কলকাতা: গুরুতর অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। করোনা আক্রান্ত হওয়ার কারণে ও বিভিন্ন অন্যান্য শারীরিক সমস্যা থাকায় স্থানান্তরিত করা হয় অ্যাপোলো হাসপাতালে। দক্ষিণ ভারতীয় ও বাঙালি মতে বিয়ে সারলেন অভিনেত্রী মৌনী রায়। ওয়েব প্লাটফর্মে পা রাখতে চলেছেন মাধুরী দিক্ষীত।
করোনা আক্রান্ত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়
করোনা আক্রান্ত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। এসএসকেএম হাসপাতাল থেকে তাঁকে সরানো হচ্ছে অ্যাপোলো হাসপাতালে। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে গীতশ্রীকে দেখতে যান মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, ‘‘উডবার্ন ওয়ার্ডে চিকিৎসকদের বিশেষজ্ঞ দল চিকিৎসা করছেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। রয়েছে হৃদযন্ত্রের সমস্যাও। করোনা চিকিৎসার জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাপোলোতে।’’
সাত পাকে বাঁধা সূর্য-মৌনী
গোয়ার সমুদ্রতটে প্রেমিকের সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মৌনী রায় (Mouni Roy)। দ্বিতীয়? মৌনীর লেখা অন্তত তাই বলছে। মালাবদল থেকে সিঁদুরদান, বিভিন্ন অনুষ্ঠান, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাগ করে নিলেন বঙ্গকন্যা। আজ সোশ্যাল মিডিয়ায় বিয়ের বেশ কিছু অনুষ্ঠানের ছবি ভাগ করে নিয়েছেন মৌনী। সাদা শাড়ি লাল পাড় আর ভারি গয়নায় সেজেছিলেন মৌনী। যেখানে বলিউডে ডিজাইনার সব্যসাচীর পোশাক পরার চল রয়েছে, সেখানে সবার উল্টো পথে হেঁটে মৌনী সাবেক শাড়ি বেছে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে মৌনী লেখেন, 'অবশেষে আমি তাকে পেলাম। হাতে হাত, পরিবার আর বন্ধুরা সবাই আমাদের আশীর্বাদ করলেন। আমরা আবার বিবাহিত হলাম। তোমাদের সবার ভালোবাসা চাই। সূর্য ও মৌনী।'
ভেন্টিলেশন সাপোর্ট মুক্ত লতা মঙ্গেশকর
শারীরিক পরিস্থিতির উন্নতি লতা মঙ্গেশকরের ((Lata Mangeshkar) খোলা হল ভেন্টিলেশন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান গায়িকা। তাঁর শ্বাস-প্রশ্বাসের পদ্ধতিকে স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে তাঁকে “trial of extubation (off the invasive Ventilator)” দেওয়া হয়। তাতে সাড়া দিয়েছেন সঙ্গীতশিল্পী। গত ১১ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। পরিস্থিতি বুঝে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। আপাতত স্বাস্থ্যের পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে তাঁঁর। তবে এখনও আইসিইউতেই থাকতে হবে বর্ষীয়ান গায়িকাকে।
ওটিটিতে মাধুরীর 'দ্য ফেম গেম'
বড় পর্দায় দীর্ঘদিন ধরে অভিনয় করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ হতে চলেছে অভিনেত্রী মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit)। স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে খুব শীঘ্রই আসতে চলেছে তাঁর ওয়েব সিরিজ। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্টার শেয়ার করেছেন মাধুরী দীক্ষিত। পোস্টারটি তাঁর আসন্ন ওয়েব সিরিজ 'দ্য ফেম গেম'-এর (The Fame Game)। পোস্টার শেয়ার করে মাধুরী দীক্ষিত লিখেছেন, 'ওর দুনিয়া অদ্ভূত ধরনের। ওর কাহিনীও অজানা। কিন্তু এবার ও দুনিয়ার কাছে নিজের গল্প নিয়ে আসছে। 'দ্য ফেম গেম' সিরিজটি প্রিমিয়র হবে আগামী ২৫ ফেব্রুয়ারি, শুধুমাত্র নেটফ্লিক্সে।'
অনিন্দিতা, সুদীপের সাত পাক
প্রজাতন্ত্র দিবসের দিন ভালোবাসার বন্ধন। আইনি বন্ধনে বাঁধা পড়লেন টেলি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Raychaudhury) এবং অভিনেতা সুদীপ সরকার (Sudip Sarkar)। গতকাল রাত্রে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি আপলোড করে কিছু নতুন শুরুর ইঙ্গিত দিয়েছিলেন অভিনেতা অভিনেত্রী দুজনেই। বুধবার বেলা গড়াতেই বর বেশে সাজলেন সুদীপ। সিঁদুরে রাঙা হল অনিন্দিতার সিঁথি। চার মাসের প্রেম আইনি বন্ধনে বাঁধা পড়ল বুধবার দুপুরে। কলকাতার এক হোটেল ভাড়া করে বিয়ে করলেন টেলি পাড়ার যুগল। ৫৫ জন অতিথির উপস্থিতিতে আংটি বদল, সিঁদুরদান, মালাবদল হল অনিন্দিতা-সুদীপের।