কলকাতা: ফের দুঃসংবাদ টলিউডে, করোনা আক্রান্ত অভিনেত্রী পার্নো মিত্র। এবার বাংলার বাইরে পাড়ি দিচ্ছে 'কাকাবাবু'। বাংলার সঙ্গে সঙ্গে হিন্দিতেও মুক্তি পেতে চলেছে সৃজিতের নতুন ছবি। অন্যদিকে নতুন ছবির শ্যুটিংয়ের মধ্যেই বিপাকে সারা আলি খান ও ভিকি কৌশল। নতুন কোভিড বিধি অনুসারে ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা থাকবে সিনেমাহল। আজ গোটা দিনে বিনোদন জগতে নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন এক ঝলকে।
শ্যুটিংয়ের মাঝে বিপাকে ভিকি-সারা
বিপাকে বলি তারকা ভিকি কৌশল (Vicky Kaushal) ও সারা আলি খান (Sara Ali Khan)। মধ্যপ্রদেশের এক ব্যক্তি তাঁদের নামে পুলিশে অভিযোগ দায়ের করলেন। ঠিক কী কারণে এমন কাণ্ড? মধ্যপ্রদেশের এক ব্যক্তি বলিউড অভিনেতা ভিকি কৌশল এবং সারা আলি খানের আগামী ছবির সিনে মোটরসাইকেলের নম্বর প্লেট বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বলে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।ইন্দোরের (Indore) ওই ব্যক্তি দাবি করেছেন যে ভিকি-সারার ছবিতে যে নম্বরপ্লেট সমেত মোটরসাইকেল ব্যবহার করা হচ্ছে সেই নম্বর আসলে তাঁর নিজের। সম্প্রতি ভাইরাল হয়েছে ভিকি কৌশল ও সারা আলি খানের আগামী ছবির শ্যুটিংয়ের ছবি। সেখানে বাইকে চড়িয়ে সারাকে নিয়ে যেতে দেখা যায় ভিকিকে।
বাংলার বাইরে পা রাখছে 'কাকাবাবু'
বাংলার পর এবার হিন্দিতেও দাপট দেখাতে তৈরি 'কাকাবাবু'। আগামী ৪ ফেব্রুয়ারি বাংলার পাশাপাশি হিন্দিতে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত 'কাকাবাবুর প্রত্যাবর্তন' (Kakababur Protyabartan)। এসভিএফ প্রযোজিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ((Prosenjit Chatterjee) ও আরিয়ান ভৌমিক পরিচালিত এই ছবি দুটি ভাষায় একই দিনে মুক্তি পাবে বড়পর্দায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Ganguly) লেখা কাকাবাবু সিরিজের 'জঙ্গলের মধ্যে একটি হোটেল' গল্প অবলম্বনে তৈরি হয়েছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। আফ্রিকার জঙ্গলের প্রেক্ষাপটে কাকাবাবু আর সন্তুর অ্যাডভেঞ্চারের গল্প বুনেছেন সৃজিত। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর হিন্দি ট্রেলার।
৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা সিনেমাহল
ফের বাড়ছে করোনার (Covid19) সংক্রমণ। সঙ্গে মাথাচাড়া দিচ্ছে ওমিক্রন (Omicron)। সব মিলিয়ে ফের তৈরি হতে চলেছে ভয়াবহ পরিস্থিতি। এখনই কড় হাতে সামাল না দিলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। তাই রাজ্য়ের সরকার সদ্যই ঘোষণা করেছে নয়া কোভিডবিধি। মুখ্যসচিবের ঘোষণা করা নয়া কোভিডবিধিতে জানা গিয়েছে, একদিকে যেমন স্কুল, কলেজ এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে। তেমনই কিছু কিছু স্থান খোলা থাকবে আংশিকভাবে। তারইমধ্যে জানা গিয়েছে, ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা থাকবে সিনেমাহল। এবং রাত ১০টার পর সমস্ত সিনেমাহল (Cinema Hall) বন্ধ থাকবে।
করোনা আক্রান্ত পার্নো
নতুন বছরের সবে একটা দিন পেরিয়েছে। আর এরমধ্যেই টলিউডে করোনার থাবার ঘায়েল একের পর এক তারকা। জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly), সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) পর একবার করোনা আক্রান্ত অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mitra)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানালেন অভিনেত্রী। আজ ইনস্টাগ্রাম স্টেটাসে অভিনেত্রী লেখেন, 'আমি সবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর ভাগ করে নিতে চাই। আমি ফের একবার করোনা আক্রান্ত হয়েছি। আমার খুব সামান্য উপসর্গ রয়েছে আর ইতিমধ্যেই আমি নিভৃতবাসে রয়েছি। যাঁরা যাঁরা গত ৩দিনে আমার সংস্পর্শে এসেছেন দয়া করে সবার থেকে নিজেকে আলাদা রাখুন এবং করোনা পরীক্ষা করিয়ে নিন। সবার কাছে অনুরোধ, মাস্ক পরুন, সুরক্ষাবিধি বজায় রাখুন আর সতর্ক থাকুন।'
স্থগিত 'রাধে-শ্যাম'-এর মুক্তি?
দেশে ফের বাড়ছে করোনার (Covid) সংক্রমণ। ফলে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে জোরকদমে ফের করোনার মোকাবিলা শুরু হয়ে গিয়েছে। আমাদের রাজ্যেও ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে নয়া করোনাবিধি। এছাড়াও, কিছুদিন আগেই দিল্লির সরকার অনির্দিষ্টকালের জন্য সিনেমাহল বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে। দেশের বিভিন্ন প্রান্তে সিনেমাহল পুরোপুরি বন্ধ কিংবা ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা থাকার কারণে বলিউডে ইতিমধ্যেই বেশ কিছু ছবির মুক্তি স্থগিত হয়ে গিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য শাহিদ কপূরের 'জার্সি' এবং রাজামৌলির 'ট্রিপল আর'। দুটি ছবিই ইতিমধ্যেই মুক্তি স্থগিতের ঘোষণা অফিশিয়ালি করেছে। বিগত বেশ কিছুদিন ধরেই অনুরাগীদের উত্তেজনার পারদ চড়িয়েছে 'বাহুবলী' খ্যাত প্রভাসের (Prabhas) নতুন ছবি 'রাধে শ্যাম'। ছবি কবে মুক্তি পাবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা। এরইমাঝে করোনা পরিস্থিতি ফের বৃদ্ধি পাওয়ায় এবং বিভিন্ন ছবির মুক্তি স্থগিত হয়ে যাওয়ায় গুঞ্জন রটেছে যে, 'রাধে শ্যাম' ছবিটির মুক্তিও স্থগিত হতে পারে বলে। সত্যিই কি আটকে যাবে 'রাধে শ্যাম' (Radhe Shyam) ছবির মুক্তি? জানাচ্ছেন নির্মাতারা।
জানুয়ারিতেই মধুমিতার 'উত্তরণ'
এক ক্লিকে বদলে যাবে একটা জীবন! প্রকাশ্যে মধুমিতা সরকারের নতুন ওয়েবসিরিজ 'উত্তরণ'-এর প্রথম লুক। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি ভাগ করে নিয়েছেন খোদ নায়িকা। আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন মধুমিতা। লিখেছেন, 'একটা click-এ পাল্টে গেলো একটা মেয়ের জীবন... এটা হল 'উত্তরণ'-এর প্রথম লুক। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত 'হইচই'-তে আমার প্রথম ওয়েবসিরিজ। এই ছবিতে মধুমিতার বিপরীতে অভিনয় করেছেন রাজদীপ গুপ্ত।