মুম্বই: সোশ্যাল মিডিয়ায় তাঁর সমালোচকদের মুখের মত জবাব দিলেন সোহা আলি খান। অমৃতসরের স্বর্ণমম্দির ও গণপতি পুজোয় যাওয়া নিয়ে যাঁরা তাঁর সমালোচনা করেছিলেন, তাঁদের সোহার সাফ জবাব, ভারত ধর্মনিরপেক্ষ দেশ, মন্দিরে গিয়েছেন বলেই তাঁকে অ-মুসলিম বলে ধরে নেওয়ার কারণ নেই।

আসন্ন ছবি '৩১ অক্টোবর'-এর সাফল্য প্রার্থনা করতে স্বর্ণমন্দির যান মনসুর আলি খান পটৌডি কন্যা। মুম্বইয়ের একটি গণপতি মণ্ডপে তাঁর প্রার্থনারত ছবিও তিনি পোস্ট করেন টুইটারে। এরপরই একশ্রেণির মানুষ প্রশ্ন তোলে, মুসলমান সোহা কী করে হিন্দু উৎসবে যান। জবাবে সোহা পরিষ্কার জানিয়েছেন, তিনি মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। তবে কীভাবে স্রেফ মন্দিরে যাওয়ার জন্যই তিনি অ-মুসলিম তকমা পাচ্ছেন, তা তাঁর বোধগম্য নয়। কারও এমন কথা বলার অধিকার নেই। তিনি নমাজই পড়ুন আর চার্চেই যান- তাতে কার কী?

সোহার আরও বক্তব্য, তিনি কারও সম্পত্তি নন। ভারত ধর্মনিরপেক্ষ দেশ, এখানে প্রত্যেকের ধর্মবিশ্বাস ও ইচ্ছে অনিচ্ছেকে মর্যাদা দেওয়া হয়। তাই কারও উচিত নয়, নিজেদের মতামত জোর করে তাঁকে গিলিয়ে দেওয়ার চেষ্টা করা।