন্য দারুণ কার্যকরী। এক চামচ মধুর সঙ্গে এক চামচ লেবুর রস ও তার সঙ্গে অর্ধেক চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে ত্বকে ব্যবহার করলে চটজলদি জেল্লা ফিরবে।


আরও পড়ুন - Jaggery In Food: খাবারে কীভাবে গুড় ব্যবহার করলে তা স্বাস্থ্যকরের সঙ্গে সুস্বাদুও হবে?


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।