মুম্বই: ইরফান খান থেকে অনুপম খের। প্রিয়ঙ্কা চোপড়া থেকে দীপিকা পাড়ুকোন। বলিউডের নামিদামি তারকারা যখন হলিউডের ফোকাস পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন, তখন ব্যতিক্রম নওয়াজউদ্দিন সিদ্দিকি। প্রতিভাধর এই অভিনেতার বক্তব্য, হলিউড নিয়ে বেশি বেশি মাতামাতি হচ্ছে। ভারতের কাজ যখন সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে, তখন দেশের বাইরে গিয়ে কাজ করার জন্য লালায়িত হওয়ার দরকার কী।


নওয়াজের প্রশ্ন, হলিউডে গিয়ে অভিনয়ের দরকার কী, যখন এ দেশেই এত ভাল অভিনয়ের সুযোগ রয়েছে। এখানে ‘রামন রাঘব ২.০’, ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ যেমন হচ্ছে, তেমনই হচ্ছে ‘মিস লাভলি’ আর ‘দ্য লাঞ্চবক্স’। ছবিগুলি শুধু হিটই করছে না, উচ্চ প্রশংসিতও হচ্ছে। তাঁর কথায়, হলিউড নিয়ে অকারণে বাড়াবাড়ি করা হচ্ছে, সকলে চাইছে সেখানে গিয়ে কাজ করতে।

নওয়াজ অবশ্য জানাচ্ছেন, বিদেশে গিয়ে কাজ করতে তাঁরও আপত্তি নেই। তবে ঘরের কাজের চাপ এত বেশি যে এই মুহূর্তে হলিউড যাওয়া তাঁর পক্ষে অসম্ভব। তাঁর কথায়, হলিউডে কাজ পেতে হলে সেখানে এজেন্ট রাখতে হবে। যদি তেমন ইচ্ছে হয়, তিনিও এজেন্ট নিয়োগ করবেন। কিন্তু আপাতত তেমন কোনও পরিকল্পনা নেই তাঁর, বলিউডের কাজের ফাঁকে হাতে সময়ও নেই।

নওয়াজের অভিনয় দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও স্বীকৃত। শোনা যাচ্ছে, একটি আন্তর্জাতিক প্রকল্পে অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে কাজ করতে পারেন তিনি। তবে তা চূড়ান্ত হয়নি এখনও।

শাহরুখ খানের সঙ্গে ‘রইস’-এ নওয়াজকে এরপর দেখা যাবে।