কলকাতা: মহানায়কের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে বাংলা চলচ্চিত্র জগতে বিশেষ অবদানের জন্য 'মহানায়ক' সম্মানে সম্মানিত করা হল টলিউডের পাঁচ জনপ্রিয় মুখকে। তারকাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী নিজেই। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ফ্র্যাঞ্চাইজির (Student Of The Year Franchise) অনুরাগীদের জন্য সুখবর। শোনা যাচ্ছে খুব শীঘ্রই এই সিরিজের তৃতীয় ভাগ নিয়ে হাজির হতে চলেছেন কর্ণ জোহর (Karan Johar)। পাশাপাশি কর্ণ জোহরের (Karan Johar) আসন্ন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani)। প্রকাশ্যে এল ছবির নতুন গান 'ঢিন্ডোরা বাজে রে'। ক্রিস্টোফার নোলান (Christopher Nolan) পরিচালিত 'ওপেনহাইমার' (Oppenheimer) এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। ইতিমধ্যেই ছবির টিজার, ট্রেলার মুক্তি পেয়ে গেছে। মুক্তি পেয়েছে তিন তিনটে গানও। সেই তালিকায় যুক্ত হল চতুর্থ গান। 'তুম কেয়া মিলে', 'হোয়াট ঝুমকা', 'ওয়ে কমলেয়া'র পর মুক্তি পেল 'ঢিন্ডোরা বাজে রে'। দেশের বিভিন্ন স্থানে ঘুরে সমস্ত গান লঞ্চ করেন ছবির মুখ্য দুই তারকা রণবীর ও আলিয়া। 'ঢিন্ডোরা বাজে রে' লঞ্চ করতে সোমবার বলিউড জুটি হাজির হয়েছিলেন কলকাতায়।
ক্রিস্টোফার নোলান (Christopher Nolan) পরিচালিত 'ওপেনহাইমার' (Oppenheimer) এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। সদ্য মুক্তি পাওয়া এই হলিউডের ছবির বক্সঅফিসে ব্যবসা তুঙ্গে। তবে সাফল্যের সঙ্গে সঙ্গে, বিতর্কেও জড়িয়েছে এই ছবি। ক্রিস্টোফার নোলান পরিচালিত এই ছবির একটি বিশেষ দৃশ্য নিয়ে যেমন আপত্তি উঠেছে, তেমনই তৈরি হয়েছে বিতর্কও। সদ্য মুক্তি পাওয়া 'ওপেনহাইমার' ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে, বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ভগবত গীতার শ্লোকপাঠ করা হচ্ছে। ছবি মুক্তির পরে এই দৃশ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়।
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ফ্র্যাঞ্চাইজির (Student Of The Year Franchise) অনুরাগীদের জন্য সুখবর। শোনা যাচ্ছে খুব শীঘ্রই এই সিরিজের তৃতীয় ভাগ নিয়ে হাজির হতে চলেছেন কর্ণ জোহর (Karan Johar)। তবে এবার প্রেক্ষাগৃহে নয়, 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩' নাকি মুক্তি পাবে সোজাসুজি ওটিটি প্ল্যাটফর্মে। সূত্রের খবর, ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে এই ছবি। এখানেই শেষ নয়, কর্ণ জোহরের এই ছবির হাত ধরে ওটিটিতে পা রাখতে চলেছেন শানায়া কপূর।
মহানায়কের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে বাংলা চলচ্চিত্র জগতে বিশেষ অবদানের জন্য 'মহানায়ক' সম্মানে সম্মানিত করা হল টলিউডের পাঁচ জনপ্রিয় মুখকে। তারকাদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী নিজেই। ২০২৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে 'মহানায়ক' (Mahanayak) সম্মান যাঁরা পেলেন তাঁদের অন্যতম টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো একাধিক রাজনীতিক ও বিনোদন দুনিয়ার জনপ্রিয় মুখেদের উপস্থিতিতে অঙ্কুশ মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেন। নীল স্যুট-প্যান্ট পরে হাজির হন এদিন অভিনেতা। তাঁর গলায় ওঠে উত্তরীয়, হাতে 'মহানায়ক' পুরস্কার।
আরও পড়ুন, 'এটি সম্পূর্ণ অরাজনৈতিক আড্ডা', উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বললেন দেব
লোকসভা ভোটের আগে দেশের উত্তাল পরিস্থিতির আবহে, তাঁর সঙ্গেই দেখা করলেন খোদ অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। স্বাভাবিকভাবেই এই সাক্ষাৎ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ফিসফিস-গুঞ্জন রাজনৈতিক মহলে। এদিকে এমনই একটা সময় ১৮০ ডিগ্রি ঘুরে প্রাক্তন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষে দেব বলেছেন,' এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক আড্ডা।'