বক্সঅফিসে প্রথম দিনের ব্যবসার অঙ্কে ‘গোলমাল এগেন’ পিছনে ফেলল ‘সিক্রেট সুপারস্টার’-কে, ‘বাহুবলী’র পর সবচেয়ে বড় ওপেনিং
এই সিনেমা নিয়ে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া জানা গিয়েছে।
সিনেমা ব্যবসা বিশ্লেষক তরণ আদর্শ ‘গোলমাল এগেন’-কে সুপারহিট অ্যাখা দিয়েছেন।
অন্যদিকে, ২০ অক্টোবর মুক্তি পেয়েছে অজয়ের সিনেমা। প্রথম দিনে ৩০.১৪ কোটি টাকা ব্যবসা করে ‘সিক্রেট সুপারস্টার’কে পিছনে ফেলেছে। সবচেয়ে উল্লেখযোগ্য যে, চলতি বছরে ‘বাহুবলী’র পর সবচেয়ে বড় ওপেনিং পেল ‘গোলমাল এগেন’।
আমিরের সিনেমা ১৯ অক্টোবর মুক্তি পেয়েছে। প্রথম দিনে এই সিনেমা ৪.৮০ কোটি টাকার ব্যবসা করেছে।
প্রথম দিনের আয়ের হিসেবে অজয় দেবগনের গোলমাল এগেন আমিরের ‘সিক্রেট সুপারস্টার’-কে পিছনে ফেলে দিয়েছে।
এই সিনেমার একদিন আগে মুক্তি পেয়েছে আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’।
জানা গেছে, কমেডিতে ভরপুর এই সিনেমা মুক্তির প্রথম দিনেই ৩০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।
অজয় দেবগন, টব্বু, তুষার কপূর, আরশাদ ওয়ার্শি, জনি লিভার, শ্রেয়স তালপাড়ে, কুণাল খেমু ও পরিণীতি চোপড়া অভিনীত এই সিনেমার বক্সঅফিসে শুরুটা দুরন্ত হয়েছে।
রোহিত শেঠ্ঠি পরিচালিত গোলমাল সিরিজের চতুর্থ সিনেমা ‘গোলমাল এগেন’ মুক্তি পেয়েছে।