কলকাতা: হৃত্বিক রোশনের জন্মদিন উপলক্ষে মুক্তি পেল তাঁর আগামী ছবি 'বিক্রম বেদা'র ফার্স্ট লুক। 'বজরঙ্গী ভাইজান' ছবির সিক্যোয়েল নিয়ে কথা বললেন পরিচালক কবীর খান। করোনা পরিস্থিতিতে ফের স্থগিত হল বলিউড ছবি। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? এক ঝলকে চোখ বুলিয়ে নিন বিনোদনের জগতের সেরা খবরগুলিতে।
বিক্রম বেদা ছবির ফার্স্ট লুক প্রকাশ-
আজ বলিউডের 'গ্রিক গড' হৃতিক রোশনের (Hrithik Roshan) জন্মদিন। সিনেপ্রেমীদের হার্টথ্রবের জন্মদিন, চারিদিক থেকে শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে স্বাভাবিকভাবেই। তবে এই বিশেষ দিনে অনুরাগীদেরও উপহার দিয়েছেন অভিনেতা। তাঁর আগামী ছবির নির্মাতারা আগেই ঘোষণা করেছিলেন যে হৃতিকের জন্মদিনেই মুক্তি পাবে 'বিক্রম বেদা' (Vikram Vedha) ছবিতে তাঁর প্রথম লুক (First Look)। যেমন কথা, তেমন কাজ। ছবিতে 'বেদা' চরিত্রে কেমন লাগবে অভিনেতাকে তা দেখা গেল।
বজরঙ্গী ভাইজান ছবির সিক্যোয়েল-
গত মাসেই সলমন খান (Salman Khan) ঘোষণা করেন 'বজরঙ্গি ভাইজান'-এর (Bajrangi Bhaijaan) সিক্যোয়েল আসছে। তিনি এও জানান যে এই ছবির চিত্রনাট্য লিখছেন এস এস রাজামৌলির (SS Rajamouli) বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ (KV Vijayendra Prasad) এবং এই ছবির নাম হতে চলেছে 'পবন পুত্র ভাইজান' (Pawan Putra Bhaijaan)। প্রথম ছবির পরিচালক কবীর খানও (Kabir Khan) নিজেই জানিয়েছেন এই ছবির দ্বিতীয় ভাগ তৈরি হচ্ছে। একটি নিউজ পোর্টালের সঙ্গে কথা বলার সময়, পরিচালক বলেন যে সলমন খান সিক্যুয়ালটিকে 'পবন পুত্র ভাইজান' হিসাবে ডাকছেন এবং উত্তেজিত হওয়ায় তিনি সিনেমাটির কথা ঘোষণা করে দিয়েছেন।
১০০ কোটির ক্লাবে এইট্টি থ্রি-
১০০ কোটির গণ্ডি ছুঁল '৮৩' (83 The Movie)। অবশেষে হাসি ফুটল রণবীর সিংহ (Ranveer Singh) অভিনীত ও কবীর খান (Kabir Khan) পরিচালিত এই ছবি নির্মাতাদের মুখে। ফিল্ম অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) এদিন পোস্ট করে সুখবর দেন। তরণ ট্যুইট করে লেখেন, '৮৩ ছবি ১০০ কোটি ছুঁল... আদর্শভাবে, ছবিটি দ্বিতীয় সপ্তাহান্তের মধ্যেই সেঞ্চুরি করা উচিত ছিল (বড়দিন + নববর্ষ), কিন্তু মেট্রো শহরের বাইরে ছবিটি সেভাবে সাফল্য লাভ করতে পারেনি। তৃতীয় সপ্তাহে শুক্রবার ৮০ লক্ষ, শনিবার ১.২৯ কোটি ও রবিবার ১.৪৭ কোটি টাকার ব্যবসা। মোট: ১০০.৫৬ কোটি।'
হিন্দিতে পুষ্পা দ্য রাইজ-
'পুষ্পা'র দর্শকদের জন্য সুখবর। এবার ওটিটি প্ল্যাটফর্মে 'পুষ্পা - দ্য রাইজ - পার্ট ওয়ান' (Pushpa: The Rise – Part 1) ছবিটি দেখতে পাবেন হিন্দিতে। অ্যামাজন প্রাইম ভিডিওতে হিন্দিতে স্ট্রিমিং হবে জনপ্রিয় এই ছবির। এদিন অ্যামাজন প্রাইম ভিডিওর (Amazon Prime Video) পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে যে, আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত এই ছবি হিন্দিতে স্ট্রিমিং হবে আগামী ১৪ জানুয়ারি থেকে। ইতিমধ্যেই এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে তেলুগু ভাষায় দেখানো শুরু হয়ে গিয়েছে। এবার হিন্দিতে দেখা যাবে ছবিটি।
দ্য কাশ্মীর ফাইলস ছবির মুক্তি স্থগিত-
এদিন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির নির্মাতারা ছবির মুক্তি স্থগিতের ঘোষণা করে লিখেছে, 'সারা দেশে ব্যাপক হারে করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে এবং বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে সিনেমাহল হয় সম্পূর্ণ নাহলে অর্ধেক বন্ধ রয়েছে। এই কারণেই আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে ছবির মুক্তি স্থগিত রাখা হচ্ছে। এই মুহূর্তে আমরা এই অতিমারি পরিস্থিতির সঙ্গে সবাই মিলে একসঙ্গে লড়াই করব। মাস্ক পরুন। সুরক্ষিত থাকুন।'
ড. আম্বেদকর পুরস্কার পেল হর্ষালি মলহোত্র-
'বজরঙ্গী ভাইজান' খ্যাত হর্ষালি মলহোত্রর কাছে এটা সত্যিই বড় দিন। সদ্যই সে ড. আম্বেদকর পুরস্কার পেয়েছে মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী ভগত সিংহ কোশিয়ারির কাছ থেকে। 'বজরঙ্গী ভাইজান' তাকে প্রথম ছবি থেকেই সাফল্য এনে দিয়েছে। সলমন খানের সঙ্গে 'মুন্নি'র মিষ্টি সম্পর্ক আজও দর্শকের হৃদয়ে জায়গা করে রেখেছে। যতবার ছবিটি দর্শক দেখেন, ততবারই দুটো একেবারে ভিন্ন বয়সের মানুষের মধ্যের সম্পর্ক মন ছুঁয়ে যায়। এদিন পুরস্কার পাওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি শেয়ার করে হর্ষালি লেখে, 'এই পুরস্কার আমি উৎসর্গ করছি সলমন খান, কবীর খান এবং পুরো 'বজরঙ্গী ভাইজান' টিমকে। আমার উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ শ্রী ভগত সিংহ কোশিয়ারি মহাশয়কে।' আরও একটি ছবি শেয়ার করে 'মুন্নি' লেখে, 'মহারাষ্ট্রের রাজ্যপাল শ্রী ভগত সিংহ কোশিয়ারির কাছ থেকে ভারতরত্ন ড. আম্বেদকর পুরস্কার পেয়ে আমি ধন্য।'