তার আগে টুইটারে এক ফ্যান রীতিমত ট্রোল করলেন শাহরুখ খানকে। তাঁর মন্তব্য, তাঁর নাম দিয়ে রীতিমত মিম তৈরি হয়ে গিয়েছে, তাই ধন্যবাদ।
মেয়েটির নাম সেজাল বদালা। শাহরুখ বলেছেন, তাঁকে এভাবে খোরাক হতে হওয়ায় তিনি দুঃখিত। তবে পরের ছবির টাইটেল তাঁর নিশ্চয়ই ভাল লাগবে- তা হল, বদালা উপস বদলে কি আগ।
যব হ্যারি মেট সেজাল নাম নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে হইচই। রণবীর কপূর দাবি করেছেন, ওই নাম তাঁর রাখা, শাহরুখ প্রথমে তা অস্বীকার করলেও রণবীরের সঙ্গে না পেরে তাঁকে ৫,০০০ টাকা দিতে বাধ্য হয়েছেন।
আবার আলিয়া ভট্ট রেগে আগুন, তাঁর রাখা নাম শাহরুখ-অনুষ্কাদের পছন্দ না হওয়ার জন্য।
শাহরুখ অবশ্য তাঁকেও ঠান্ডা করার চেষ্টা করতে কসুর করেননি!