কলকাতা: আগামীকাল, অর্থাৎ জন্মদিনে প্রকাশ পাবে হৃতিক রোশনের নতুন ছবি 'বিক্রম বেদ'-এ নায়কের ফার্স্ট লুক। আজই সেই কথা ঘোষণা করে জানিয়ে দিলেন ছবির নির্মাতারা। অন্যদিকে আজ করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে দেবের। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন অভিনেতা। নিজের করোনা পজিটিভ হওয়ার খবর সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছেন ইমন চক্রবর্তী। বিনোদন দুনিয়ায়া আজ নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন একনজরে।
করোনা সংক্রমিত ইমন
করোনা আক্রান্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অসুস্থতার কথা জানান গায়িকা নিজেই। তবে কেবল খবরই দিলেন না ইমন, রসিকতা করে তাতে জুড়ে দিলেন নিজেরই গাওয়া সুপারহিট গানের একটি লাইন। আজ সোশ্যাল মিডিয়ায় স্টেটাস আপডেট করে ইমন জানান, তিনি কোভিডে আক্রান্ত। ইমন লিখছেন, "আমার দরজায় খিল " Have tested positive for covid.' আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন সঙ্গীতশিল্পী। করোনা পজিটিভ ইমনের স্বামী নীলাঞ্জনও।
করোনামুক্ত দেব
করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে অভিনেতা দেবের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সেই কথা জানিয়েছেন অভিনেতা। তবে সকলের সুরক্ষার কথা ভেবে এখনও কয়েকটা দিন নিভৃতবাসেই কাটাবেন দেব। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টলিউড সুপারস্টার দেব লেখেন, 'করোনা পরীক্ষা করালাম। আর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তারপরও বাড়িতেই সাত দিনের আইসোলেশনের মেয়াদ পূর্ণ করব। প্রত্যেকের ভালোবাসা এবং প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। সকলে মাস্ক পরে থাকুন। এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা করোনার সঙ্গে লড়াই করতে পারি। সকলে নিজের খেয়াল রাখুন।' অভিনেতার এই পোস্ট দেখে কিছুটা স্বস্তিতে অনুরাগীরা। তাঁরা অভিনেতার সম্পূর্ণ সুস্থতা কামনা করছেন।
হৃতিকের ফার্স্ট লুকের অপেক্ষায়..
জন্মদিনে প্রকাশ পাবে হৃতিক রোশনের (Hrithik Roshan) নতুন ছবি 'বিক্রম বেদ' (Vikram Vedha)-এর প্রথম লুক। নতুন ছবির কথা ঘোষণা হলেই নায়কের প্রথম লুক দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা। আগামীকাল হৃতিক রোশনের জন্মদিন। ওইদিনই 'বিক্রম বেদ' ছবিতে হৃতিকের প্রথম লুক সামনে নিয়ে আসবার কথা ঘোষণা করেছেন তাঁরা। চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে হৃতিক রোশনের নতুন ছবি 'বিক্রম বেদ'। সব ঠিক থাকলে সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ মুক্তি পাওয়ার কথা এই ছবির। ২০১৭ সালে মুক্তি পাওয়া তামিল ছবি 'বিক্রম বেদ'-এর রিমেক হবে এই ছবি। তবে ছবির নাম পরিবর্তন করেননি নির্মাতারা। ২০১৭ সালের সেই ছবিতে অভিনয় করেছিলেন আর মাধবন (R Madhavan) ও ও বিজয় সেতুপতি (Vijay Sethupathi)। ছবির হিন্দি রিমেকে হৃতিক রোশন ছাড়াও রয়েছেন সইফ আলি খান (Saif Ali Khan) ও রাধিকা আপ্তে (Radhika Apte)।
কাজ চাইছেন ভিকি কৌশল!
বলিউড অভিনেতা ভিকি কৌশলকে (Vicky Kaushal) শেষবার পর্দায় দেখা গিয়েছে 'সর্দার উধম' (Sardar Udham) ছবিতে। এই ছবিতে তাঁর অভিনয় খুবই প্রশংসিত হয়। এছাড়াও কেরিয়ারের শুরু থেকে শুধু অনুরাগী কিংবা দর্শকেরই নয়, বলিউডের অন্দর থেকেও প্রশংসা পাচ্ছেন ভিকি। কখনও 'উরি' কখনও 'সর্দার উধম' ছবিতে অভিনয় দক্ষতা দিয়ে সমালোচকেরও মন জিতে নিয়েছেন। তবে এবার এক বলিউড পরিচালকের কাছে সরাসরি কাজ চেয়ে বসলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সেই পরিচালকের ছবির প্রশংসা করাকালীনই তাঁর পরবর্তী ছবিতে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন ভিকি। সদ্য কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে পরিচালক আনন্দ এল রাইয়ের ছবি 'আতরঙ্গী রে' (Atrangi Re)। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সারা আলি খান (Sara Ali Khan) এবং ধনুশ (Dhanush)। আর একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে (Akshay Kumar)। ছবিটি যদিও সিনেমাহলে নয়, মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সম্প্রতি 'আতরঙ্গী রে' ছবিটি দেখে কেমন লাগল তা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন অভিনেতা। তার সঙ্গে পরিচালক আনন্দ এল রাইয়ে অনুরোধ করেছেন, যেন তিনি তাঁর পরবর্তী ছবিতে তাঁকে সুযোগ দেন।
বিয়ের এক মাস পূর্তি
দেখতে দেখতে সাত পাকে বাধা পড়ার এক মাস পূরণ। প্রথম মাসের উদযাপনে (One month anniversary) মিষ্টি পোস্ট তো মাস্ট। তাই তো 'লভ-বার্ডস' ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (Katrina Kaif and Vicky Kaushal) এই বিশেষ দিনে একে অন্যকে শুভেচ্ছা জানিয়ে ফেললেন। ২০২১ সালের ৯ ডিসেম্বর, রাজস্থানের সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে চার হাত এক হয় এই তারকা জুটির। আজ ৯ জানুয়ারি, সেই বিশেষ দিনের এক মাস পূরণ। শুক্রবার, ক্যাটরিনা পাড়ি দেন ইন্দোরের উদ্দেশে। প্রথম মাসের অ্যানিভার্সারি সেখানেই ভিকির সঙ্গে উদযাপন করতে হবে তো। ভিকি এখন ইন্দোরে সারা আলি খানের সঙ্গে শ্যুটিংয়ে ব্যস্ত। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে মনের মানুষকে দাম্পত্য জীবনের এক মাস পূর্ণ করার শুভেচ্ছা জানান। 'ডিয়ার হাজব্যান্ড'-এর সঙ্গে একটি সেলফি পোস্ট করে লেখেন, 'শুভ এক মাস'। সঙ্গে হার্ট ইমোজি। স্ত্রীকে কমেন্টে ভিকি লেখেন, 'হ্যাপি হ্যাপি মাই লভ'।
ফারাহ খানের জন্মদিনে অনিল কপূরের শুভেচ্ছাবার্তা নজর কাড়ছে
হাসপাতালে 'কাটাপ্পা'
ক্রমবর্ধমান করোনা সংক্রমণ প্রভাব ফেলছে বিনোদন দুনিয়াতেও। এরই মধ্যে সংক্রমিত হয়েছেন একাধিক সিনে তারকা। কেউ মৃদু উপসর্গ নিয়ে সেরে উঠছেন তো কেউ অসুস্থতার কারণে হাসপাতালেও ভর্তি হচ্ছেন। সম্প্রতি করোনা আক্রান্ত হলেন তেলুগু অভিনেতা সত্যরাজ। তাঁকে অবশ্য গোটা দেশের দর্শক 'কাটাপ্পা' (Katappa) নামেই বেশি চেনে। এস এস রাজামৌলির (SS Rajamouli) বিখ্যাত ছবি 'বাহুবলী'-র (Baahubali) অভিনেতা আপাতত চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর অনুযায়ী, অবস্থার অবনতি হওয়ায় ৭ জানুয়ারি সন্ধ্যায় অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করোনা আক্রান্ত হওয়ার পর হোম কোয়ারেন্টিনে ছিলেন অভিনেতা। একাধিক প্রতিবেদন অনুযায়ী অভিনেতার উপসর্গ গুরুতর হওয়ার পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর স্বাস্থ্যের অবস্থা আপাতত কীরকম সে সম্পর্কে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও দেওয়া হয়নি।
'টাইগার ৩' ছবির শ্যুটিং স্থগিত
এই নিয়ে তৃতীয়বার। দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ এবং ফের বাধাপ্রাপ্ত সিনেমা জগৎ। বাধা পড়েছে বলিউডের একাধিক ছবির কাজেও। গত কয়েক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরে, বেশ কয়েকটি সিনেমা তাদের মুক্তি স্থগিত করেছে। সলমন খানের (Salman Khan) আগামী বহু প্রতীক্ষিত অ্যাকশন ছবি 'টাইগার ৩'-এর (Tiger 3) শ্যুটিংও একই কারণে বন্ধ হয়ে গেছে। ১২ জানুয়ারি থেকে দিল্লিতে (New Delhi) একটি বিস্তৃত অংশের শ্যুটিং করার কথা ছিল ছবির টিমের। তবে অবশ্যই বর্তমান পরিস্থিতিতে তা একেবারেই সম্ভব হচ্ছে না।
সূত্রের খবর, 'এই সময়টা বড় আউটডোর শ্যুটিং প্ল্যান করার জন্য সঠিক নয়। ওমিক্রন আতঙ্ক সত্যিই জাঁকিয়ে বসেছে এবং এই সময় ছবির নির্মাতারা সচেতন হওয়ার পথ বেছে নিয়েছেন, এটাই এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ। ১২ জানুয়ারি থেকে টানা যে কঠিন ১৫ দিনের শ্যুটিং শিডিউল করা ছিল সেটা আপাতত স্থগিত রাখা হয়েছে ভারতে করোনা সংক্রমণের বৃদ্ধির কথা মাথায় রেখে এবং অবশ্যই দিল্লির অবস্থা ভেবেও। এই শিডিউলটা পরে প্ল্যান করে করা হবে।' 'টাইগার ৩' ছবিটি সলমন খানের জনপ্রিয় স্পাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। এই ছবিতে আরও একবার জুটি বাঁধতে দেখা যাবে সলমন ও ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)।