কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ালো অভিনেতা বনি সেনগুপ্তর (Bony Sengupta)। প্রয়াত অভিনেতা পরিচালক সতীশ কৌশিক। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
দুর্নীতিতে নাম জড়াল বনির
নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) জল গড়াল অনেকদূর। কুন্তল ঘোষ (Kuntal Ghosh) গ্রেফতার হতেই একের পর এক নাম উঠে আসে পরপর। আর এবার সেই তালিকায় নয়া সংযোজন অভিনেতা বনি সেনগুপ্ত (Bony Sengupta)। ইডি-র দাবি অনুযায়ী কুন্তল ঘোষের সঙ্গে বনি সেনগুপ্তর আর্থিক লেনদেনের একটা তথ্য পাওয়া গিয়েছে। আর এবার বনিকে নিয়ে বিস্ফোরক টুইট করলেন দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।
'বিজেপি না ছাড়লে শুভেন্দুর মতই এজেন্সি থেকে দূরে থাকতেন বনি'
দেবাংশু টুইটে বলেছেন, 'বনি সেনগুপ্ত যদি বিজেপি না ছাড়তেন, উনিও শুভেন্দু অধিকারীর মত এজেন্সি থেকে ১০ হাত দূরে থাকতে পারতেন।' প্রসঙ্গত, এই প্রথমবার নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ছায়া এড়াতে গেরুয়া শিবিরে গিয়েছেন শিশির পুত্র, এমন অভিযোগও উঠেছিল দলত্যাগের পর তৃণমূলের তরফে। এমনকি সেই খোঁচার তালিকা থেকে বাদ যাননি শোভন চট্টোপাধ্যায়ও। আর এবারও সেই ইডি-র সেই জিজ্ঞাসাবাদ ঘিরেই টুইটে ইয়োর্কার ছুড়লেন দেবাংশু ভট্টাচার্য।
বাঘাযতীন ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন দেব
অরুণ রায়ের (Arun Roy)-এর পরিচালনায় বাঘাযতীন ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন দেব। সূত্রের খবর, অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে বাম চোখে আঘাত পেয়েছিলেন দেব। তবে সেই অবস্থাতেই সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছিলেন অভিনেতা। তবে চোখের আঘাত বেশ গুরুতরই। জঙ্গলে শ্যুটিং করতে গিয়ে গাছের কাঁটা ঢুকে যায় দেবের চোখে। সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে বের করা হয় সেই কাঁটা। তবে আপাতত স্থগিত শ্যুটিং। কলকাতায় ফিরে এসেছেন তিনি। ছবি তিনি শেয়ার করেছেন, সেই দৃশ্যটি করতে গিয়েই আঘাত পান দেব।
প্রয়াত অভিনেতা পরিচালক সতীশ কৌশিক
প্রয়াত অভিনেতা পরিচালক সতীশ কৌশিক (Satish Kaushik)। উল্লেখ্য, রঙের উৎসবটা শৈশবের বন্ধুদের সঙ্গে কাটাতে চেয়েছিলেন তিনি। সেজন্য জাভেদ আখতারের হোলি উৎসবে যোগদান করেছিলেন তিনি। হোলি পার্টির পর থেকেই তিনি অস্বস্তি বোধ করছিলেন। তখনও বোধহয়, মুম্বইবাসী জানতো না, প্রিয় পরিচালক তথা অভিনেতা, বরাবরের মতোই, মুখে একগাল হাসি নিয়েই চিরঘুমের দেশে পাড়ি দিতে চলেছেন। শেষ অবধি পাওয়া খবরে, ইতিমধ্যেই প্রয়াত অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিককে শেষ দেখাটুকু দেখতে উপস্থিত হয়েছেন রণবীর কাপুর-সহ মুম্বইয়ের অন্য়ান্য তারকারা।
রেকর্ড গড়ে চলেছে 'পাঠান'
খনও একের পর এক রেকর্ড গড়ে চলেছে 'পাঠান' (Pathaan)। বাহুবলী (Baahubali)-কে ডিঙিয়ে এখন আয়ের বিচারে হিন্দি ছবির তালিকায় ১ নম্বর শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত এই ছবি। ছবি মুক্তির ৬ সপ্তাহ, সাফল্যের ৬ সপ্তাহ পরে অনুরাগীদের উদ্দেশে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে বার্তা পাঠালেন পর্দার 'পাঠান'।