কলকাতা: বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? এক নজরে দেখে নেওয়া যাক বিনোদনের সেরা খবরগুলি-
টাইগার শ্রফের 'হিরোপন্থী টু'-এর মুক্তির দিন ঘোষণা-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'হিরোপন্থী টু' ছবির পোস্টার শেয়ার করে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ লেখেন, 'টাইগার শ্রফের 'হিরোপন্থী টু' নিশ্চিত মুক্তি পাবে চলতি বছর ইদে। সাজিদ নাদিয়াদওয়ালা নিয়ে আসছেন তাঁর নতুন ছবি 'হিরোপন্থী টু'। অভিনয়ে টাইগার শ্রফ, তারা সুতারিয়া (Tara Sutaria)। পরিচালক আহমেদ খানের এই ছবি মুক্তি পাবে আগামী ২৯ এপ্রিল।' 'হিরোপন্থী টু' -এর মুক্তির দিন ঘোষণা করে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের পক্ষ থেকেও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। টুইটারে তারা নতুন পোস্টার শেয়ার করে লেখে, 'এবছর ইদে অ্যাকশন আর হিরোপন্থীর পাওয়ার প্যাকেজ আসতে চলেছে।'
শুভশ্রীর 'জিম পার্টনার'-
সবুজ মাঠে শুয়ে আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। তাঁর গায়ের কাছে একরত্তি ইউভান (Yuvaan)। মা শুভশ্রীর মুখে হাসি। পরের ছবিতেই তিনি যোগব্যায়াম করার ভঙ্গিতে ইউভানকে তুলে ধরেছেন ওপরে। শূন্যে ইউভানকে দুহাত দিয়ে তুলে ধরেছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি এই ছবি শেয়ার করে শুভশ্রী লিখলেন, 'আমার জিম করার সঙ্গী ইউভান।'
আরও পড়ুন - IIFA 2022: '২২তম আইফা অ্যাওয়ার্ড' অনুষ্ঠানের নতুন দিন ঘোষণা
আসছে 'গৌরী এল'-
ফের নাচের মঞ্চের প্রতিযোগী অভিনয়ে! নতুন ধারাবাহিক 'গৌরী এল' (Gouri Alo)-র হাত ধরে অভিনয় জগতে পা রাখতে চলেছেন মোহনা (Mohona)। স্বর্ণেন্দু সমাদ্দারের (Swarnendu Samaddhar) পরিচালনায় আসছে নতুন ধারাবাহিক। মোহনার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বিশ্বরূপ চট্টোপাধ্যায়কে (Biswarup Chatterjee)। তাঁরা ছাড়াও এই ধারাবাহিকে থাকছেন ছোটপর্দা ও বড়পর্দার এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। ইতিমধ্যে জি বাংলার সোশ্যাল মিডিয়ার পাতায় জ্বলজ্বল করছে 'গৌরী এল'-র প্রোমো।
মিউজিক ভিডিওতে জুটি বাঁধছেন ঋদ্ধি-সুরঙ্গনা-
অনুপম রায়ের (Anupam Roy) সুরে এই প্রথমবার মিউজিক ভিডিওতে জুটি বাঁধছেন ঋদ্ধি সেন (Riddhi Sen) ও সুরঙ্গনা বন্দ্য়োপাধ্যায় (Surangana Banerjee)। শনিবার শহরের একটি হোটেলে অনুষ্ঠানিক ঘোষণা করা হয় মিউজিক সংস্থা ‘সারেগামা’ ও অনুপম রায়ের প্রথম মিউজিক ভিডিও 'পুতুল আমি'-র। ঋদ্ধি আর সুরঙ্গনা ছাড়া মিউজিক ভিডিওতে দেখা যাবে গায়ককে।
কেন লতা মঙ্গেশকরের শেষকৃত্যে ছিলেন না ধর্মেন্দ্র?
এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্র জানান যে, লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বর্ষীয়ান গায়িকার প্রয়াণে তিনি মারাত্মকভাবে ভেঙে পড়েন। তিনি জানান, লতা মঙ্গেশকরের শেষকৃত্যে যাওয়ার জন্য তিনি তিনবার তৈরি হয়েছিলেন। কিন্তু কোনওভাবেই সেখানে যাওয়ার জন্য মনোবল জুগিয়ে উঠতে পারেননি। তাই অনেকবার চেষ্টা করেও সেখানে তিনি উপস্থিত থাকতে পারেননি।
পৃথ্বীরাজ প্রসঙ্গে মানুষী চিল্লার-
সম্প্রতি এক সাক্ষাৎকারে মানুষী চিল্লার (Manushi Chillar) বলেন, 'অবশেষে আমরা জানতে পেরেছি যে কবে সিনেমা হলে 'পৃথ্বীরাজ' মুক্তি পাবে। খুবই উত্তেজিত আমরা সকলে। আমি খুবই ভাগ্যবান যে কেরিয়ারের প্রথম ছবিতেই এমন সুযোগ পেয়েছি। আশা করছি আমি এই সুযোগের প্রতি যথার্থ সুবিচার করতে পেরেছি। বাকিটা তো দর্শক জানাবেন।'তিনি আরও বলেন, 'রাজকুমারী সংযুক্তার চরিত্রে অভিনয় করার জন্য আমি খুবই পরিশ্রম করেছি। এমন চরিত্রে অভিনয় করার জন্য আমার উপর অনেক বড় দায়িত্ব ছিল। এটা ভেবেই রোমাঞ্চ অনুভব করছি যে, এই ছবিতে আমার লুক দেখে দর্শক উত্তেজনা প্রকাশ করেছেন। আশা করছি আমার অভিনয়ও দর্শকের ভালো লাগবে। আর সেটাই হবে আমার সবথেকে বড় পরীক্ষা।'
'২২তম আইফা অ্যাওয়ার্ড' অনুষ্ঠানের নতুন দিন ঘোষণা-
জানা যাচ্ছে, ১৯ মার্চের পরিবর্তে ২২তম আইফা অ্যাওয়ার্ডস (ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (International Indian Film Academy Awards)) অনুষ্ঠান হবে আগামী ২০ মে এবং ২১ মে তারিখে। এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।