কলকাতা: 'দ্য কেরালা স্টোরি' নিয়েও সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের (The Kerala Story)। 'দ্য কেরালা স্টোরি'তে রাজ্যের নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ (Supreme Court)। বাংলায় এবার 'দ্য কেরালা স্টোরি' প্রদর্শনে আপাতত রইল না কোনও বাধা। পাশাপাশি এলন মাস্কের একটি সাক্ষাৎকার শেয়ার করে কঙ্গনা লিখছেন, দেশদ্রোহীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি।সলমন খানের (Salman Khan)-এর বোন, অর্পিতা খান (Arpita Khan)-এর বাড়ি থেকে চুরি কয়েক লাখ টাকার হীরের দুল। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে অর্পিতার বাড়ির গৃহ সহায়ককেও।ওদিকে, 'আবার বিবাহ অভিযান' পাড়ি দিল মাসাইমারায়, জিৎ-অনির্বাণের গানে নাচছেন কিলি পল। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)। 


'দ্য কেরালা স্টোরি' নিয়েও সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের


'দ্য কেরালা স্টোরি' নিয়েও সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের (The Kerala Story)। 'দ্য কেরালা স্টোরি'তে রাজ্যের নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ (Supreme Court)। বাংলায় এবার 'দ্য কেরালা স্টোরি' প্রদর্শনে আপাতত রইল না কোনও বাধা। অশান্তির আশঙ্কার কথা বলে 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করেছিল সরকার (The Kerana Story Ban)।


ফের ট্যুইটারে ফিরে কী শেয়ার কঙ্গনার ?


তাঁর মন্তব্য প্রায় সবসময়েই বিতর্ক তৈরি করে। সে রাজনৈতিক হোক বা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে, কঙ্গনা রানাউত (Kangana Ranaut) সবসময়েই বিতর্কের কেন্দ্রে, শিরোনামে। কয়েক মাস আগে, ট্যুইটার অ্যাকাউন্ট হারিয়েছিলেন কঙ্গনা। ফের ট্যুইটারে ফিরে, এলন মাস্কের (Elon Mask)-এর একটি সাক্ষাৎকার শেয়ার করে কঙ্গনা লিখছেন, দেশদ্রোহীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি।


সলমনের বোন অর্পিতার বাড়িতে চুরি


সলমন খানের (Salman Khan)-এর বোন, অর্পিতা খান (Arpita Khan)-এর বাড়ি থেকে চুরি কয়েক লাখ টাকার হীরের দুল। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে অর্পিতার বাড়ির গৃহ সহায়ককেও। 


 আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 


'আবার বিবাহ অভিযান' পাড়ি দিল মাসাইমারায়


ইন্টারনেটের দুনিয়ায় কিলি পল (Kili Paul)-এখন বেশ পরিচিত নাম। বিভিন্ন গানের তালে তাঁর নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর তাঁর সদ্য শেয়ার করা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে বাংলা গান! 'আবার বিবাহ অভিযান' (Abar Bibaho Obhijaan)-এর টাইটেল ট্র্যাক। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া সেই ভিডিওতে ভিউ বাড়ছে ভালোই।