কলকাতা: আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস। বিনোদন জগতেও নানা বিশেষ অনুষ্ঠান হতে চলেছে। আর নারী দিবসের মতো বিশেষ দিনে বিশেষ উদ্যোগ নিল নেটফ্লিক্স। অন্যদিকে জন আব্রাহামের ছবি অ্যাটাকের ট্রেলার মুক্তি পেল। আবার এক সাক্ষাতকারে বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ জানালেন তিনি অনোম্যাটোম্যানিয়ায় রোগে আক্রান্ত। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ায় সম্প্রচার বন্ধ করল নেটফ্লিক্স। বলিউড থেকে টলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল চোখ বুলিয়ে নিন।
'মহাভোজ'-এ সামিল রণবীর কপূর-
বলিউডের কপূর পরিবার মানেই পারিবারিক মিলন এবং দুর্দান্ত সব খাবারের আয়োজন। সিনে দুনিয়ার খানিক খবর যারা রাখেন তারা এতে পরিচিত। ঐতিহ্য বজায় রেখে, অভিনেতা রণবীর কপূর (Ranbir Kapoor) বেশ সুন্দর একটা রবিবার কাটালেন, সঙ্গে ছিলেন মা নীতু কপূর (Neetu Kapoor), দিদি ঋদ্ধিমা কপূর সাহনি (Riddhima Kapoor Sahni), জামাইবাবু ভরত সাহনি (Bharat Sahni) এবং অবশ্যই সুস্বাদু খাবার। ঋদ্ধিমা কপূর এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন এই 'হ্যাপি ফ্যামিলি পিকচার'। ছবিতে তাঁদের চার জনকেই দেখা যাচ্ছে মুখে চওড়া হাসি নিয়ে।
স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অল্লু অর্জুনের-
দক্ষিণের জনপ্রিয় অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun) 'পুষ্পা: দ্য রাইজ' (‘Pushpa: The Rise’) ছবির পর গোটা ভারতের মনে জায়গা করে নিয়েছেন। গতকাল অর্থাৎ রবিবার অভিনেতা ও তাঁর স্ত্রী অল্লু স্নেহা রেড্ডি ( Allu Sneha Reddy) একাদশ বিবাহবার্ষিকী (11th Wedding Anniversary) পালন করলেন। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি কেকের ছবি পোস্ট করে আদরের স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান। বিশেষ দিনে লোভনীয় একটি কেকের ওপরে দেখা যায় লেখা রয়েছে, 'শুভ বিবাহবার্ষিকী কিউটি'। বোঝাই যাচ্ছে সুখ-দুঃখের সঙ্গিনীকে বিশেষ দিনে এই কেকটি অভিনেতাই দিয়েছেন।
শাহরুখ খানের ভাইরাল ভিডিও-
সম্প্রতি মুম্বই বিমানবন্দের বেশ ভোরবেলার দিকে পৌঁছন অভিনেতা। সানগ্লাস, মাস্ক পরে, চুলে পনিটেল করে গাড়ি থেকে নামতে দেখা যায় তাঁকে। সূত্রের খবর, অভিনেতা পাড়ি দেন স্পেনের (Spain) উদ্দেশে। সেখানে বাকি রয়েছে 'পাঠান' (Pathaan) ছবির শ্যুটিং। বিমানবন্দরে পৌঁছে গাড়ি থেকে নেমে গেট দিয়ে ঢোকার আগে কী ভেবে যেন নিজের গাড়ির চালককে জড়িয়ে ধরলেন। কোথাও যাওয়ার আগে নিজের মানুষদের সঙ্গে দেখা করে যাওয়ার মতো। হয়তো বা তাঁকে কানে কানে বললেন, 'সাবধানে থেকো'!
রাশিয়ায় পরিষেবা স্থগিত করল নেটফ্লিক্স-
রাশিয়ায় (Russia) নিজেদের পরিষেবা আপাতত বন্ধ করল (Suspends Service) ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix)। ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ ও আগ্রাসনের (Ukraine Invasion) কারণে সে দেশে পরিষেবা স্থগিত করে দিল নেটফ্লিক্স। ওটিটি সংস্থার তরফে জানানো হয়েছে এমনটাই। রবিবার নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেন, 'যে পরিস্থিতি চলছে সেই পরিপ্রেক্ষিতে, আমরা রাশিয়ায় আমাদের পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।'
অনোম্যাটোম্যানিয়া রোগে আক্রান্ত নাসিরুদ্দিন শাহ-
নাসিরুদ্দিন শাহ বলতে থাকেন, 'অনোম্যাটোম্যানিয়া এমন একটি অসুখ, যে অসুখে আক্রান্ত রোগীরা বারংবার একই শব্দ, একই লাইন, একই বাক্য বলতে থাকেন। কোনও কারণ ছাড়াই। আপনার শুনতে এটা ভালো লাগুক আর নাই লাগুক এটাই ঘটে সেই ব্যক্তির সঙ্গে। আমার ক্ষেত্রেও এটাই হয়। এমনকি যখন আমি ঘুমিয়ে পড়ে, তখনও এই সমস্যা দেখা দেয়। মনে করুন কোনও গল্পের কোনও একটা লাইন বা অংশ আমার ভালো লেগেছে। আমি ঘুমের মধ্যেও বারবার সেই লাইন বলতে থাকি। একই শব্দ বারবার উচ্চারণ করতে থাকি।' অভিনেতা তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়ে আরও জানান যে, তিনি কিছুতেই নিজে থেকে এক কথা বারবার বলা থামাতে পারেন না। ক্লান্ত হয়ে গেলেও নিজের ইচ্ছা মতো থামতে পারেন না। অভিনেতার এমন শারীরিক অবস্থার কথা জানার পর থেকে উদ্বিগ্ন অনুরাগীরা।
পুষ্পা জ্বরে আক্রান্ত কোহলি-
তাঁর শততম টেস্টে বড় জয় পেয়েছে ভারত। বিরাট কোহলির (Virat Kohli) সেলিব্রেশনেও যেন সেই আমেজ। পুষ্পা জ্বরে আক্রান্ত কিংগ কোহলিও। মাঠেই অল্লু অর্জুনের (Allu Arjun) বিখ্যাত ভঙ্গি করলেন। জিতে নিলেন মন। মোহালি টেস্ট কোহলির কেরিয়ারে অন্য়তম মাইলস্টোন ছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের হাত ধরে শততম টেস্ট খেলে ফেললেন কোহলি। আর সেই ম্যাচেই শ্রীভল্লির স্টাইলে বুঝিয়ে দিলেন ‘পুষ্পারাজ ঝুকেগা নহী’।
প্রকাশ্যে 'অ্যাটাক' ছবির ট্রেলার-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবি 'অ্যাটাক'-এর ট্রেলার পোস্ট করলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। এই ছবিতে তাঁকে একজন সুপার হিউম্যান সোলজারের ভূমিকায় দেখা যাবে। যাঁকে দেখা যাবে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী হামলার হাত থেকে মানুষকে রক্ষা করতে। মাত্র দু মিনিটের ট্রেলারে নাগাড়ে শত্রু নিধনের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতাকে। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে জন আব্রাহাম, জ্যাকলিন ফার্নান্ডেজ, রকুলপ্রীত সিংহকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিউডের বেশ কয়েকজন তাবড় অভিনেতাকে। প্রকাশ রাজ, রত্না পাঠক শাহ রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে।
আন্তর্জাতিক নারী দিবসে নেটফ্লক্সের বিশেষ উদ্যোগ-
আন্তর্জাতিক নারী দিবসে নেটফ্লিক্সে এই বিশেষ অনুষ্ঠানে থাকছেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত থেকে, শেফালি শাহ, রবিনা ট্যান্ডন, ম্রুণাল ঠাকুর, তাপসী পান্নু এবং তাঁদের সঙ্গে থাকছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ক্যামেরার সামনে তাঁরা তাঁদের অভিনীত চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলেন। তাঁদের এই জার্নির গল্প দর্শকের সামনে তুলে ধরার জন্য বিশেষ উদ্যোগ নেটফ্লিক্সের। কীভাবে বলিউড ইন্ডাস্ট্রি বদলেছে, এক সাক্ষাতকারে বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'অভিনেত্রীরাও এখন শক্তিশালী চরিত্র পাচ্ছেন অভিনয় করার জন্য। ওটিটি প্ল্যাটফর্মকে অনেক ধন্যবাদ জানাব। কারণ, নারীকেন্দ্রিক চরিত্র নিয়ে এখানে অনেক পরিচালক প্রযোজকরা ছবি কিংবা সিরিজ তৈরি করছেন। যেখানে মুখ্য প্রাধান্য পাচ্ছেন নারীরা। আর এই বদলটা খুব দরকার ছিল।'