কলকাতা: ঋত্বিক অভিনীত 'একটু সরে বসুন' ছবির ট্রেলর প্রকাশ্যে।রশ্মিকা মান্দানার (Rashmika Mandanna) 'ডিপফেক' ভিডিও (Deepfake Video) কাণ্ডে এবার এফআইআর (FIR) দায়ের করল দিল্লি পুলিশ (Delhi Police)।আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
এবার নতুন ফ্রেমে, নব আঙ্গিকে, তীব্র রসবোধের মোড়কে, বনফুলের ছোটগল্প নিয়ে হাজির হয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবির নাম 'একটু সরে বসুন।' (Ektu Sore Bosun) আজই হয়ে গেল এই ছবির ট্রেলর লঞ্চ।মুখে হালকা হাসি, চোখ নিচের দিকে। কথা শেষ করে আপনার দিকে সোজা চোখে চোখ রেখে তাঁকাবেন তিনি। তারপর তীব্র রসিকতা। আচমকাই সিরিয়াস। ফের নিজের মনে গভীরভাবে কিছু বলে যাওয়া। এক্সপ্রেশনের এই ডিটেলিং শুনে বলার আর অপেক্ষা রাখে না, তিনি ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty)। রামধনুর সাতরঙে তাঁকে দেখা যায় মাঝেমাঝেই। এছবিতেও রয়েছেন স্বমহিমায়। এই ছবিতে তার পাশাপাশি অভিনয় করতে দেখা গিয়েছে, ইশা সাহা , পাওলি দাম , পরাণ বন্দ্যোপাধ্যায় , রজতাভ দত্ত , পায়েল সরকার , খরাজ মুখোপাধ্যায় , বিশ্বনাথ বসু-সহ একাধিকজনকে। এদিন ছবির ট্রেলর লঞ্চের অনুষ্ঠানে,প্রায় প্রত্যেকেই খোশমেজাজে দেখা গিয়েছে।
শিল্প এবং বৃৃহস্পতির মেলবন্ধন। তাতেই ফুলেফেঁপে উঠেছে ব্যবসা। 'স্পাই ইউনিভার্সে' ভর করেই পৃথক সাম্রাজ্য গড়ে তুলেছে যশরাজ ফিল্মস। ব্যবসার হিসেব নিকেশ অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। রবিবার মুক্তি পাচ্ছে যশরাজ ফিল্মসের 'টাইগার-৩'। সেটিকে বাদ দিলেও, শুধুমাত্র 'স্পাই ইউনিভার্স' থেকেই এখনও পর্যন্ত ২৪০০ কোটি টাকা ঘরে তুলেছে যশরাজ ফিল্মস। (Tiger 3)
বাংলায় কবে শুরু হয়েছে কালীমূর্তি স্থাপন করে কালী পুজো? কালীমূর্তি, সাধকদের কালী সাধনা আর বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নানা মন্দিরের অজস্র কাহিনি নিয়ে আসছেন অদিতি মুন্সি, শুধুমাত্র জি বাংলা সিনেমায়। কোথায় দেবীমূর্তি নাচের ভঙ্গিমায় থাকেন? কোথায়ই বা দেবীকে ক্ষ্যাপাকালী বলা হয়? এসব কাহিনিই শোনাবেন অদিতি মুন্সি, এই আলোর উৎসবের মরশুমে। জি বাংলা সিনেমার পর্দায় কালী পুজো উপলক্ষে 'সকালের সুরে' অনুষ্ঠানের বিশেষ পর্ব চলবে ১১ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত, ঠিক সকাল ৮টা থেকে।
'যশ রাজ ফিল্মস' প্রযোজিত, মণীশ শর্মা পরিচালিত 'টাইগার ৩' নিয়ে উত্তেজনা ও প্রত্যাশা বহুদিনই চরমে। ফের পর্দায় একসঙ্গে জুটি বাঁধবেন সলমন ও ক্যাটরিনা। অ্যাকশনে ভরপুর এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে (Emraan Hashmi)। প্রাথমিক অনুমান বলছে এই ছবি প্রথম দিনেই ৪০ কোটি টাকা আয় করতে পারে। এমনই দাবি করা হয়েছে 'পিভিআর আইনক্স'-এর তরফে।
আরও পড়ুন, চাকরির খোঁজে শহরে, মাঝপথে কার সঙ্গে দেখা ? ঋত্বিক অভিনীত ছবির ট্রেলর প্রকাশ্যে
রশ্মিকা মান্দানার (Rashmika Mandanna) 'ডিপফেক' ভিডিও (Deepfake Video) কাণ্ডে এবার এফআইআর (FIR) দায়ের করল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লি পুলিশের তরফে স্পেশাল সেল পুলিশ স্টেশনে একটি 'ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট' (First Information Report) মামলা দায়ের করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। গোটা দেশ তোলপাড় রশ্মিকা মান্দানার 'ডিপফেক' ভিডিও কাণ্ডে। সরকার নিয়েছে কড়া পদক্ষেপ। এবার অভিনেত্রীর পাশে দাঁড়াল দিল্লি পুলিশ। একাধিক প্রযোজ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এই ঘটনার তদন্ত চলছে। দিল্লি পুলিশের তরফে বলা হয়েছে, 'রশ্মিকা মান্দানার ডিপফেক এআই-জেনারেটেড ভিডিওর প্রসঙ্গে, ভারতীয় দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৬৫ ও ৪৬৯ ধারার অধীনে ও আইটি অ্যাক্ট, ২০০০-এর ৬৬সি ও ৬৬ই ধারায় মামলা দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল পুলিশ স্টেশনে এবং তদন্ত শুরু করা হয়েছে।'