কলকাতা: বেশ কিছুদিন ধরেই ছক ভাঙছেন অভিনেত্রী কাজল (Kajol)। চিরাচরিত পথ ছেড়ে বেছেছেন শক্তিশালী ও বোল্ড মহিলা চরিত্র। এমন নারী চরিত্র তিনি বেছেছেন যাঁদের সঙ্গে সাধারণ মানুষ একাত্ম অনুভব করতে পারেন। এবার তিনি হাত মেলালেন অভিবেত্রী রেবতীর (Revathy) সঙ্গে। ঘোষণা করলেন তাঁদের ছবি 'সেলাম ভেঙ্কি' (Salaam Venky)। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। করোনার প্রকোপ কাটিয়ে উঠেছেন আগেই। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীলই। অ্যাপোলো হাসপাতাল সূত্রে শিল্পীর স্বাস্থ্য নিয়ে এমনই তথ্য সামনে এল। শিল্পী এখন স্বাভাবিক খাওয়া-দাওয়া করছেন বলেও জানা গিয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন তিনি।  বিনোদন জগতে আজ নজর কাড়ল কোন কোন খবর? এক ঝলকে দেখে নিন বিনোদন দুনিয়ার আজকের সেরা খবর।


 


স্থিতিশীল সন্ধ্যা মুখোপাধ্যায়


করোনার প্রকোপ কাটিয়ে উঠেছেন আগেই। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukhopadhyay) শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীলই। অ্যাপোলো হাসপাতাল সূত্রে শিল্পীর স্বাস্থ্য নিয়ে এমনই তথ্য সামনে এল। শিল্পী এখন স্বাভাবিক খাওয়া-দাওয়া করছেন বলেও জানা গিয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, শিল্পীর ফুসফুস এবং হৃদযন্ত্র আগের থেকে ভাল ভাবে কাজ করছে। শুক্রবার তাঁর কোমরের হাড়ের অস্ত্রোপচার (Surgery) করা হয়। সেই অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছেন গীতশ্রী। খাওয়া-দাওয়াও স্বাভাবিক হয়ে গিয়েছে। 


 


প্রয়াত রবি ট্যান্ডন


প্রয়াত বলিউডের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক রবি ট্যান্ডন (Ravi Tandon)। ছিয়াশি বছর বয়সে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার প্রয়াণে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আবেগপ্রবণ পোস্ট করলেন রবিনা ট্যান্ডন (Raveena Tandon)। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রবিনা ট্যান্ডন বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। কোথাও ছোটবেলার ছবি আবার কোনওটা বাবার সঙ্গে কোনও অনুষ্ঠানের। ছবি পোস্ট করে রবিনা ট্যান্ডন লিখেছেন, 'তুমি আমার সঙ্গে চিরকাল হাঁটবে। আমি তোমার সঙ্গে চিরকাল থাকব। আমি তোমায় ছেড়ে কখনও যাব না। বাবা তোমায় ভালোবাসি।'


 


রেবতীর পরিচালনায় বড়পর্দায় কাজল


বেশ কিছুদিন ধরেই ছক ভাঙছেন অভিনেত্রী কাজল (Kajol)। চিরাচরিত পথ ছেড়ে বেছেছেন শক্তিশালী ও বোল্ড মহিলা চরিত্র। এমন নারী চরিত্র তিনি বেছেছেন যাঁদের সঙ্গে সাধারণ মানুষ একাত্ম অনুভব করতে পারেন। এবার তিনি হাত মেলালেন অভিবেত্রী রেবতীর (Revathy) সঙ্গে। ঘোষণা করলেন তাঁদের ছবি 'সেলাম ভেঙ্কি' (Salaam Venky)। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। এদিন ফিল্ম অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) ছবির কথা সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন। তিনি লেখেন, 'কাজল-রেবতী এক হলেন নতুন ছবির জন্য। শুরু হল শ্যুটিং।'  ছবির পরিচালনা করছেন রেবতী। শ্যুটিং শুরু করে ছবি পোস্ট করেন। এটচা তাঁদের প্রথম কাজ একসঙ্গে।


 


মুক্তি পেল 'শামশেরা'র টিজার


 'শামশেরা' (Shamshera) ছবিতে রণবীর কপূরের (Ranbir Kapoor) ফার্স্ট লুক প্রকাশ হয়েছিল আগেই। বলিউড হার্টথ্রব রণবীর কপূরের জন্মদিনে এই ছবির ফার্স্ট লুক প্রকাশ করে যশ রাজ ফিল্মস। অবশেষে এই ছবির টিজার এবং মুক্তির দিন ঘোষণা করল প্রযোজনা সংস্থা। এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে ছবির মুক্তির দিন প্রকাশ করে পোস্ট করেছেন। ছবির পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, 'রণবীর কপূরের 'শামশেরা' মুক্তি পাবে আগামী ২২ জুলাই। যশ রাজ ফিল্মস তাদের আগামী ছবির মুক্তির দিন ঘোষণা করল। অভিনয়ে- রণবীর কপূর, বাণী কপূর, সঞ্জয় দত্ত। পরিচালক কর্ণ মলহোত্র। হিন্দি ভাষার পাশাপাশি তামিল, তেলুগু ভাষাতেই মুক্তি পাবে।'


 


বড় পর্দায় 'শক্তিমান'


সদ্যই ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) এবং সোনি পিকচার্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে, খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে 'শক্তিমান' (Shaktimaan)। ডিডি ন্যাশনাল চ্যানেলে ১৯৯৭ সাল থেকে ২০০০ সালের মাঝামাঝি সময় পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক 'শক্তিমান'। দুষ্টের দমন করতে যিনি আবির্ভূত হতেন দেশি সুপারম্যান রূপে। বলিউড অভিনেতা মুকেশ খন্না (Mukesh Khanna) এই ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করায়, সেই সময় ঘরে ঘরে তাঁর নাম আলোচিত হত। জানা যাচ্ছে, বড় পর্দায় 'শক্তিমান' আসার ক্ষেত্রে প্রযোজকের ভূমিকায় থাকতে পারে মুকেশ খন্নার প্রযোজনা সংস্থা ভীষ্ম ইন্টারন্যাশনাল। পাশাপাশি এমনও ঘোষণা করা হয়েছে সম্প্রতি যে, বড় পর্দায় যে 'শক্তিমান' আসছে, তাতে নাম ভূমিকায় দেখা যেতে পারে দেশের বড় কোনও সুপারস্টারকে। ফলে সব মিলিয়ে জনপ্রিয় এই চরিত্রকে বড় পর্দায় দেখার জন্য উদগ্রীব অনুরাগী থেকে দর্শকেরা। 


 


মুক্তি পেল 'জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন'-এর ট্রেলার


মুক্তি পেল 'জুরাসিক ওয়ার্ল্ড' সিরিজের নতুন ছবি 'জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন' (Jurassic World Dominion)-এর ট্রেলার। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে হলিউডের নতুন এই ছবির ট্রেলার। ইতিমধ্যেই মধ্যে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে প্রায় ৩ মিনিটের এই ট্রেলার। তবে শুধু তাই নয়, এই ছবি ফেরাচ্ছে 'জুরাসিক পার্ক'-এর শ্যাম নেল (Sam Neill), জেফ গোল্ডব্লুম (Jeff Goldblum), ও লরা ডেন (Laura Dern)। জুরাসিক পার্ক। নামটা শুনলেই একটা অদ্ভুত অনুভূতি হয় সিনে প্রেমীদের। গায়ে কাঁটা দেওয়া অনুভূতি। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে জুরাসিক পার্ক সিরিজের নতুন ছবি 'জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন'-এর ট্রেলার। এই ছবিতে ডঃ অ্যালেন গ্রান্ট -এর চরিত্রে দেখা যাবে শ্যাম নেলকে (Sam Neill)। এলি স্যাটলর এর ভূমিকায় থাকবেন লরা ডেন (Laura Dern)।