কলকাতা: করোনার কোপে কার্যত ঘায়েল টলিউড। একদিনে টলিউডে করোনা আক্রান্ত প্রথম সারির ৬ তারকা। করোনা আক্রান্ত পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রেশমি সেন, মিমি চক্রবর্তী, রুক্মিণী মৈত্র ও দেব। অন্যদিকে আজ করোনাবিধি মেনেই শুরু হল ওম সাহানি ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'ভয় পেও না'-র শ্যুটিং। বিনোদন জগতে আজকে নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন এক ঝলকে।