কলকাতা: বলিউড থেকে টলিউড। ছোট পর্দা থেকে বড় পর্দা। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নিন সেরা খবরগুলি (Top Entertainment News Today)।
একশো কোটির দোরগোড়ায় 'ভুলভুলাইয়া টু'-
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে 'ভুলভুলাইয়া টু' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকে জানা যাচ্ছে, 'সগর্বে এগিয়ে চলেছে 'ভুলভুলাইয়া টু'। নতুন প্রতিদ্বন্দ্বীদের দ্বারা কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হয়েই একশো কোটির ক্লাবের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। দ্বিতীয় সপ্তাহের শুক্রবার পর্যন্ত এই ছবির ব্যবসা হয়েছে ৯৮.৫৭ কোটি টাকা।' প্রসঙ্গত, 'ভুলভুলাইয়া টু' ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে কার্তিক আরিয়ান (Kartik Aaryan), কিয়ারা আডবাণী (Kiara Advani) এবং তব্বুকে (Tabbu)। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র প্রমুখ অভিনেতারা। প্রথম ছবি 'ভুলভুলাইয়া'র সাফল্যের পর সিক্যুয়েলকে ঘিরে প্রত্যাশা ছিল দর্শকদের। আরসেই প্রত্যাশাই ব্যাপক প্রভাব ফেলেছে বক্স অফিস কালেকশনে।
'পরিকল্পনা করে মাদক কাণ্ডে আরিয়ান খানকে ফাঁসানো হয়েছে'?
গতকাল যখন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে মাদক মামলায় আরিয়ান খানকে ক্লিনচিট দেওয়া হয়, তখন উঠে আসে একাধিক প্রশ্ন। কেন অকারণে শাহরুখ পুত্রকে গ্রেফতার করা হল, কেনই বা তাঁকে দীর্ঘদিন জেলে ভরে রাখা হল প্রভৃতি নানা প্রশ্ন উঠে এসেছে। আজ এই সমস্ত প্রশ্ন প্রসঙ্গে সরব হল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দল। এনসিবির স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটের পক্ষ থেকে জানান হয়েছে যে, ক্রুজ কর্ডেলিয়া থেকে মাদক মামলায় আরিয়ান খান-সহ যাঁদের গ্রেফতার করা হয়েছিল, তাতে রয়েছে বহু আইনি ফাঁক। তদন্তেও নানা গাফিলতির কথা জানিয়েছেন তদন্তকারী অফিসাররা। বর্তমানে তাঁরা প্রশ্ন তুলেছেন যে, মাদক কাণ্ডে পরিকল্পনা করে আরিয়ান খানকে ফাঁসানো হয়নি তো?
'সোনা রোদের গান' ধারাবাহিকের আপডেট-
সম্প্রতি 'সোনা রোদের গান' ধারাবাহিকের যে অংশ সম্প্রচারিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, অনুভবকে কাছে পাওয়ার জন্য চক্রান্ত চালাচ্ছে দিয়া। নানা শর্ত আরোপ করে অনুভবের থেকে আনন্দীকে সরিয়ে দিতে চাইছে সে। পাশাপাশি আত্মহত্যা করারও হুমকি দিচ্ছে। অন্যদিকে, দিয়া এবং অনুভবের সম্পর্কের মাঝে থাকতে না চেয়ে অনুভবকে আংটি ফিরিয়ে দিয়েছে আনন্দী। দিয়ার চক্রান্তের জেরে কি অনুভব-আনন্দীর সম্পর্ক ভেঙে যাবে? নতুন কোনও বিপত্তি কি দেখা দেবে তাদের সম্পর্কে? ফের কি একে অপরের হাত ধরে এগোতে পারবে তারা?
আরও পড়ুন - Ranveer Singh: আসছে 'সার্কাস', তার আগে একসঙ্গে রোহিত শেট্টি-রণবীর সিংহ
সিদ্ধার্থ শুক্লর প্রসঙ্গে রশ্মি দেশাই-
সম্প্রতি এক সাক্ষাৎকারে হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ রশ্মি দেশাই জানালেন, যে সময় সিদ্ধার্থ শুক্লর মৃত্যু হয়, তখন তিনি নিজের ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তাই কোনও প্রকার কুরুচিপূর্ণ মন্তব্য কিংবা ট্রোল তাঁকে আর স্পর্শ করতে পারে না। রশ্মি দেশাই বলেন, 'আমার ব্যক্তিগত জীবনে অনেক কিছু ঘটছিল সেই সময়। আমি যখন সিদ্ধার্থের সঙ্গে ধারাবাহিকে অভিনয় করতাম, তখন ও আমার জীবন সম্পর্কে অনেকটাই জানত। খুব কাছ থেকে আমার জীবনের নানা কিছু দেখেছে ও। আমরা ঝগড়া করতাম অন্য জায়গা থেকে। আমি সবসময় ওকে বলতাম যে ওর ওই বড় চেহারাটার মধ্যে একটা ১০ বছরের বাচ্চা রয়েছে। নিজের শর্তে বাঁচত সিদ্ধার্থ।'
'ধাকড়' বক্স অফিস কালেকশন-
'ধাকড়'-এর ব্যবসা চূড়ান্ত হতাশ করেছে নির্মাতাদের। জানা গিয়েছে, মুক্তি পাওয়ার পর আটদিন পেরিয়ে গেলেও কঙ্গনা রানাউতের ছবি ব্যবসা করেছে মাত্র ৪ হাজার ৪২০ টাকার। সারাদেশে এই ছবির টিকিট বিক্রি হয়েছে মাত্র ২০টি। না। একেবারেই ভুল পড়ছেন না। এই তথ্যই দিচ্ছেন ট্রেড অ্যানালিস্টরা। কঙ্গনার ছবির এমন ব্যর্থতা একেবারেই আশা করেননি নির্মাতারা জানা গিয়েছে, 'ধাকড়' ছবি তৈরির বাজেট ছিল ৮০ থেকে ৯০ কোটি টাকার। সেখানে ব্যবসা এখনও পর্যন্ত মাত্র ৪৪২০ টাকার। সর্বকালের সবথেকে বড় ব্যর্থ ছবি এখনও পর্যন্ত 'ধাকড়'। এমনই জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত।
কলকাতায় কার্তিক আরিয়ান-
'ভুলভুলাইয়া টু' ছবির প্রচারে বলিউড তারকা কার্তিক আরিয়ান কলকাতায় আসবেন, তা আগেই জানা গিয়েছিল। এবার নেট দুনিয়ায় তাঁর ছবি ভাইরাল হল। ছবির প্রচারের পাশাপাশি 'ভুলভুলাইয়া টু' ছবির গান 'আমি যে তোমার'-এর লঞ্চের জন্য মূলত কলকাতায় আসেন অভিনেতা। সম্প্রতি নেট দুনিয়ায় তাঁর যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজে হলুদ ট্যাক্সির মাথায় চড়েছেন তিনি। আর তাঁকে ঘিরে রয়েছেন অনুরাগী থেকে ছবি শিকারীরা। কার্তিক আরিয়ান নিজেও এই ছবি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, 'ওহ কলকাতা, আমি যে তোমার। আইকনিক হলুদ ট্যাক্সি এবং আইকনিক হাওড়া ব্রিজ।' নীল জিনস, সাদা টি শার্ট তার উপর জ্যাকেটে অভিনেতার স্টাইল স্টেটমেন্ট নজর কাড়ছিল।