ABP Cvoter Uttar Pradesh Exit Poll Result 2022: উত্তরপ্রদেশে হাইভোল্টেজ প্রচার। রাজনৈতিক মহলের চুলচেরা বিশ্লেষণ। দেশের বৃহত্তম রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল নিয়ে তুঙ্গে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের আগ্রহ। উত্তরপ্রদেশ নির্বাচনের ফলাফল দেশের রাজনীতিতেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। তাই এই রাজ্যের ফলাফল নিয়ে স্বাভাবিকভাবেই রয়েছে বাড়তি আগ্রহে। গত পাঁচ বছরে রাজ্যে যোগী আদিত্যনাথ সরকার ক্ষমতাসীন। তারা কি বিধানসভা ভোটে ফের বাজিমাৎ করতে পারবে? নাকি ক্ষমতা দখল করবে অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি জোট? কতটা প্রভাব বিস্তার করতে পারবেন বিএসপি নেত্রী মায়াবতী? এই সমস্ত প্রশ্নের মধ্য দিয়েই আজ রাজ্যে সপ্তম তথা চূড়ান্ত দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট বাক্স খুলবে আগামী ১০ মার্চ। ওই দিন ভোটগণনায় জানা যাবে চূড়ান্ত ফলাফল। তার আগে বুথ ফেরত সমীক্ষায় দেশের সবচেয়ে বড় রাজ্যে বিধানসভার ফল কেমন হতে পারে, তার একটা ইঙ্গিত মিলেছে। 


কার দখলে লখনউয়ের তখত? সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে এবারও দেশের সবচেয়ে বড় বিধানসভায় ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি।


সমীক্ষক সংস্থা সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত, উত্তরপ্রদেশের ৪০৩টি আসনের মধ্যে ২২৮ থেকে ২৪৪টি আসনে জিতে ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি ও তার সহযোগীরা।


অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও জয়ন্ত চৌধুরীর RLD জোট জিততে পারে ১৩২ থেকে ১৪৮টি আসনে।১৩ থেকে ২১টি আসনে জিততে পারে মায়াবতীর বহুজন সমাজ পার্টি।


প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪ থেকে ৮টি আসন।


২ থেকে ৬টি আসন যেতে পারে অন্যদের ঝুলিতে।


সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ও তার সহযোগীরা পেতে পারে ৪১ শতাংশ ভোট।৩৪ শতাংশ ভোট যেতে পারে সমাজবাদী পার্টি- RLD জোটের পক্ষে।মায়াবতীর বিএসপি পেতে পারে ১৭ শতাংশ ভোট।৫ শতাংশ ভোট যেতে পারে কংগ্রেসের ঝুলিতে।এবং অন্যরা প্রায় ৩ শতাংশ ভোট পেতে পারে উত্তরপ্রদেশে।


এই Exit poll-এর ক্ষেত্রেসমীক্ষকরা কথা বলেছেন উত্তরপ্রদেশের ১ লক্ষ ৪ হাজার ৫৫৬ জন ভোটারের সঙ্গে।স্টেট লেভেল-এ মার্জিন অফ এরর - প্লাস মাইনাস ৩ শতাংশ।