মুম্বই:সিদ্ধার্থ ও কিয়ারার বিয়েতে (Kiara Advani Sidharth Malhotra Wedding) ফোন নিয়ে যাওয়া নিষেধ। তোলা যাবে না ছবিও। প্রেক্ষাগৃহে ১০ দিন পার। এখনও চলছে 'পাঠান'রাজ (Pathaan)। শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত এই ছবি এগিয়ে চলেছে ৪০০ কোটির দিকে। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে 'নো এন্ট্রি' ফোন!
সিদ্ধার্থ ও কিয়ারার বিয়েতে (Kiara Advani Sidharth Malhotra Wedding) ফোন নিয়ে যাওয়া নিষেধ। তোলা যাবে না ছবিও। তবে ইতিমধ্যেই সব জল্পনায় জল ঢেলে, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের অন্যতম জুটি সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণী।সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের কম্যান্টও আরও নিশ্চিত করছে তাঁদের শুভ পরিণয়কে।
'পাঠান'রাজ প্রেক্ষাগৃহে, কত টাকার ব্যবসা হল?
২৫ জানুয়ারি মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে 'পাঠান'। ৪ বছর পর বড়পর্দায় কিং খানের প্রত্যাবর্তন। তাঁর অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে ভিড় করেছেন প্রেক্ষাগৃহে। ১০ দিনে দুর্দান্ত ব্যবসা করে ফেলেছে এই ছবি।'পাঠান' ব্লকবাস্টার হিট হয়েছে। ভারতের বাজারে এই ছবি ইতিমধ্যেই ৪০০ কোটি টাকার গণ্ডি ছুঁতে চলেছে। তবে শুধু ভারতেই নয়, এই ছবি বিশ্বজুড়ে দুরন্ত ব্যবসা করে চলেছে। দ্বিতীয় সপ্তাহের শুক্রবারেও বেশ ভালই ব্যবসা করেছে এই ছবি। বিশ্ব বাজারে ৭২৫ কোটির ব্যবসা পেরিয়ে গেছে এই ছবি দ্বিতীয় শুক্রবারেই। মাত্র ১০ দিনে সর্বোচ্চ ব্যবসা করা ভারতীয় ছবির তালিকায় অষ্টম নম্বরে আছে 'পাঠান'।
প্রয়াত প্রবীণ সঙ্গীতশিল্পী বাণী জয়রাম
সঙ্গীত দুনিয়ায় নক্ষত্র পতন। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ সঙ্গীতশিল্পী বাণী জয়রাম (Vani Jairam Passes Away)। আজ, ৪ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৭৭। গায়িকা একাধিক ভারতীয় ভাষায় প্রায় ১০ হাজারেরও বেশি গানে কণ্ঠ (playback singer) দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, প্রথমে মনে করা হচ্ছিল, জয়রাম পড়ে গিয়ে টেবিলে লেগে মাথায় চোট পান। কপালে হালকা ক্ষতচিহ্ন দেখতে পাওয়া গেছে। সরকারি রয়াপেট্টা হাসপাতালে দেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্য। পুলিশ এটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করছেন এবং তদন্ত শুরু হয়েছে।
'ফাটাফাটি' মুক্তি পাচ্ছে গ্রীষ্মকালে
'ফাটাফাটি' খবর নিয়ে হাজির ছবির নির্মাতারা। ঘোষণা করা হল ছবির মুক্তির তারিখ। বড়পর্দায় ফের একবার 'উইন্ডোজ প্রোডাকশন'-এর (Windows Production) সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। এবারের গরমের ছুটি কাটবে ফাটাফাটি। কারণ 'ফাটাফাটি' মুক্তি পাচ্ছে গ্রীষ্মকালে (Summer Release)। ১২ মে মুক্তি পাচ্ছে ঋতাভরী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি।