কলকাতা: বলিউড থেকে টলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।


প্রথম দিনে দুর্দান্ত ব্যবসা করলেও, হিন্দি বলয়ে মাথা তুলতে পারছে না 'লাইগার'-


হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির হিসেব অনুযায়ী, 'লাইগার' মুক্তির প্রথম দিনে মোট ৩৩.১২ কোটি টাকার ব্যবসা করেছে। কিন্তু সেই নিরিখে দ্বিতীয় দিনে (Liger Box Office Collection Day 2) টিকিটের বিক্রি পড়ল প্রায় ৫০ শতাংশ। 'লাইগার'-এর ব্যবসার বেশিরভাগ আয় হচ্ছে দক্ষিণ ভারত থেকে। ক্রমবর্ধমান খারাপ রিভিউ ছবির ব্যবসা আরও খারাপ করছে বলে অনুমান। মনে করা হচ্ছে দ্বিতীয় দিনে মোট ১৬ কোটি টাকার ব্যবসা করবে এই ছবি। 


 নবম ছবির শ্যুটিং শেষ করলেন অজয়-তাব্বু, আসছে 'ভোলা'-


শ্যুটিং শেষ হল অজয় দেবগণ (Ajay Devgn) ও তাব্বুর (Tabu) আগামী ছবি 'ভোলা'র (Bholaa Wrap Up)। এটি তাঁদের একসঙ্গে নবম ছবি। শুক্রবার 'ভুল ভুলাইয়া ২' অভিনেত্রী অজয় দেবগণের সঙ্গে সেট থেকে একটি ছবি পোস্ট করে ব়্যাপের কথা ঘোষণা করেন। শুক্রবার ইনস্টাগ্রামে তাব্বু একটি ছবি পোস্ট করেন। সেখানেই শ্যুটিং শেষের কথা ঘোষণা করেন। ছবি পোস্ট করে তিনি লেখেন, 'দেখো!! আমরা একসঙ্গে আমাদের নবম ছবি শেষ করলাম!'


 'লক্ষ্মী ছেলে' অত্যন্ত প্রাসঙ্গিক, সকলের দেখা প্রয়োজন এই ছবি : চিরঞ্জিত-


মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) পরিচালিত 'লক্ষ্মী ছেলে' (Lokkhi Chhele)। উজান গঙ্গোপাধ্যায়ের (Ujaan Ganguly) অভিনয়ে এই ছবি বেশ সাড়া ফেলেছে ইতিমধ্যেই। 'উইন্ডোজ'-এর (Windows) প্রযোজনায় এই ছবি দেখে এসে কী প্রতিক্রিয়া অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর (Chiranjeet Chakraborty)? 'কী আর বলব। বুকটা ভারী হয়ে গেছে।' 'লক্ষ্মী ছেলে খুবই প্রাসঙ্গিক, ,তাতে কোনও সন্দেহই নেই। অসম্ভব ভাল লেগেছে আমার। আমি আপ্লুত। বেশ কিছুক্ষণ ধরে আমি একটু থম মেরে ছিলাম। মাথার মধ্যে অনেকক্ষণ ছবিটা, তার সাবজেক্ট, তার চরিত্রগুলো ঘুরছিল।' প্রথম প্রতিক্রিয়া চিরঞ্জিতের।


আরও পড়ুন - Alia Bhatt: আলিয়া ভট্টের এই পোশাকটির দাম আন্দাজ করতে পারছেন?


দেখতে দেখতে প্রেক্ষাগৃহে ১০০ দিন পার 'বেলাশুরু'র-


দেখতে দেখতে প্রেক্ষাগৃহে ১০০ দিন (100 Days) পার করে ফেলল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত ছবি 'বেলাশুরু' (Belashuru)। বাংলা ছবির নিরিখে বছরের সবচেয়ে বেশি 'ওপেনিং ডে' ব্যবসা করে এই ছবি এখন শতদিবস পূর্ণ করল। হল সেলিব্রেশন। ২০ মে মুক্তি পায় সৌমিত্র চট্টোপাধ্য়ায়, স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত 'বেলাশুরু'। সেই থেকে রমরমিয়ে চলছে এই ছবি। দুই কিংবদন্তি তারকার একসঙ্গে অভিনীত শেষ ছবি এটি। 'বেলাশুরু' আদতে এক বয়স্ক দম্পতি বিশ্বনাথ মজুমদার এবং তাঁর স্ত্রী আরতি মজুমদারের গল্প বলে। এটি একটি বাঙালি যৌথ পরিবারের মধ্যে সম্পর্ক এবং বন্ধনের পরিবর্তনকে ঘিরে আবর্তিত হয়। 


কর্ণ জোহর-আদিত্য চোপড়াদের সম্পর্কে এ কী বললেন অনুপম খের!


অনুপম খের বলছেন, 'আজকের দিনে দাঁড়িয়ে আমি আর মেনস্ট্রিম ছবির অঙ্গ নই। আমি কর্ণ জোহরের কোনও ছবিতে অভিনয় করছি না। আমি আদিত্য চোপড়ার কোনও ছবিতে অভিনয় করছি না। আমি সাজিদ নাদিয়াদওয়ালার কোনও ছবিতে অভিনয় করছি না। কারণ, ওদের কাছ থেকে আমার কাছে ছবির প্রস্তাব আসছে না। একসময় ওদের কাছে আমি 'ডার্লিং' ছিলাম। আমি সকলের সঙ্গেই কাজ করেছি। তবে, ওরা যে ওদের ছবিতে আমাকে নিচ্ছে না, তার জন্য আমি কাউকে দোষারোপও করছি না। আমি এখন নতুন রাস্তা খুঁজে পেয়েছি। যেখানে তামিল ছবি, তেলুগু ছবির প্রস্তাব আসছে আমার কাছে। আমি সূরজ বরজাতিয়ার 'উঁচাই'তেও অভিনয় করছি।'


আসছে 'যমালয়ে জীবন্ত ভানু'-


ভানু বন্দ্যোপাধ্যায়ের (Bhanu Bandyopadhyay) ১০১ তম জন্মবার্ষিকীতে পর্দায় ফিরছেন অভিনেতা নিজেই! অবাক হলেন? এমনই কাণ্ড ঘটাতে চলেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল (Sayantan Ghoshal) ও অভিনেতা শাশ্বত চট্টোপাধ্য়ায় (Saswata Chatterjee)। তাঁদের হাত ধরে তৈরি হচ্ছে 'যমালয়ে জীবন্ত ভানু' (Jomaloye Jibonto Bhanu) যেখানে ভানু বন্দ্যোপাধ্যায় স্বয়ং একজন চরিত্র। হয়ে গেল ছবির পোস্টার লঞ্চ। কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঘোষণা করা হল নতুন ছবি 'যমালয়ে জীবন্ত ভানু'। যার মুখ্য ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়। ছবির প্রথম লুক পোস্টার লঞ্চে উপস্থিত ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে গৌতম বন্দ্যোপাধ্যায় ও মেয়ে বাসবী বন্দ্যোপাধ্যায় ঘটক।


সোনম কপূরের সদ্যোজাত সন্তানের ডাকনাম রাখলেন বোন রিয়া-


সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বেশ কিছু ভিডিও এবং ছবি পোস্ট করেছেন অনিল কপূরের ছোট মেয়ে রিয়া কপূর। সেখানে দেখা যাচ্ছে, সোনম কপূর এবং তাঁর সদ্যোজাত সন্তানকে বাড়িতে নিয়ে আসার কী বিশেষ তোড়জোড় চলছে। নীল এবং হলুদ রঙের বেলুনে সেজে উঠেছে গোটা কপূর ম্যানসন। একটা বড় ব্যানারও নজরে পড়ে। যাতে লেখা রয়েছে 'ওয়েলকাম হোম বেবি কপূর আহুজা'। সেই ভিডিও পোস্ট করে রিয়া কপূর লিখেছেন, 'বাড়িতে স্বাগত আমাদের সিম্বা'।


মহিলা প্রতিযোগীর মন্তব্যে হতবার বিগ বি! এ কী কাণ্ড!


প্রতিযোগী অনু ভার্গিসের সঙ্গে সঞ্চালক অমিতাভ বচ্চনের কথপোকথনের যে প্রোমো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে, তা বেশ মজাদার। 'কেবিসি ১৪'-এ এসে হট সিটে বসে প্রশ্নের সঠিক উত্তর দিতে দিতে তিনি পৌঁছে যান ৫০ লক্ষ টাকার প্রশ্নে। সেই প্রশ্নেরও সঠিক উত্তর দেওয়ার পর বিগ বি তাঁকে প্রশ্ন করেন যে, তিনি যে টাকা প্রাইজ হিসেবে জিতবেন, তা থেকে স্বামীকে কী দিতে চান? ওই মহিলা প্রতিযোগী সটান উত্তর দেন যে তিনি তাঁর স্বামীকে কিছুই দিতে চান না। এরপরই ওই প্রতিযোগী ৭৫ লক্ষ টাকার প্রশ্নেরও সঠিক উত্তর দেন। মহিলা প্রতিযোগীর উত্তরে চোখ কপালে ওঠে অমিতাভ বচ্চন থেকে শোয়ে উপস্থিত দর্শকদের।