মুম্বই: প্রয়াত প্রখ্যাত গজল গায়ক ভূপিন্দর সিংহ (Bhupinder Singh)। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এই সঙ্গীতশিল্পী। মৃত্যুকালে এই শিল্পীর বয়স হয়েছিল ৮২ বছর। আজ মুম্বইয়েই প্রয়াত হয়েছেন এই শিল্পী। মায়ানগরীর জুহুর এক হাসপাতালে মৃত্যু হয়েছে সঙ্গীতশিল্পীর।


সূত্রের খবর, ১০ দিন আগে হাসপাতালে ভর্তি হন ভূপিন্দর সিংহ। ৫-৬ দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রখ্যাত গজল গায়ক। কো-মর্বিডিটির কারণে মৃত্যু, এই কথাই আপাতত জানাচ্ছেন চিকিৎসকেরা।


সত্তর থেকে আশির দশকে ভূপিন্দর সিংহ বেশ কিছু সিনেমায় গান গেয়েছিলেন। জুয়েল থিফ, মাসুম, পরিচয়, ঘরোন্দা, কিনারা ছবিতে গান গেয়েছেন ভূপিন্দর। ১৯৪০ সালের ফেব্রুয়ারি মাসে জন্ম হয় ভূপিন্দর সিংহের। গজলের সঙ্গে সঙ্গে বলিউড ছবিতেও গান গেয়েছেন ভূপিন্দর। তাঁর স্ত্রী ছিলেন ভারতীয় বাংলাদেশি গায়িকা মিতালি সিংহ (Mitali Singh)। 


আরও পড়ুন: Alta Phoring: মাকে যোগ্য সম্মান ফিরিয়ে দিতে ২০ বছর আগের ঘটনার তদন্তের আর্জি ফড়িংয়ের!


পঞ্জাবের পরিবারে জন্ম হয় ভূপিন্দর সিংহের। প্রথমে দিল্লিতে অল ইন্ডিয়া রেডিও (All India Radio) থেকে শুরু হয়েছিল তাঁর কেরিয়ার। দূরদর্শনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সঙ্গীতের সঙ্গে সঙ্গে গীটার আর ভায়োলিনও শিখেছিলেন ভূপিন্দর সিংহ। দুইই বাজাতে পারতেন সমান দক্ষতায়।


চেতন আনন্দের (Chetan Anand) 'হকিকত' (Haqeeqat) ছবিতে মান্না দে (Manna Dey), মহম্মদ রফি (Mohammad Rafi), তালাত মহম্মদ (Talat Mahommad)-এর সঙ্গে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় অভিনীত ‘ত্রয়ী’ ছবিতে ভূপিন্দরের গাওয়া, ‘কবে যে কোথায় কী যে হল ভুল’ আজও এই প্রজন্মের প্রিয়। তাঁর ভারী কণ্ঠস্বরের নরম সুর ‘মৌসম’, ‘সত্তে পে সত্তা’, ‘আহিস্তা’, ‘দুরিয়া’ ছবির গানের মাধ্যমে শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন ভূপিন্দর।


স্ত্রীয়ের সঙ্গে মঞ্চে ও প্লেব্যাকে গজল গাইতেন ভূপিন্দর। মিতালি ও ভূপিন্দরের এক ছেলেও রয়েছে। তাঁর নাম নিহাল সিংহ (Nihal Singh)। তিনিও একজন সঙ্গীতশিল্পী।