পানাজি: পুলিশের জালে পুনম পাণ্ডে (Poonam Pandey)। দুই বছর আগে গোয়ার (Goa) একটি সুদৃশ্য বাঁধে নগ্ন শ্যুটিং করার জন্য অশ্লীলতার মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে অভিনেত্রী পুনম পাণ্ডের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে চার্জশিট ফাইল করল গোয়া পুলিশ (Goa Police)।


ঠিক কী অভিযোগ পুনম পাণ্ডের বিরুদ্ধে?


অভিযোগ ২০২০ সালের নভেম্বর মাসে গোয়ার কাণকোণের (Canacona) চাপোলি বাঁধে (Chapoli Dam) 'অশালীন' ভিডিওর (obscene video) শ্যুটিং করছিলেন পুনম। সেই জন্য তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। 


পুলিশের ঊর্ধ্বতন এক আধিকারিকের কথায়, 'গত সপ্তাহে পুনম পাণ্ডের বিরুদ্ধে চার্জশিট ফাইল করা হয়। মামলা দায়েরের পর স্থানীয় আদালত সমন জারি করবে।'


কাণকোণে এই শ্যুটিং চালানোর বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদের পরে, রাজ্যের স্বরাষ্ট্র দফতর এই বিষয়ে তৎকালীন পুলিশ পরিদর্শককে বরখাস্ত করে।


পুনম পাণ্ডের সঙ্গে অভিযুক্ত তাঁর তৎকালীন স্বামীও


তবে শুধু পুনম পাণ্ডের বিরুদ্ধেই নয়, চার্জশিট পেশ হয়েছে তাঁর প্রাক্তন স্বামী স্যাম বম্বের (Sam Bombay) বিরুদ্ধেও। ২০২০ সালে সেই শ্যুটিংয়ের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তাঁদের গ্রেফতার করা হয় এবং পরবর্তীকালে তাঁরা জামিনে মুক্তিও পেয়ে যান। ভারতীয় দণ্ডবিধির (Indian Penal Code) ৪৪৭ ধারা, ২৯২, ২৯৩ ধারা ও ২৯৪ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


আরও পড়ুন: Sidhu Moose Wala Last Rites: সিধু মুসেওয়ালাকে শেষ সম্মান জানাতে ভিড় গ্রামবাসীদের


কিছুদিন আগে মুম্বইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি হন অভিনেত্রী পুনম পাণ্ডে। ফল কিনতে বেরিয়ে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন। সম্প্রতি কঙ্গনা রানাউত সঞ্চালিত অনুষ্ঠান 'লক আপ'-এ অংশ নিয়েছিলেন তিনি। কানপুরে জন্ম পুনম পাণ্ডের। মডেল হিসেবে কর্মজীবন শুরু। মূলত সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি পোস্ট করার মাধ্যমে হঠাৎই বিখ্যাত হয়ে ওঠেন পুনম। ২০১৩ সালে প্রথম তাঁকে 'নেশা' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়।