কলকাতা: 'টিকটিকি'-র হাত ধরে প্রথমবার পর্দা ভাগ করে নিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্য আর কৌশিক গঙ্গোপাধ্য়ায়। আর তাঁদের এই নতুন ছবির পরিচালনার দায়ভার সামলেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্য়ায়। আজ মুক্তি পেল নতুন সেই ওয়েব সিরিজের ট্রেলার। বলিউড অভিনেতা অনুপম খেরের ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) নিয়ে প্রত্যাশা ছিল যথেষ্ট। মুক্তি পেতেই সেই প্রত্যাশা বাস্তব রূপ নিতে শুরু করল বক্স অফিসে। সারাদিনে বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? জেনে নিন।
মুক্তি পেল 'টিকটিকি'-র ট্রেলার
পুরুলিয়ায় মাত্র ৯ দিনে শ্যুটিং শেষ। 'টিকটিকি'-র হাত ধরে প্রথমবার পর্দা ভাগ করে নিয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্য আর কৌশিক গঙ্গোপাধ্য়ায়। আর তাঁদের এই নতুন ছবির পরিচালনার দায়ভার সামলেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্য়ায়। আজ মুক্তি পেল নতুন সেই ওয়েব সিরিজের ট্রেলার। ৬ এপিসোডের টান টান এই থ্রিলার মুক্তি পাবে আগামী ১৮ মার্চ।
পার্নোর 'বনবিবি'-তে গান গাইছেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী
রাজদীপ ঘোষের নতুন ছবি 'বনবিবি'-র জন্য গান গাইলেন বাংলাদেশের শিল্পী ও অভিনেত্রী সিথি সাহা। সদ্যই গানের রেকর্ডিং শেষ করলেন তিনি। নতুন এই ছবিতে কাজ করে খুশি সঙ্গীতশিল্পী। হয় মধু সংগ্রহ আর না হয় মাছ। সুন্দরবনের জীবিকা মধ্যে এই দুইই প্রধান। কিন্তু এই দুই জীবিকার মানুষদেরই পদে পদে জড়িয়ে রয়েছে বিপদ। এই অঞ্চলের মানুষের কাছে পুজিত হন নারীশক্তি। বনবিবি। বিশ্বাস, এই দেবীকে পুজো করে তুষ্ট রাখতে পারলে তিনি জেলে ও মৌয়ালদের সুরক্ষিত রাখেন। হিন্দু ও মুসলিম, দুই ধর্মের মানুষের কাছেই পুজিত হন বনবিবি। সেই প্রচলিত লোককথাকেই সিনেমার পর্দায় তুলে আনছেন পরিচালক রাজদীপ ঘোষ।
'রানওয়ে ৩৪' ছবির মোশন পোস্টার মুক্তি পেল
আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে 'রানওয়ে ৩৪' (Runway 34)। অজয় দেবগন (Ajay Devgn), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), রকুলপ্রীত সিংহ (Rakul Preet Singh) অভিনীত এই ছবির আজ মোশন পোস্টার মুক্তি পেল। এই ছবিতে একজন পাইলটের চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে। অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ছবিটি দেখার জন্য। মোশন পোস্টার মুক্তি পাওয়ার পরই কমেন্টে এমনই কথা বলেছেন নেট নাগরিকরা। আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেতা অজয় দেবগন তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'রানওয়ে ৩৪'-এর দুটি মোশন পোস্টার পোস্ট করেছেন। একটি তাঁর। অন্যটি অমিতাভ বচ্চনের। দুটি মোশন পোস্টারেই কিছু ছবি আর তার ব্যাকগ্রাউন্ডে নানা কথা শোনা যাচ্ছে। 'রানওয়ে ৩৪' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগন, অমিতাভ বচ্চন এবং রকুলপ্রীত সিংহকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বোমান ইরানিকে।
আদিত্যর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা মাখা পোস্ট ইয়ামির
সদ্য বিবাহিত দম্পতির ছবি ঝলমল করছে সোশ্যাল মিডিয়ায়। লাল বেনারসি, সিঁথি ভরা সিঁদুর.. ছবিতে যেন উপচে পড়ছে ইয়ামি গৌতমের সৌন্দ্যর্য্য (Yami Gautam)। তবে এই ছবি নতুন নয়। ২০২১ সালের ৪ জুন সাতপাকে বাঁধা পড়েছিলেন ইয়ামি। আর আজ পুরনো ছবি পোস্ট করে, স্বামী আদিত্য ধরকে (Aditya Dhar) সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি ভাগ করে নেন ইয়ামি। এর দুটিতে তিনি নিজে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন পরিচালকের সঙ্গে। তৃতীয় ছবিতে আদিত্য একা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে ইয়ামি লিখেছেন, 'শুভ জন্মদিন আমার ভালোবাসা। চিরকার আমার থেকো।'
বাংলাদেশে পাড়ি যশ-নুসরতের
ছুটির দিন সকালেই সোশ্যাল মিডিয়ায় ফ্যাশন গোল দিচ্ছেন যশ-নুসরত। তাঁদের প্রোফাইলে চোখ রাখলেই দেখা যায় প্রোফাইলে আপলোড করা নতুন ছবি। শ্যাওলা রঙের প্রিন্টেড জাম্পশ্যুটে এয়ারপোর্ট লুকে বাজিমাত নুসরত জাহানের। অন্যদিকে গাঢ় শ্যাওলা ও কালো রঙের পোশাকে তাক লাগানের যশ দাশগুপ্তও। আজ বাংলাদেশ পাড়ি দিয়েছেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। দুজনে সদ্য নতুন ছবি 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবির শ্যুটিং করেছেন যশ নুসরত। এরপর আজই বাংলাদেশের উদ্দেশে পাড়ি দিয়েছেন তাঁরা। তবে তাঁদের পরিকল্পনায় কোনও শ্যুটিং নেই বলেই সূত্রের খবর। কেবল নাকি ঘুরতে যাওয়ার জন্যই বাংলাদেশে পাড়ি দিয়েছেন এই জুটি।