কলকাতা: ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক 'গোধূলি আলাপ' (Godhuli Alap)। ইতিমধ্যেই টানটান উত্তেজনা ভরা এই ধারাবাহিক দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ধারাবাহিকে এক অসম সম্পর্ককে দেখানো হচ্ছে। ধারাবাহিকের নায়ক-নায়িকা অরিন্দম রায় ও নোলকের মধ্যে বয়সের পার্থক্য অনেক। হাঁটুর বয়সী নোলকের সঙ্গে গুরুগম্ভীর আইনজীবী অরিন্দম রায়ের সম্পর্ককে কেন্দ্র করে এবং আরও নানা ঘটনাকে কেন্দ্র করে জমে উঠেছে ধারাবাহিকের গল্প। যদিও গল্পে এখন এমন মোড় এসেছে, যেখানে বিয়ের আসল সত্যটা জানতে পেরে গিয়েছে নোলক। তবে কি এবার দুজনের সম্পর্ক ভেঙে যাবে?


'গোধূলি আলাপ'-এ নয়া মোড়-


টানটান উত্তেজনাপূর্ণ অংশ চলছে ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক 'গোধূলি আলাপ'-এ। বর্তমানে ধারাবাহিকের যে অংশ সম্প্রচারিত হয়েছে, তাতে দেখা গিয়েছে, জামিনে জেল থেকে ছাড়া পাওয়ার পরই নোলক জানতে পেরে যায় কেন অরিন্দম রায় তাঁকে বিয়ে করেছে। নোলকের বাবার সঙ্গে অরিন্দমের কথাবার্তা শুনে ফেলে সে। যদিও তার বাবা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই সে অরিন্দমকে গিয়ে বলে বাবার কাছে ক্ষমা চেয়ে নিতে। কিন্তু অরিন্দম সপাটে তার মুখের উপর জানিয়ে দেয় যে, সে কী কারণে তাকে বিয়ে করেছে। আকাশ থেকে পড়ে নোলক। তাহলে কি শুধুমাত্র দায়িত্ব পালনের জন্যই তাকে বিয়ে করেছে এ.আর? অনেক কঠিন কঠিন বাস্তবের কথা তাকে যখন বলতে যায় অরিন্দম, তখন কানে হাত দিয়ে বসে পড়ে সে। দৌড়ে বেরিয়ে যায় বাবার সঙ্গে দেখা করতে। এবার কোন দিকে গল্প মোড় নেবে? বিয়ের আসল সত্য়িটা জেনে ফেলেছে নোলক। এবার কি তাহলে সে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে? উত্তর জানতে চোখ রাখতে হবে ধারাবাবাহিকের আগামী পর্বে।



আরও পড়ুন - Bhool Bhulaiyaa 2: 'ভুলভুলাইয়া টু' মুক্তির দিন ফের একই কাজ করলেন কার্তিক আরিয়ান


প্রসঙ্গত, 'গোধূলি আলাপ' ধারাবাহিকে এক অসমবয়সী ভালোবাসার গল্প দেখানো হচ্ছে। যেখানে বয়সে অনেক ছোট নোলককে পারিপার্শ্বিক নানা কারণে বিয়ে করে দুঁদে আইনজীবী অরিন্দম রায়। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে কৌশিক সেন (Koushik Sen) এবং সোমু সরকারকে (Somu Sarkar)।