দেহরাদুন: ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত, তীর্থ সিংহ রাওয়াত, এবং পুষ্কর সিংহ ধামি, চার মাসে তিন মুখ্যমন্ত্র্রী পেয়ে গত বছর খবরে রাজনীতির শিরোনামে উঠে এসেছিল উত্তরাখণ্ড (Uttarakhand Assembly Elections 2022)। বিধানসভা নির্বাচনের আগে সেখানে বিজেপি-র ভিত নড়বড়ে হয়ে গিয়েছে বলে জল্পনা শুরু হয়েছিল। গত কয়েক মাসে অনিশ্চয়তার সেই আবহ কাটিয়ে উঠেছে বিজেপি।


কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনে জমি ধরে রাখতে সক্ষম হবে কি তারা? নাকি হারানো জমির দখল ফিরে পাবে কংগ্রেস? আবার মহিলা মন জয় করে তাদের টেক্কা দিয়ে যাবে না তো আম আদমি পার্টি (AAm Admi Party/AAP)? উত্তরাখণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে্ এমন হাজার প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে কৌতূহলী মানুষের মনে। কিন্তু এবিপি নিউজ সিভোটার ওপিনিয়ন পোল (Uttarakhand ABP-CVoter Survey) বলছে, বিজেপি (BJP) এবং কংগ্রেসের (Congress) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে উত্তরাখণ্ডে।


আগামী ১৪ ফেব্রুয়ারি একবারেই রাজ্যের ৭০টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে।  এবিপি নিউজ সিভোটার ওপিনিয়ন পোল অনুযায়ী, তাতে ৩১ থেকে ৩৭ আসন পেতে পারে বিজেপি। কংগ্রেসের ঝুলিতে আসতে পারে ৩১ থেকে ৩৬টি আসন। বিস্তর হাঁকডাক করলেও বড়জোড় ২ থেকে ৪টি আসন পেতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আপ।


আরও পড়ুন: ABP C-Voter Survey: পাঞ্জাবে আম আদমির প্রথম পছন্দ AAP, 'কিংমেকার' হয়ে উঠতে পারে SAD; বলছে এবিপি নিউজ-সিভোটারের সমীক্ষা


বিশেষজ্ঞদের মতে, যে দলই একক ভাবে ৩৫টির বেশি আসন পাবে বা ম্যাজিক সংখ্যা ৩৬ ছুঁয়ে ফেলতে পারবে, তারাই সরকার গড়ার দাবিদার হিসেবে উঠে আসবে। এ ক্ষেত্রে বিজেপি এবং কংগ্রেস মোটামুটি সমানে সমানে রয়েছে। কিন্তু সবচেয়ে সুবিধাজনক জায়গায় রয়েছে আপ। কারণ বিজেপি এবং কংগ্রেস কেউই যদি ম্যাজিং সংখ্যা ছুঁতে না পারে, সে ক্ষেত্রে সরকার গড়ার ক্ষেত্রে আপ-এর হাত ধরতে এগোতে হবে তাদের। সে ক্ষেত্রে কিংমেকার হিসেবে উঠে আসবে আপ। নয়া সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকাও থাকবে তাদের।


তবে বিজেপি-র চিন্তার বিষয় হল যে, অভ্যন্তরীণ কলহ, বিদ্রোহে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তার মধ্যে ঘন ঘন মুখ্যমন্ত্রী বদল দলের সাংগঠনিক দুর্বলতাকেই তুলে ধরেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই আসন্ন নির্বাচনে বিজেপি-র প্রতি মানুষের সমর্থন ২০১৭-র ৪৬.৫ শতাংশ থেকে কমে ৩৮.৬ শতাংশে নেমে আসতে পারে বলে মনে করা হচ্ছে। কংগ্রেসের ভোট বেড়ে ৩৭.২ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে, ২০১৭-য় যা ছিল ৩৩.৫ শতাংশ।


এ বারে উত্তরাখণ্ডে পুষ্করকে মুখ করেই ভোটের ময়দানে নামছে বিজেপি। কংগ্রেস ভরসা করছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে সেখানে দলের মুখ্য নির্বাচন কুশলী হরিশ রাওয়াতকেই। অরবিন্দ কেজরিওয়াল যদিও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেননি, তবে ক্ষমতায় এলে ভূমিপুত্রকে মসনদে বসানো কথা বলতে শোনা গিয়েছে তাঁকে।