Nirmala Sitharaman: বাজেটের পরই আরও বড় সিদ্ধান্তের দিকে যেতে চলেছে দেশ। ১৮ ফেব্রুয়ারি বসতে চলেছে GST কাউন্সিলের বৈঠক। টুইটারে এই তথ্য জানিয়েছে ভারতের জিএসটি কাউন্সিল (GST Council)। চলতি মাসেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে GSTকাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে। ২০২৩-২৪ সালের কেন্দ্রীয় বাজেটের পরই হবে এটি প্রথম বৈঠক। 


GST Council: এসব বিষয় নিয়ে হবে আলোচনা
সাউথ ব্লক সূত্রে জানা গিয়েছে, কাউন্সিল গ্রুপ অব মিনিস্টারের এই বৈঠকে পান মসলা, গুটখা কোম্পানির ওপর আরও কর আরোপের বিষয়ে নিয়ে আলোচনা করা হতে পারে। অনলাইন গেমিং, ক্যাসিনোতে জিএসটি আরোপ করার জন্য মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বে মন্ত্রীদের আরেকটি গ্রুপের রিপোর্টও বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। ১৭ ডিসেম্বর, ২০২২ অনুষ্ঠিত GST কাউন্সিলের শেষ বৈঠকের আলোচ্যসূচিতে এই সম্পর্কিত ৩টি প্রতিবেদন অন্তর্ভুক্ত করা হয়েছিল।


Nirmala Sitharaman: কাউন্সিল টুইটারে জানিয়েছে এই খবর
GST কাউন্সিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে এই তথ্য দিয়েছে। কাউন্সিল লিখেছে, “GST কাউন্সিলের ৪৯তম সভা নয়াদিল্লিতে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বাধীন জিএসটি কাউন্সিলে রাজ্যের অর্থমন্ত্রীরাও থাকবেন। অতীতে ৪৮ তম জিএসটি কাউন্সিল সভা ১৭ ডিসেম্বর ২০২২-তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল।


GST Council: জানুয়ারিতে ১.৫৫ লক্ষ কোটি টাকা সংগ্রহ হয়েছে
দেশে জিএসটি সংগ্রহ নিয়ে সম্প্রতি বিবৃতি দিয়েছে অর্থ মন্ত্রক। যেখানে জানানো হয়েছে, জানুয়ারি মাসে জিএসটি সংগ্রহ বেড়েছে ১.৫৫ লক্ষ কোটি টাকারও বেশি। দেশের জিএসটি সংগ্রহের অতীত বলছে, এটি এখনও পর্যন্ত দেশের দ্বিতীয় বৃহত্তম সংগ্রহ।


অর্থ মন্ত্রক জানিয়েছে, “৩১শে জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত মোট GST রাজস্ব ১,৫৫,৯২২ কোটি টাকা দাঁড়িয়েছে। এর মধ্যে CGST হল ২৮,৯৬৩ কোটি টাকা, SGST ৩৬,৭৩০ কোটি টাকা, IGST দাঁড়িয়েছে ৭৯,৫৯৯ কোটি টাকা (পণ্য আমদানিতে সংগৃহীত ৩৭,১১৮ কোটি টাকা সহ) ও সেস হল ১০,৬৩০ কোটি টাকা (পণ্য আমদানিতে সংগৃহীত ৭৬৮ কোটি টাকা সহ)।


সম্প্রতি সিগারেটে সুখটান আরও মহার্ঘ হয়েছে।  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, নয়া অর্থবর্ষে সিগারেটের (Duty on Cigarettes) উপর ১৬ শতাংশ শুল্ক চাপতে চলেছে। সিগারেটের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞরা। এতে যুব সমাজকে তামাক আসক্তি থেকে বার করে আনা যাবে বলে মত তাঁদের (India Budget 2023)। 


Ex-Showroom Price: গাড়ির এক্স শোরুম প্রাইসের সঙ্গে অন রোড মূল্যের পার্থক্য কী, কত বেশি পড়ে দাম ?